নয়াদিল্লি: নাগরিক সুরক্ষার্থে স্প্যামকল বন্ধে ভারত সরকারের নয়া উদ্যোগ ৷ সম্প্রতি কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, ভারতীয়দের মোবাইল নম্বের আসা স্প্যামকল চিহ্নিত করে সেগুলিকে ব্লক করবে স্প্যাম ট্র্যাকিং সিস্টেম ৷ নুতন এই পদ্ধতি ইতিমধ্যেই চালু হয়েছে ৷ টেলিকম সার্ভিস প্রোভাইডারের (TSPs)-এর মাধ্যমে ইতিমধ্যেই 1.35 কোটি অর্থাৎ 90 শতাংশ আর্ন্তজাতিক স্প্য়াম কল চিহ্নিত করেছে ৷ যেগুলি ভারতীয়দের নম্বরে এসেছে ৷ যেগুলি ইতিমধ্যেই ব্লক করা হয়েছে ৷
এই প্রসঙ্গেই কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, "দেশেবাসীর জন্য নিরাপদ ডিজিটাল অবস্থান গড়ে তোলা ও নাগরিকদের সাইবার জালিয়াতদের হাত থেকে রক্ষা করতেই ইন্টারন্যাশনাল ইনকামিং স্পুফড কল প্রিভেনশন সিস্টেম চালু করেছে কেন্দ্রীয় সরকার ৷" কখনও কখনও আর্ন্তজাতিক স্প্যামকলগুলিও +91 দিয়ে শুরু হয় ৷ সেই সমস্ত স্পুফড কলগুলিও ব্লক করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
ইতিমধ্যেই, সাইবার জালিয়াতরা ভারতীয় মোবাইল নম্বর (+91) ব্যবহার করে আন্তর্জাতিক স্পুফড কল করছে । এই কলগুলি কলিং লাইন আইডেন্টিটি (CLI) অর্থাৎ সাধারণ ফোন নম্বর হিসাবে পরিচিত ৷ এই জালিয়াত কলগুলির মাধ্যমে আর্থিক কেলেঙ্কারি, সরকারী কর্মকর্তাদের নামভাঁড়িয়ে নাগরিকদের সঙ্গে স্ক্যাম ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে ৷
কখনও কখনও ভুয়ো DoT/TRAI আধিকারিক পরিচয় দিয়েও এই সমস্ত বিদেশি মোবাইল নম্বর থেকে ফোন আসে দেশবাসীর কাছে ৷ নাগরিদের ফাঁদে ফেলতে সাইবার-ক্রাইমের হুমকি, জাল ডিজিটাল গ্রেফতার, কুরিয়ারে মাদক/মাদকদ্রব্য পাচার এবং সেক্স র্যাকেটের সঙ্গে জড়িতদেরও গ্রেফতার করা হয়েছে ৷ যোগাযোগ বিভাগ (DoT) এবং TSPs ভারতীয় টেলিকম গ্রাহকদের কাছে পৌঁছানো থেকে এই ধরনের আগত আন্তর্জাতিক স্পুফড কলগুলি সনাক্ত করতে এবং ব্লক করার জন্য একটি সিস্টেম তৈরি করেছে ৷
কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, সাইবার জালিয়াতরা যাতে কোনওভাবেই নাগরিকদের ফাঁদে ফেলতে না পারে তার জন্যই নতুন সিস্টেম চালু করছে ৷ কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, এই স্প্যামকল থেকে রেহাই পেতে সঞ্চার সাথীতে চাকসু ফ্যাসিলিটিতে নাগরিকরা রিপোর্ট করতে পারেন ৷ এছড়াও দেশবাসীর স্বার্থে জালিয়াতি থেকে রক্ষা করতে DoT-এর নতুন সিস্টেমে আন্তর্জাতিক কলগুলি সনাক্ত করে এবং ব্লক করে।
7 বছর পর পৃথিবীতে ফিরল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের একাংশ