হায়দরাবাদ: বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মেসেজিং অ্যাপগুলির মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ ৷ শুধুমাত্র ভারতেই 500 মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে ৷ পেশগত থেকে শুরু করে ব্যক্তিগত ও বাণিজ্যিক ভাবে হোয়াটসঅ্যাপের ব্যবহার গুরুত্বপূর্ণ ভাবে বৃদ্ধি পাচ্ছে ৷ সোশ্যাল মিডিয়া গ্রুপ মেটার এই অ্যাপ মানুষের জীবন আরও সহজ করে তুলেছে ৷
কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা দিতে গুগলের সঙ্গে গাঁটছড়া ভোডাফোনের
দেখা গিয়েছে উৎসবের সময়ে হোয়াটসঅ্যাপের ব্যবহার সবথেকে বেশি হয় ৷ দীপাবলির উৎসব এগিয়ে আসছে ৷ ডিজিটাল যুগে বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের শুভেচ্ছা পাঠাতোে ভরসা হোয়াটসঅ্যাপ ৷ কিন্তু সমস্যা দেখা দেয় যখন আমারা একসঙ্গে অনেক জনকে মেসেজ করতে চাই, বর্তমানে হোয়াটসঅ্যাপে সেই সুবিধা থাকে না ৷ একসঙ্গে 5 জনের বেশি মেসেজ পাঠানো যায় না ৷ কয়েকটি পদ্ধতি অবলম্বন করলেই একসঙ্গে একাধিক মেসেজ পাঠাতে পারবেন ৷
এবার জেনে নেওয়া যাক কীভাবে একসঙ্গে একাধিক ব্যক্তিকে মেসেজ পাঠাতে পারেন ৷ আপনি যদি একসঙ্গে অনেক লোককে বার্তা পাঠাতে চান তবে হোয়াটসঅ্যাপে একটি সম্প্রচার বা ব্রডকাস্ট লিস্ট তৈরি করুন । জেনে নিন ব্রডকাস্ট লিস্ট কীভাবে তৈরি করবেন...
ধাপ 1: প্রথমে মোবাইলের WhatsApp অ্যাপ খুলে সেটার সেটিংস অপশনে যেতে হবে
ধাপ 2: 'সম্প্রচার তালিকা বা ব্রডকাস্ট তালিকা' সিলেক্ট করে, যাদের দীপাবলির শুভেচ্ছা বার্তা পাঠাতে চান তাদের তালিকা তৈরি করতে হবে ৷ ব্রডকাস্ট লিস্টে তাদের অ্যাড করতে হবে ৷
ধাপ 3: ব্রডকাস্ট লিস্ট বা সম্প্রচার তালিকা তৈরি করার পর সেখানে যাদের তালিকা তৈরি করেছেন তাঁদের সকলকেই একসঙ্গে শুভেচ্ছা পাঠাতে পারেন।
পথ যদি না শেষ হয়, বাইক চড়লে বেশ হয়! নতুন ফিচার ও আকর্ষণীয় দামে বাজারে জাওয়া
সম্প্রচার তালিকা বা ব্রডকাস্ট লিস্ট তৈরি করলে, কোনও গ্রুপ তৈরি না করেই একসঙ্গে একাধিক পরিচিত ব্যক্তিকে শুভেচ্ছা বার্তা পাঠানো যায় ৷ এটি তবে হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট লিস্টে 256টি নম্বর অ্যাড করা যাবে ৷ ব্যক্তিগত এবং ব্যবসায়িক অ্যাকাউন্ট উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।