নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: জাতীয় সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে অ্যালকোহলের মাত্রা পরিমাপ করতে একটি বিশেষ যন্ত্রের ব্যবহার দেখা যায় ৷ এই বিশেষ যন্ত্রে ফুঁ দিলে শরীরে অ্যালকোহল গ্রহণের মাত্রা মাপা যায় ৷ এবার আরও উন্নত প্রযুক্তি সম্পন্ন অ্যালকোহল পরিমাপের যন্ত্র আবিষ্কার করল যোধপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ৷ উন্নত প্রযুক্তির এই যন্ত্রের মাধ্যমে যেমন মানব দেহের মাদকের মাত্রা যেমন পরিমাপ করা যাবে, সেইরকম কোন রোগে আক্রান্ত তাও পরিমাপ করা যাবে ৷ বিশেষত হাঁপানি, অ্যাজমা, স্লিপ অ্যাপনিয়া, কার্ডিয়াক অ্যারেস্টের মতো রোগও নির্ণয় করা যাবে ৷
আইআইটি যোধপুরের পক্ষ থকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই যন্ত্রের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ যেসমস্ত সেন্সরগুলি হাঁপানি, ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস, দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি রোগ সনাক্ত করতে সক্ষম ৷ এছাড়াও স্লিপ অ্যাপনিয়া, এবং কার্ডিয়াক অ্যারেস্টও নির্ধারণ করা যাবে এই যন্ত্রের মাধ্যমে ৷ মাদকের পরীক্ষার জন্য যখন কোনও ব্যক্তি এই বিশেষ যন্ত্র ব্যবহার করেন তখন নিঃশ্বাসে উপস্থিত জৈব যৌগগুলির মাধ্যমে সনাক্ত করা যাবে ওই ব্যক্তি কোনও রোগে আক্রান্ত ৷
আইআইটি যোধপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আরও জানা গিয়েছে, এই ব্রিথ অ্যানালাইজারের মাধ্যমে মানবদেহের ফুসফুসের অবস্থাও পরিমাপ করা যায় ৷ শ্বাসনালীতে কোনও প্রদাহ ও হাঁপানির সমস্যায় কোনও ব্যক্তি আক্রান্ত কি না তা সহজেই বোঝা যায় ৷ মানুষের স্বাস্থ্যের উপর বায়ুদূষণের প্রভাবও বোঝা যাবে এই ব্রিথ অ্যানালাইজারের মাধ্যমে ৷ আগামী দিনে যাতে আরও কাজ করা যায় এই ব্রিথ অ্যানালাইজারের মাধ্যমে সেই দিকেও লক্ষ্য রাখা হচ্ছে ৷
এ প্রসঙ্গেই আইআইটি যোধপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সাক্ষী ধনেকর বলেন, " বর্তমানে যেসমস্ত ব্রিথ অ্যানালাইজার ব্যবহার করা হায় সেইগুলি বেশ ব্যয় সাপেক্ষ ৷ সেইগুলি কাজ করতেও অনেক সময় নয় ৷" তার কথার রেশটেনেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র নিখিল ভাদেরা জানান, এই মেশিনটি ঘরের তাপমাত্রা তে কাজ করতে পারে ৷ এটি ন্যানো সিলিকন সহ মেটাল অক্সাইড দিয়ে তৈরি করা হয়েছে ৷
ব্রিথ সেন্সর কীভাবে কাজ করে ?
তা ব্যাখ্যা করেই ওই পড়ুয়া জানান, মানব শরীরে মাদকের মাত্রা পরিমাপের সময় যে নমুনা সংগ্রহ করা হয়, সেগুলি পরীক্ষা করে ওই ব্যক্তি কতটা মাদক সেবন করেছেন তা বোঝা যায় ৷ এছড়াও এই ব্রিথ সেন্সরের মাধ্যমে শ্বাসপ্রশ্বাসের ফিকোয়েন্সি বোঝা যায় ৷ যা থেকে সহজেই রোগ নির্ণয় করা যাবে ৷
আরও পড়ুন :