ETV Bharat / technology

বিদ্যুৎবিলের ঠেলায় মাসের শেষে সংসারে টান! একটু সাবধানে বাঁচবে হাজার হাজার টাকা - SAVE ELECTRICITY BILL

How To Reduce Electricity Bill: বিদ্যুৎ বিলের বোঝায় প্রতি মাসে পরত্রাহী অবস্থা ৷ হাজার সাবধানতা অবলম্বনেও কমছে না বিলের বহর ৷ গ্রীর্ষ, বর্ষা ও শীত সব সময়েই একি অবস্থা ৷ ভাবছেন কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন? দেখুন তো অজান্তে এই ভুলগুলো করছেন না তো ৷

How To Reduce Electricity Bill
প্রতীকী ছবি (গেটি ইমেজ)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 6, 2024, 5:14 PM IST

হায়দরাবাদ: লাইট-পাখা বন্ধ করে সব সময় ঘর থেকে বেরন ৷ যদিও তাতে খুব একটা ফারাক হয় না মাসের শেষের বিদ্যুতের বিলে ৷ অপ্রয়োজনীয় কারণে বৈদ্যুতিন সরঞ্জাম বন্ধ থেকে শুরু করে এসি কম চালানো কোনও কিছুই বাদ যায়নি ৷ তারপরেও মাসের শেষে বিদ্যুতের বিল জমা করতে গিয়ে সংসার খরচ বেড়ে যায় ৷ জানেন কি কয়েকটি সাবধানতা অবলম্বন করলে অত্যধিক বিদ্যুতের বিলের চাপ কমে যায় ৷ এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বৈদ্যুতিন সরঞ্জামগুলোকে দেখে নেওয়া সেগুলি বিএসআই মার্ক কি না ৷

বাল্বের ব্যবহার: সাধারণ বাল্বে বেশি বিদ্যুৎ ব্যবহার হয়। এর কারণে বিদ্যুৎ বিলও বেশি। সাশ্রয়ের জন্য় বাড়িতে এলইডি বাল্ব ব্যবহার করতে পারেন ৷ তার ফলে কম বিদ্যুৎ খরচ হবে। বিলও কমে যাবে। তাছাড়া এই ধরনের এলইডি বাল্ব দীর্ঘদিন চলে ৷

অপ্রয়োজনে সংযোগ বিচ্ছিন্ন রাখা: অনেকে ইলেকট্রনিক ডিভাইসগুলি ব্যবহারের পরে সেগুলি আনপ্লাগ করে না। সুইচ বন্ধ করে দেন ৷ জানেন কি যন্ত্রাংশটিআনপ্লাগ না করলে, তবে এটির মধ্য দিয়ে বিদ্যুত প্রবাহিত হতে থাকে। সেজন্য ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন চার্জার, টিভি, কম্পিউটার, ওয়াই-ফাই রাউটার, ওয়াশিং মেশিন ইত্যাদি ব্যবহারের পরপর প্লাগ খুলে রাখাই ভালো। এতে বিল কম আসে ৷

এসি রক্ষণাবেক্ষণ: এয়ার কন্ডিশন ব্যবহারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। নিয়মিত এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করা দরকার ৷ বছরে একবার হলেও মেকানিক দিয়ে এয়ার কন্ডিশনটি মেনটেনেন্স করা ভালো ৷ এসি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করলে কম বিদ্যুৎ খরচ হয়। একেবারে প্রয়োজন হলেই তবেই এসি ব্যবহার করা ভালো।

পাওয়ার স্ট্রিপ ব্যবহার: টিভি, কম্পিউটারের মতো ইলেকট্রনিক জিনিসগুলি পাওয়ার স্ট্রিপে প্লাগ করা উচিত। এছাড়াও এই ধরনের বৈদ্যুতিন যন্ত্রাংশ ব্যবহার না-হলেও সুইচ বন্ধ করে দেওয়া দরকার ৷ কম্পিউটার ব্যবহারের সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন। অন্যথায় সেটি স্ট্যান্ডবাই মোডে থাকলেও বিদ্যুৎ খরচ হয় ৷ এতে বিলও বাড়বে।

বিদেশি সংস্থায় বিনিয়োগ ও বিপুল রির্টান! হোয়াটসঅ্যাপে এই মেসেজ এলেই সাবধান

ওয়াশিং মেশিনের ব্যবহার: কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনের ব্যবহার কমাতে হবে। যখন সময় নেই তখনই এগুলি ব্যবহার করা ভালো। এতে করে বিদ্যুৎ বিল ও জল বাঁচানো যাবে।

কাপড় শুকানো: ধোয়া কাপড় শুকানোর জন্য সবসময় প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করুন। বাতাস এবং সূর্যের আলোতে কাপড় শুকানো ভালো। মেশিন শুকনো করলে বিলও বাড়বে ৷ তাই খরচ বাঁচাতে প্রাকৃতিকভাবে কাপড় শুকনো করা ভালো ৷

স্টার রেটিং: টিভি, ফ্রিজ, এসির মতো বৈদ্যুতিক গ্যাজেট কেনার সময় আরও স্টার রেটিং দেখা কেনা দরকার। এতে শুধু বিদ্যুৎ খরচই কমে না, বিলও কমে।

এগুলোর পাশাপাশি দিনের বেলায় সূর্যালোক ব্যবহার করে লাইট ও ফ্যানের ব্যবহার কম করা ভালো। বাড়িতে কেউ না থাকলে এবং কাজের জন্য বাইরে যাওয়ার সময় লাইট, ফ্যান, টিভি বন্ধ করুন। এর মাধ্যমে আপনি বিদ্যুৎ সাশ্রয় হবে ৷ যা ভবিষ্য়তে জন্য ভালো ৷

উৎসবের মরশুম বিপুল কর্মসংস্থান ! 6 লাখ ভারতীয় কর্মী নিয়োগ মার্কিন টেক জায়ান্ট অ্য়াপেলের

হায়দরাবাদ: লাইট-পাখা বন্ধ করে সব সময় ঘর থেকে বেরন ৷ যদিও তাতে খুব একটা ফারাক হয় না মাসের শেষের বিদ্যুতের বিলে ৷ অপ্রয়োজনীয় কারণে বৈদ্যুতিন সরঞ্জাম বন্ধ থেকে শুরু করে এসি কম চালানো কোনও কিছুই বাদ যায়নি ৷ তারপরেও মাসের শেষে বিদ্যুতের বিল জমা করতে গিয়ে সংসার খরচ বেড়ে যায় ৷ জানেন কি কয়েকটি সাবধানতা অবলম্বন করলে অত্যধিক বিদ্যুতের বিলের চাপ কমে যায় ৷ এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বৈদ্যুতিন সরঞ্জামগুলোকে দেখে নেওয়া সেগুলি বিএসআই মার্ক কি না ৷

বাল্বের ব্যবহার: সাধারণ বাল্বে বেশি বিদ্যুৎ ব্যবহার হয়। এর কারণে বিদ্যুৎ বিলও বেশি। সাশ্রয়ের জন্য় বাড়িতে এলইডি বাল্ব ব্যবহার করতে পারেন ৷ তার ফলে কম বিদ্যুৎ খরচ হবে। বিলও কমে যাবে। তাছাড়া এই ধরনের এলইডি বাল্ব দীর্ঘদিন চলে ৷

অপ্রয়োজনে সংযোগ বিচ্ছিন্ন রাখা: অনেকে ইলেকট্রনিক ডিভাইসগুলি ব্যবহারের পরে সেগুলি আনপ্লাগ করে না। সুইচ বন্ধ করে দেন ৷ জানেন কি যন্ত্রাংশটিআনপ্লাগ না করলে, তবে এটির মধ্য দিয়ে বিদ্যুত প্রবাহিত হতে থাকে। সেজন্য ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন চার্জার, টিভি, কম্পিউটার, ওয়াই-ফাই রাউটার, ওয়াশিং মেশিন ইত্যাদি ব্যবহারের পরপর প্লাগ খুলে রাখাই ভালো। এতে বিল কম আসে ৷

এসি রক্ষণাবেক্ষণ: এয়ার কন্ডিশন ব্যবহারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। নিয়মিত এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করা দরকার ৷ বছরে একবার হলেও মেকানিক দিয়ে এয়ার কন্ডিশনটি মেনটেনেন্স করা ভালো ৷ এসি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করলে কম বিদ্যুৎ খরচ হয়। একেবারে প্রয়োজন হলেই তবেই এসি ব্যবহার করা ভালো।

পাওয়ার স্ট্রিপ ব্যবহার: টিভি, কম্পিউটারের মতো ইলেকট্রনিক জিনিসগুলি পাওয়ার স্ট্রিপে প্লাগ করা উচিত। এছাড়াও এই ধরনের বৈদ্যুতিন যন্ত্রাংশ ব্যবহার না-হলেও সুইচ বন্ধ করে দেওয়া দরকার ৷ কম্পিউটার ব্যবহারের সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন। অন্যথায় সেটি স্ট্যান্ডবাই মোডে থাকলেও বিদ্যুৎ খরচ হয় ৷ এতে বিলও বাড়বে।

বিদেশি সংস্থায় বিনিয়োগ ও বিপুল রির্টান! হোয়াটসঅ্যাপে এই মেসেজ এলেই সাবধান

ওয়াশিং মেশিনের ব্যবহার: কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনের ব্যবহার কমাতে হবে। যখন সময় নেই তখনই এগুলি ব্যবহার করা ভালো। এতে করে বিদ্যুৎ বিল ও জল বাঁচানো যাবে।

কাপড় শুকানো: ধোয়া কাপড় শুকানোর জন্য সবসময় প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করুন। বাতাস এবং সূর্যের আলোতে কাপড় শুকানো ভালো। মেশিন শুকনো করলে বিলও বাড়বে ৷ তাই খরচ বাঁচাতে প্রাকৃতিকভাবে কাপড় শুকনো করা ভালো ৷

স্টার রেটিং: টিভি, ফ্রিজ, এসির মতো বৈদ্যুতিক গ্যাজেট কেনার সময় আরও স্টার রেটিং দেখা কেনা দরকার। এতে শুধু বিদ্যুৎ খরচই কমে না, বিলও কমে।

এগুলোর পাশাপাশি দিনের বেলায় সূর্যালোক ব্যবহার করে লাইট ও ফ্যানের ব্যবহার কম করা ভালো। বাড়িতে কেউ না থাকলে এবং কাজের জন্য বাইরে যাওয়ার সময় লাইট, ফ্যান, টিভি বন্ধ করুন। এর মাধ্যমে আপনি বিদ্যুৎ সাশ্রয় হবে ৷ যা ভবিষ্য়তে জন্য ভালো ৷

উৎসবের মরশুম বিপুল কর্মসংস্থান ! 6 লাখ ভারতীয় কর্মী নিয়োগ মার্কিন টেক জায়ান্ট অ্য়াপেলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.