হায়দরাবাদ: ক্রেতা টানতে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি নিত্য নতুন মোবাইল ফোন বাজারে আনছে ৷ সেইসঙ্গে যুক্ত করছে নানা ধরনের ফিচার ৷ ইতিমধ্যেই বাজারে লঞ্চ করেছে আইফোন 16 সিরিজ ৷ তারমধ্যে চিনা সংস্থা বাজারে আনল ট্রাই ফোল্ড মোবাইল ৷ নতুন এই ফোনের দাম 2 লক্ষ 35 হাজার টাকার কাছাকাছি হতে পারে (মডেল অনুসারে দাম) ৷ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতাদের কথা ভেবেই তাঁরা এই ধরনের স্মার্টফোন বাজারে এসেছে ৷ এবার জেনে নেওয়া যাক এই বিশ্বের প্রথম ট্রাই ফোল্ডে স্মার্টফোনের দাম ও বৈশিষ্ট্য ৷
ভেবে দেখুন! কোনটা কিনবেন আইফোন 16 pro Max না Galaxy S24 Ultra
Huawei Mate XT
- ডিসপ্লে: 6.4 ইঞ্চি OLED
- স্ক্রিন (যখন খোলা হয়): 7.9 ইঞ্চি
- ট্রিপল স্ক্রীন ডিসপ্লে (খোলা হয়): 10.2 ইঞ্চি
- প্রসেসর: কিরিন 9 সিরিজ (Kirin 9010)
- রিয়ার ক্যামেরা: 50 এমপি
- লেন্স: 12 এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল
- টেলিফটো লেন্স: 12 এমপি, 5.5 অপটিক্যাল জুম সাপোর্ট
- ফ্রন্ট ক্যামেরা: 8 এমপি
- ব্যাটারি: 5,600mAh, সিলিকন কার্বন ব্যাটারি
- 66W চার্জিং
- 50W ওয়্যারলেস চার্জিং
আকর্ষণীয় ফিচার থেকে শুরু করে AI-এর সুবিধা রিয়েলমি P2 PRO 5G তে
ভেরিয়েন্ট:
- 16GB+256GB ভেরিয়েন্ট
- 512 স্টোরেজ ভেরিয়েন্ট
- 1TB ভেরিয়েন্ট
The world's first trifold phone is here❗️
— Ben Geskin (@BenGeskin) September 10, 2024
Huawei Mate XT | Ultimate Design
Starting at ¥19999 ($2800) pic.twitter.com/PaGlmhbHqG
ভারত বা বিশ্বের অন্যান্য বাজারে Huawei Mate XT ফোন লঞ্চ করার কোনও সম্ভাবনা আপাতত নেই। তবে অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি এই ধরনের ট্রাইফোল্ড স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এটির ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছে। Huawei Mate XT আপাতত চিনের বাজারে পাওয়া যাবে ৷ বিশ্বব্যপী কবে এই ট্রাই ফোল্ড স্মার্টফোন বাজারে লঞ্চ করা হবে সেই ব্যাপারে কিছুই জানানো হয়নি সংস্থার তরফে ৷ তবে মার্কিন টেক জায়েন্ট অ্যাপেল 16 সিরিজ বাজারে বিক্রির (20 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু) দিন, এটিরও বিক্রি শুরু হবে ৷ টেকস্যাভিদের ধারণা অ্যাপলের সঙ্গে টেক্কা দিতে চলেছে সংস্থাটি ৷