ETV Bharat / technology

85 শতাংশ ইথানলে চলবে Honda-এর এই বাইক, টান পড়বে না পকেটে

টু-হুইলার নির্মাতা Honda লঞ্চ করলে তাদের নতুন Honda CB300F FlexTech বাইক ৷ যা 85 শতাংশ ফ্লেক্স-ফুয়েলে চলবে।

author img

By ETV Bharat Tech Team

Published : 4 hours ago

Honda
Honda CB300F FlexTech (ছবি - হোন্ডা মোটরসাইকেল)

হায়দরাবাদ: বাইক প্রস্তুতকারী সংস্থা Honda মোটর ভারতীয় বাজারে আনল তাদের নতুন Honda CB300F FlexTech ৷ এই বাইকটিতে ফুয়েল হিসেবে ফ্লেক্স-ফুয়েলের ব্যবহার করা হয়েছে । বিশেষত্ত্ব হল এর দাম স্ট্যান্ডার্ড মোটরসাইকেলের মতই । দাম 1.70 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু ৷ চলতি মাসের শেষের দিকেই ক্রেতরা কিনতে পারবেন এই বাইক ৷

আর বাতিল নয় 10 বছরের পুরনো বাইক, বদলে ফেলুন ইলেকট্রিকে

ভারতীয় বাজারে লঞ্চ করা এটি প্রথম বাইক যেটি ভারত মোবিলিটি শো 2024-এ প্রদর্শিত হয়েছিল ৷ এটি Honda CB300F-এর মতোই ডিজাইন রয়েছে ৷ আপাতত দু’টি বিকল্প রঙে পাওয়া যাবে এই বাইক ৷ যার মধ্যে রয়েছে স্পোর্টস রেড এবং ম্যাট অ্যাক্সিস গ্রে ধাতব রঙ । এশুধুমাত্র লক্ষণীয় পার্থক্য হল CB300F ফ্লেক্স ফুয়েল ট্যাঙ্কের কভারে একটি সবুজ ডেকেল রয়েছে ( গ্রাফিক্যাল স্টিকার) ৷

Honda
Honda CB300F FlexTech (ছবি - হোন্ডা মোটরসাইকেল)

ইলেকট্রিক স্কুটারের পর, লঞ্চ হল হাইভোল্টেজ বাইক Raptee T30

এই ডেকেলে লেখা রয়েছে 'ফ্লেক্সটেক'। এটি স্ট্যান্ডার্ড মডেলের মতো ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দিয়ে সজানো হয়েছে ৷ যদিও এটিতে ইথানলের একটি নির্দিষ্ট সূচক রয়েছে ৷ জ্বালানীর 85 শতাংশ ইথানলে ও পেট্রলের মিশ্রনে চলতে পারে বাইকটি ৷ বাইকের যন্ত্রাংশের কথা বললে, বাইকটির সামনে অংশে USD ফর্ক সেটআপ এবং পিছনে চাকায় মনোশক রয়েছে।

Honda
Honda CB300F FlexTech (ছবি - হোন্ডা মোটরসাইকেল)

দিপাবলীর আগেই বাজারে আসছে নতুন বাইক N125

ব্রেকিংয়ের জন্য, সামনে-পিছনে ডিস্ক ব্রেক ইনস্টল করা হয়েছে ৷ যেটি ডুয়াল-চ্যানেল ABS দিয়ে সজ্জিত। বাইকে রয়েছে 293.53cc, একক-সিলিন্ডার ইঞ্জিন ৷ যা এখন E85 জ্বালানির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ৷ এটি 85 শতাংশ ইথানল ও প্রেট্রলের মিশ্রনে চলে ৷ এটি একক ইঞ্জিন হলেও 24.5 bhp শক্তি এবং 25.9 Nm টর্ক দেয় ৷ যা স্ট্যান্ডার্ড মোটরসাইকেলের থেকে সামান্য বেশি। এটি একটি 6-স্পীড গিয়ারবক্সের সুবিধা রয়েছে ৷ এছাড়াও রয়েছে স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচের ফাংশন ৷

Honda
Honda CB300F FlexTech (ছবি - হোন্ডা মোটরসাইকেল)

ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন কী?

ফ্লেক্স-ফুয়েল যানবাহনগুলি পেট্রল, ইথানল বা পেট্রল এবং ইথানলের মিশ্রণে চলতে পারে। ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনগুলি এমন ইঞ্জিন, যা একাধিক জ্বালানি ব্যবহার করতে পারে। জ্বালানি হিসাবে পেট্রলের পাশাপাশি ইথানল, সিএনজি, বায়ো-এলএনজি এবং বৈদ্যুতিক শক্তি ব্যবহার করতে পারে। ক্রমাগত পেট্রোল-ডিজেলের দাম লিটারে প্রায় লিটার পিছু 100 টাকা ছাড়িয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে, ফ্লেক্স জ্বালানি ইঞ্জিন ব্যবহার সাশ্রয়কর বলে মনে করেছেন অনেকে ৷

ইলেকট্রিক স্কুটারে সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ছাড়, কে দিচ্ছে !

হায়দরাবাদ: বাইক প্রস্তুতকারী সংস্থা Honda মোটর ভারতীয় বাজারে আনল তাদের নতুন Honda CB300F FlexTech ৷ এই বাইকটিতে ফুয়েল হিসেবে ফ্লেক্স-ফুয়েলের ব্যবহার করা হয়েছে । বিশেষত্ত্ব হল এর দাম স্ট্যান্ডার্ড মোটরসাইকেলের মতই । দাম 1.70 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু ৷ চলতি মাসের শেষের দিকেই ক্রেতরা কিনতে পারবেন এই বাইক ৷

আর বাতিল নয় 10 বছরের পুরনো বাইক, বদলে ফেলুন ইলেকট্রিকে

ভারতীয় বাজারে লঞ্চ করা এটি প্রথম বাইক যেটি ভারত মোবিলিটি শো 2024-এ প্রদর্শিত হয়েছিল ৷ এটি Honda CB300F-এর মতোই ডিজাইন রয়েছে ৷ আপাতত দু’টি বিকল্প রঙে পাওয়া যাবে এই বাইক ৷ যার মধ্যে রয়েছে স্পোর্টস রেড এবং ম্যাট অ্যাক্সিস গ্রে ধাতব রঙ । এশুধুমাত্র লক্ষণীয় পার্থক্য হল CB300F ফ্লেক্স ফুয়েল ট্যাঙ্কের কভারে একটি সবুজ ডেকেল রয়েছে ( গ্রাফিক্যাল স্টিকার) ৷

Honda
Honda CB300F FlexTech (ছবি - হোন্ডা মোটরসাইকেল)

ইলেকট্রিক স্কুটারের পর, লঞ্চ হল হাইভোল্টেজ বাইক Raptee T30

এই ডেকেলে লেখা রয়েছে 'ফ্লেক্সটেক'। এটি স্ট্যান্ডার্ড মডেলের মতো ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দিয়ে সজানো হয়েছে ৷ যদিও এটিতে ইথানলের একটি নির্দিষ্ট সূচক রয়েছে ৷ জ্বালানীর 85 শতাংশ ইথানলে ও পেট্রলের মিশ্রনে চলতে পারে বাইকটি ৷ বাইকের যন্ত্রাংশের কথা বললে, বাইকটির সামনে অংশে USD ফর্ক সেটআপ এবং পিছনে চাকায় মনোশক রয়েছে।

Honda
Honda CB300F FlexTech (ছবি - হোন্ডা মোটরসাইকেল)

দিপাবলীর আগেই বাজারে আসছে নতুন বাইক N125

ব্রেকিংয়ের জন্য, সামনে-পিছনে ডিস্ক ব্রেক ইনস্টল করা হয়েছে ৷ যেটি ডুয়াল-চ্যানেল ABS দিয়ে সজ্জিত। বাইকে রয়েছে 293.53cc, একক-সিলিন্ডার ইঞ্জিন ৷ যা এখন E85 জ্বালানির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ৷ এটি 85 শতাংশ ইথানল ও প্রেট্রলের মিশ্রনে চলে ৷ এটি একক ইঞ্জিন হলেও 24.5 bhp শক্তি এবং 25.9 Nm টর্ক দেয় ৷ যা স্ট্যান্ডার্ড মোটরসাইকেলের থেকে সামান্য বেশি। এটি একটি 6-স্পীড গিয়ারবক্সের সুবিধা রয়েছে ৷ এছাড়াও রয়েছে স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচের ফাংশন ৷

Honda
Honda CB300F FlexTech (ছবি - হোন্ডা মোটরসাইকেল)

ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন কী?

ফ্লেক্স-ফুয়েল যানবাহনগুলি পেট্রল, ইথানল বা পেট্রল এবং ইথানলের মিশ্রণে চলতে পারে। ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনগুলি এমন ইঞ্জিন, যা একাধিক জ্বালানি ব্যবহার করতে পারে। জ্বালানি হিসাবে পেট্রলের পাশাপাশি ইথানল, সিএনজি, বায়ো-এলএনজি এবং বৈদ্যুতিক শক্তি ব্যবহার করতে পারে। ক্রমাগত পেট্রোল-ডিজেলের দাম লিটারে প্রায় লিটার পিছু 100 টাকা ছাড়িয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে, ফ্লেক্স জ্বালানি ইঞ্জিন ব্যবহার সাশ্রয়কর বলে মনে করেছেন অনেকে ৷

ইলেকট্রিক স্কুটারে সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ছাড়, কে দিচ্ছে !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.