ETV Bharat / technology

প্যান-আধারের তথ্য ফাঁস, নাগরিক সুরক্ষায় ওয়েবসাইট ব্লক কেন্দ্রের - Central Government - CENTRAL GOVERNMENT

Websites Reported leaking Aadhaar and PAN card: কেন্দ্রীয় সরকার বেশ কিছু ওয়েবসাইট ব্লক করেছে আধার, প্যান কার্ড থেকে ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিচয় প্রকাশ করার অভিযোগে । ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের তরফেই এই পদক্ষেপ করা হয়েছে।

Websites Reported leaking information
প্যান-আধারের তথ্য ফাঁসের অভিযোগে ওয়েবসাইট ব্লক কেন্দ্রের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 28, 2024, 5:31 PM IST

হায়দরাবাদ: সরকারি ও বেসরকারি সমস্ত ক্ষেত্রেই বাধ্যতামূলক আধার ও প্যানকার্ড ৷ নাগরিক পরিচয় পত্র থেকে শুরু করে যে কোনও ডকুমেন্টেশনের কাজে এই দুই তথ্য খুবই গুরুত্বপূর্ণ ৷ নাগরিক তথ্য ফাঁসের অভিযোগে বেশ কয়েকটি ওয়েব সাইট ব্লক করেছে কেন্দ্রীয় সরকার ৷ একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) কয়েকটি ওয়েবসাইটগুলিতে নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে পেয়েছে। এরপর নাগরিক সুরক্ষার্থে এই সমস্ত ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে ।

নামমাত্র সময়ে কীভাবে বানাবেন পিভিসি আধার, বিস্তারিত জানুন

সাইবার নিরাপত্তা: সরকারের জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, কিছু ওয়েবসাইট আধার এবং প্যান কার্ডের বিবরণ-সহ ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করছে। সরকার সাইবার নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার রক্ষা এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে ৷ সেই অনুযায়ী, এই ওয়েবসাইটগুলি ব্লক করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে ৷

হাতে মাত্র 20 দিন, এর মধ্যে আধার আপডেট না করালে লাগবে টাকা

নিরাপত্তা জনিত ত্রুটি প্রকাশের পর অভিযোগ দায়ের: ভারতীয় স্বতন্ত্র সনাক্তকরণ কর্তৃপক্ষ (UIDAI) আধার আইন অনুয়ায়ী, 2016 সালে আধার-সম্পর্কিত বিশদ তথ্য প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ কিন্তু বেশ কিছু ওয়েবসাইট এই নিষেধাজ্ঞা না মেনেই নাগরিক তথ্য প্রকাশ করছে ৷ সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে সংশ্লিষ্ট ওয়েবসাইগুলির বিরুদ্ধে। CERT-In এই ওয়েবসাইটগুলিতে কিছু নিরাপত্তা ত্রুটি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলিকে ত্রুটি সংশোধনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আধার পেতে বাধ্যতামূলক এনআরসি রশিদ, ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের

ক্ষতিপূরণের দাবি: তথ্য-প্রযুক্তি আইন, 2011 এর অধীনে জনসাধারণের কাছে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য প্রকাশ করা নিষিদ্ধ। কোনও নাগরিকের তথ্য় প্রকাশিত হলে কেউ অভিযোগ দায়ের করতে পারেন ৷ রাজ্যগুলির তথ্যপ্রযুক্তি সচিবদের সিদ্ধান্ত নেওয়ার কর্তৃপক্ষ হিসাবে ক্ষমতা দেওয়া হয়েছে।

হায়দরাবাদ: সরকারি ও বেসরকারি সমস্ত ক্ষেত্রেই বাধ্যতামূলক আধার ও প্যানকার্ড ৷ নাগরিক পরিচয় পত্র থেকে শুরু করে যে কোনও ডকুমেন্টেশনের কাজে এই দুই তথ্য খুবই গুরুত্বপূর্ণ ৷ নাগরিক তথ্য ফাঁসের অভিযোগে বেশ কয়েকটি ওয়েব সাইট ব্লক করেছে কেন্দ্রীয় সরকার ৷ একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) কয়েকটি ওয়েবসাইটগুলিতে নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে পেয়েছে। এরপর নাগরিক সুরক্ষার্থে এই সমস্ত ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে ।

নামমাত্র সময়ে কীভাবে বানাবেন পিভিসি আধার, বিস্তারিত জানুন

সাইবার নিরাপত্তা: সরকারের জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, কিছু ওয়েবসাইট আধার এবং প্যান কার্ডের বিবরণ-সহ ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করছে। সরকার সাইবার নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার রক্ষা এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে ৷ সেই অনুযায়ী, এই ওয়েবসাইটগুলি ব্লক করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে ৷

হাতে মাত্র 20 দিন, এর মধ্যে আধার আপডেট না করালে লাগবে টাকা

নিরাপত্তা জনিত ত্রুটি প্রকাশের পর অভিযোগ দায়ের: ভারতীয় স্বতন্ত্র সনাক্তকরণ কর্তৃপক্ষ (UIDAI) আধার আইন অনুয়ায়ী, 2016 সালে আধার-সম্পর্কিত বিশদ তথ্য প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ কিন্তু বেশ কিছু ওয়েবসাইট এই নিষেধাজ্ঞা না মেনেই নাগরিক তথ্য প্রকাশ করছে ৷ সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে সংশ্লিষ্ট ওয়েবসাইগুলির বিরুদ্ধে। CERT-In এই ওয়েবসাইটগুলিতে কিছু নিরাপত্তা ত্রুটি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলিকে ত্রুটি সংশোধনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আধার পেতে বাধ্যতামূলক এনআরসি রশিদ, ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের

ক্ষতিপূরণের দাবি: তথ্য-প্রযুক্তি আইন, 2011 এর অধীনে জনসাধারণের কাছে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য প্রকাশ করা নিষিদ্ধ। কোনও নাগরিকের তথ্য় প্রকাশিত হলে কেউ অভিযোগ দায়ের করতে পারেন ৷ রাজ্যগুলির তথ্যপ্রযুক্তি সচিবদের সিদ্ধান্ত নেওয়ার কর্তৃপক্ষ হিসাবে ক্ষমতা দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.