ETV Bharat / technology

দেখতে বইয়ের মতো, প্রথম ট্রাই ফোল্ড স্মার্টফোন লঞ্চ করল Huawei - Huawei Tri Foldable Smartphone

Worlds First Tri Foldable Smartphone: বিশ্বের প্রথম ট্রাই ফোল্ড স্মার্টফোন লঞ্চ করল Huawei। আইফোনের সঙ্গে টেক্কা দিতেই Huawei Mate XT বাজারে লঞ্চ করল সংস্থাটি ৷ জেনে নেওয়া যাক হুয়াওয়ে এই স্মার্টফোনের বৈশিষ্ট্য ও দাম ৷

Worlds First Tri Foldable Smartphone
বিশ্বের প্রথম ট্রাই ফোল্ডেবল স্মার্টফোন (Huawei)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 17, 2024, 11:19 AM IST

হায়দরাবাদ: ক্রেতা টানতে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি নিত্য নতুন মোবাইল ফোন বাজারে আনছে ৷ সেইসঙ্গে যুক্ত করছে নানা ধরনের ফিচার ৷ ইতিমধ্যেই বাজারে লঞ্চ করেছে আইফোন 16 সিরিজ ৷ তারমধ্যে চিনা সংস্থা বাজারে আনল ট্রাই ফোল্ড মোবাইল ৷ নতুন এই ফোনের দাম 2 লক্ষ 35 হাজার টাকার কাছাকাছি হতে পারে (মডেল অনুসারে দাম) ৷ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতাদের কথা ভেবেই তাঁরা এই ধরনের স্মার্টফোন বাজারে এসেছে ৷ এবার জেনে নেওয়া যাক এই বিশ্বের প্রথম ট্রাই ফোল্ডে স্মার্টফোনের দাম ও বৈশিষ্ট্য ৷

ভেবে দেখুন! কোনটা কিনবেন আইফোন 16 pro Max না Galaxy S24 Ultra

Huawei Mate XT

  • ডিসপ্লে: 6.4 ইঞ্চি OLED
  • স্ক্রিন (যখন খোলা হয়): 7.9 ইঞ্চি
  • ট্রিপল স্ক্রীন ডিসপ্লে (খোলা হয়): 10.2 ইঞ্চি
  • প্রসেসর: কিরিন 9 সিরিজ (Kirin 9010)
  • রিয়ার ক্যামেরা: 50 এমপি
  • লেন্স: 12 এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল
  • টেলিফটো লেন্স: 12 এমপি, 5.5 অপটিক্যাল জুম সাপোর্ট
  • ফ্রন্ট ক্যামেরা: 8 এমপি
  • ব্যাটারি: 5,600mAh, সিলিকন কার্বন ব্যাটারি
  • 66W চার্জিং
  • 50W ওয়্যারলেস চার্জিং

আকর্ষণীয় ফিচার থেকে শুরু করে AI-এর সুবিধা রিয়েলমি P2 PRO 5G তে

ভেরিয়েন্ট:

  • 16GB+256GB ভেরিয়েন্ট
  • 512 স্টোরেজ ভেরিয়েন্ট
  • 1TB ভেরিয়েন্ট

ভারত বা বিশ্বের অন্যান্য বাজারে Huawei Mate XT ফোন লঞ্চ করার কোনও সম্ভাবনা আপাতত নেই। তবে অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি এই ধরনের ট্রাইফোল্ড স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এটির ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছে। Huawei Mate XT আপাতত চিনের বাজারে পাওয়া যাবে ৷ বিশ্বব্যপী কবে এই ট্রাই ফোল্ড স্মার্টফোন বাজারে লঞ্চ করা হবে সেই ব্যাপারে কিছুই জানানো হয়নি সংস্থার তরফে ৷ তবে মার্কিন টেক জায়েন্ট অ্যাপেল 16 সিরিজ বাজারে বিক্রির (20 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু) দিন, এটিরও বিক্রি শুরু হবে ৷ টেকস্যাভিদের ধারণা অ্যাপলের সঙ্গে টেক্কা দিতে চলেছে সংস্থাটি ৷

অনলাইন ছাড়া কোথা থেকে কিনলে সস্তা হবে iphone 16 !

হায়দরাবাদ: ক্রেতা টানতে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি নিত্য নতুন মোবাইল ফোন বাজারে আনছে ৷ সেইসঙ্গে যুক্ত করছে নানা ধরনের ফিচার ৷ ইতিমধ্যেই বাজারে লঞ্চ করেছে আইফোন 16 সিরিজ ৷ তারমধ্যে চিনা সংস্থা বাজারে আনল ট্রাই ফোল্ড মোবাইল ৷ নতুন এই ফোনের দাম 2 লক্ষ 35 হাজার টাকার কাছাকাছি হতে পারে (মডেল অনুসারে দাম) ৷ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতাদের কথা ভেবেই তাঁরা এই ধরনের স্মার্টফোন বাজারে এসেছে ৷ এবার জেনে নেওয়া যাক এই বিশ্বের প্রথম ট্রাই ফোল্ডে স্মার্টফোনের দাম ও বৈশিষ্ট্য ৷

ভেবে দেখুন! কোনটা কিনবেন আইফোন 16 pro Max না Galaxy S24 Ultra

Huawei Mate XT

  • ডিসপ্লে: 6.4 ইঞ্চি OLED
  • স্ক্রিন (যখন খোলা হয়): 7.9 ইঞ্চি
  • ট্রিপল স্ক্রীন ডিসপ্লে (খোলা হয়): 10.2 ইঞ্চি
  • প্রসেসর: কিরিন 9 সিরিজ (Kirin 9010)
  • রিয়ার ক্যামেরা: 50 এমপি
  • লেন্স: 12 এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল
  • টেলিফটো লেন্স: 12 এমপি, 5.5 অপটিক্যাল জুম সাপোর্ট
  • ফ্রন্ট ক্যামেরা: 8 এমপি
  • ব্যাটারি: 5,600mAh, সিলিকন কার্বন ব্যাটারি
  • 66W চার্জিং
  • 50W ওয়্যারলেস চার্জিং

আকর্ষণীয় ফিচার থেকে শুরু করে AI-এর সুবিধা রিয়েলমি P2 PRO 5G তে

ভেরিয়েন্ট:

  • 16GB+256GB ভেরিয়েন্ট
  • 512 স্টোরেজ ভেরিয়েন্ট
  • 1TB ভেরিয়েন্ট

ভারত বা বিশ্বের অন্যান্য বাজারে Huawei Mate XT ফোন লঞ্চ করার কোনও সম্ভাবনা আপাতত নেই। তবে অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি এই ধরনের ট্রাইফোল্ড স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এটির ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছে। Huawei Mate XT আপাতত চিনের বাজারে পাওয়া যাবে ৷ বিশ্বব্যপী কবে এই ট্রাই ফোল্ড স্মার্টফোন বাজারে লঞ্চ করা হবে সেই ব্যাপারে কিছুই জানানো হয়নি সংস্থার তরফে ৷ তবে মার্কিন টেক জায়েন্ট অ্যাপেল 16 সিরিজ বাজারে বিক্রির (20 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু) দিন, এটিরও বিক্রি শুরু হবে ৷ টেকস্যাভিদের ধারণা অ্যাপলের সঙ্গে টেক্কা দিতে চলেছে সংস্থাটি ৷

অনলাইন ছাড়া কোথা থেকে কিনলে সস্তা হবে iphone 16 !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.