ETV Bharat / technology

সবজান্তা গুগল! 'Pookie' থেকে 'Moye Moye' রয়েছে সার্চ ইঞ্জিনে শীর্ষ স্থানে - YEARENDER 2024

সদ্য Google-এর "ইয়ার ইন সার্চ 2024" -এর একটি তালিকা প্রকাশিত হয়েছে ৷ সব থেকে বেশি সার্চ হয়েছে IPL, Pookie, Moye Moye মতো শব্দ ৷

Year in Search 2024
গুগল ইয়ার ইন সার্চ 2024 (ছবি Google India)
author img

By ETV Bharat Tech Team

Published : Dec 11, 2024, 12:06 PM IST

হায়দরাবাদ: কথায় বলে 'গুগল' সব জানে ৷ কথাটা যে খুব একটা মিথ্যে নয় সেটা না-বললেও চলে ৷ কম্পিটেটিভ পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে রাস্তার অলিগলি, কিংবা যেকোনও ধরনের রাজনৈতিক প্রশ্ন ৷ এমনকী খেলা, সিনেমা ও রান্নার রেসিপির খোঁজ চলে গুগলে ৷ এই সবের মধ্যে মনে হতেই পারে গুগলে সব থেকে বেশি কোন শব্দের খোঁজ চলেছে ৷ সেই প্রশ্নেরও উত্তর দিচ্ছে গুগল ৷ একেই মনে হয় বলে মাছের তেলে মাছ ভাজা ৷

নামমাত্র দামে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও চোখ ধাঁধানো ফিচার Moto G35-এ

সম্প্রতি, Google তাদের বার্ষিক 'ইয়ার ইন সার্চ' রিপোর্ট প্রকাশ করেছে ৷ সেখানেই দেখা গিয়েছে চলতি বছরে অর্থাৎ 2024 সালে আইপিএল থেকে শুরু করে বিনোদনের সম্পর্কিত একাধিক বিষয়ে সব থেকে বেশি সার্চ হয়েছে গুগলে ৷ এখানেই শেষ নয়, সেই তালিকায় রয়েছে হিন্দি সিনেমা 'Stree 2','IPL' থেকে 'K-Dramas', 'Pookie', 'Moye Moye' মতো বিষয়ও ৷ পাশাপাশি রয়েছে বিনোদনের প্রশ্ন, ভারতীয় হিট গানের তালিকা, বিভিন্ন ধরেনের মেমে নিয়ে সার্চ করেছে ভারতীয়রা ৷

এবার হোয়াটসঅ্যাপে তৈরি করা যাবে পছন্দের চ্যাট লিস্ট

এই বছর, "পুকি," "ডিমুর" এবং "মোয়ে মোয়ে" এর মতো শব্দ এবং মেমেসও রয়েছে সার্চের তালিকায় ৷ ফিলিস্তিন সংঘাতের কারণে "অল আইজ অন রাফাহ" অনুসন্ধান করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে গুগল একটি ব্লগ পোস্টে । লোকসভা নির্বাচন ছিল এই বছরেই ৷ "লোকসভাকে কীভাবে ভোট দেবেন সেটি নিয়েও সার্চ করা হয়েছে ৷ আবহাওয়া ও বাতাসের কোয়ালিটি নিয়েও অনুসন্ধান করা হয়েছে গুগলে ৷

গুগল ইন্ডিয়া: ইয়ার ইন সার্চ 2024

সামগ্রিক সার্চ: 2024 সালে 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ' নিয়ে সব থেকে অনুসন্ধান করেছেন ভারতীয়রা ৷ এরপরেই রয়েছে 'T20 বিশ্বকাপ'। 'ভারতীয় জনতা পার্টি', 'নির্বাচন ফলাফল 2024' এবং 'অলিম্পিক 2024' নিয়ে সার্চ করা হয়েছে ৷ সার্চ ইঞ্জিনের তালিকায় প্রথম 5নম্বরে রয়েছে রতন টাটা, ভারতীয় জাতীয় কংগ্রেস, প্রো কাবাডি লিগ, এবং ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কিত একাধিক প্রশ্ন ৷

বিনোদন: চলতি বছরে "স্ত্রী 2"-র মতো ভূতের সিনেমা সম্পর্কে সব থেকে বেশি সার্চ করা হয়েছে ৷ এছড়াও রয়েছে "হনু-মানুষ" এবং "কল্কি"-র মতো সিনেমা । "হিরামান্ডি," "মির্জাপুর," "পঞ্চায়েত," এবং "কোটা ফ্যাক্টরি"- সার্চ ইঞ্জিনে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ৷ পাশাপাশি "দ্য লাস্ট অফ আস" এবং কে-ড্রামস "কুইন অফ টিয়ার্স" এবং "ম্যারি মাই হাজব্যান্ড" এর মতো আন্তর্জাতিক শো জনপ্রিয়তা পেয়েছে ৷

ক্রীড়া ইভেন্ট: উত্সাহীরা IPL, প্রো কাবাডি লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগের মতো স্থানীয় লিগ থেকে শুরু করে অলিম্পিক, T20 বিশ্বকাপ এবং কোপা আমেরিকার মতো ইভেন্ট সম্পর্কিত তথ্য় ও সেটির আপডেট প্রসঙ্গে Google-এর উপর ভরসা করেছে বর্তমান প্রজন্ম ৷ বিশেষত ইংল্যান্ড ও বাংলাদেশ ও ভারতের খেলা সম্পর্কিত আপডেট বেশি জানতে চেয়েছে ভারতীয় নাগরিকরা । ভিনেশ ফোগাট, হার্দিক পান্ডিয়া, শশাঙ্ক সিং, অভিষেক শর্মা, এবং লক্ষ্য সেনের মতো ক্রীড়াবিদরা ট্রেন্ডিং ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

সার্চ ইঞ্জিনে সেরা গান: গুগলের গান ফাইন্ডার "নাদানিয়ান" এবং "হুসনের মতো" গান নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ৷ "ইয়ে টুনে কেয়া কিয়া" এবং "ইয়ে রাতেন ইয়ে মৌসম" এর মতো নস্টালজিক গানের প্রতি আগ্রহ আছে ভারতীয়দের ৷

ভ্রমণ গন্তব্য এবং রেসিপি: এই বছর, ভ্রমণের জন্য আজারবাইজান থেকে মানালি এবং জয়পুর ছিল সার্চ ইঞ্জিনের শীর্ষে। রান্নার জন্য আমের আচারের প্রণালীও সার্চ করা হয়েছে গুগলে ৷

মেমেস : গুগল সার্চ ইঞ্জিনে রয়েছে পর্নস্টার মার্টিনিও ৷ 'ব্লু গ্রিঞ্চ নী সার্জারি', 'হ্যামস্টার মেম', 'ভেরি ডিমিউর', 'ভেরি মাইন্ডফুল', এবং 'জেন জেড বস', যা কর্মক্ষেত্রের আচরণকে তুলে ধরে এই সম্পর্কিত মেমে নিয়েও সার্চ হয়েছে উল্লেখ যোগ্যভাবে । সম্পর্কের উপর ফোকাস করে "অরেঞ্জ পিল থিওরি" মেম ছিল শীর্ষ ট্রেন্ডিং মেম, "থ্রোনিং ডেটিং" সবচেয়ে জনপ্রিয় ডেটিং-সম্পর্কিত সার্চিং ৷

বিশ্বে প্রথম মানব-ভ্রূণের মস্তিষ্কের ডিজিটাল ছবি, সম্ভব করে দেখাল আইআইটি মাদ্রাজ

হায়দরাবাদ: কথায় বলে 'গুগল' সব জানে ৷ কথাটা যে খুব একটা মিথ্যে নয় সেটা না-বললেও চলে ৷ কম্পিটেটিভ পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে রাস্তার অলিগলি, কিংবা যেকোনও ধরনের রাজনৈতিক প্রশ্ন ৷ এমনকী খেলা, সিনেমা ও রান্নার রেসিপির খোঁজ চলে গুগলে ৷ এই সবের মধ্যে মনে হতেই পারে গুগলে সব থেকে বেশি কোন শব্দের খোঁজ চলেছে ৷ সেই প্রশ্নেরও উত্তর দিচ্ছে গুগল ৷ একেই মনে হয় বলে মাছের তেলে মাছ ভাজা ৷

নামমাত্র দামে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও চোখ ধাঁধানো ফিচার Moto G35-এ

সম্প্রতি, Google তাদের বার্ষিক 'ইয়ার ইন সার্চ' রিপোর্ট প্রকাশ করেছে ৷ সেখানেই দেখা গিয়েছে চলতি বছরে অর্থাৎ 2024 সালে আইপিএল থেকে শুরু করে বিনোদনের সম্পর্কিত একাধিক বিষয়ে সব থেকে বেশি সার্চ হয়েছে গুগলে ৷ এখানেই শেষ নয়, সেই তালিকায় রয়েছে হিন্দি সিনেমা 'Stree 2','IPL' থেকে 'K-Dramas', 'Pookie', 'Moye Moye' মতো বিষয়ও ৷ পাশাপাশি রয়েছে বিনোদনের প্রশ্ন, ভারতীয় হিট গানের তালিকা, বিভিন্ন ধরেনের মেমে নিয়ে সার্চ করেছে ভারতীয়রা ৷

এবার হোয়াটসঅ্যাপে তৈরি করা যাবে পছন্দের চ্যাট লিস্ট

এই বছর, "পুকি," "ডিমুর" এবং "মোয়ে মোয়ে" এর মতো শব্দ এবং মেমেসও রয়েছে সার্চের তালিকায় ৷ ফিলিস্তিন সংঘাতের কারণে "অল আইজ অন রাফাহ" অনুসন্ধান করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে গুগল একটি ব্লগ পোস্টে । লোকসভা নির্বাচন ছিল এই বছরেই ৷ "লোকসভাকে কীভাবে ভোট দেবেন সেটি নিয়েও সার্চ করা হয়েছে ৷ আবহাওয়া ও বাতাসের কোয়ালিটি নিয়েও অনুসন্ধান করা হয়েছে গুগলে ৷

গুগল ইন্ডিয়া: ইয়ার ইন সার্চ 2024

সামগ্রিক সার্চ: 2024 সালে 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ' নিয়ে সব থেকে অনুসন্ধান করেছেন ভারতীয়রা ৷ এরপরেই রয়েছে 'T20 বিশ্বকাপ'। 'ভারতীয় জনতা পার্টি', 'নির্বাচন ফলাফল 2024' এবং 'অলিম্পিক 2024' নিয়ে সার্চ করা হয়েছে ৷ সার্চ ইঞ্জিনের তালিকায় প্রথম 5নম্বরে রয়েছে রতন টাটা, ভারতীয় জাতীয় কংগ্রেস, প্রো কাবাডি লিগ, এবং ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কিত একাধিক প্রশ্ন ৷

বিনোদন: চলতি বছরে "স্ত্রী 2"-র মতো ভূতের সিনেমা সম্পর্কে সব থেকে বেশি সার্চ করা হয়েছে ৷ এছড়াও রয়েছে "হনু-মানুষ" এবং "কল্কি"-র মতো সিনেমা । "হিরামান্ডি," "মির্জাপুর," "পঞ্চায়েত," এবং "কোটা ফ্যাক্টরি"- সার্চ ইঞ্জিনে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ৷ পাশাপাশি "দ্য লাস্ট অফ আস" এবং কে-ড্রামস "কুইন অফ টিয়ার্স" এবং "ম্যারি মাই হাজব্যান্ড" এর মতো আন্তর্জাতিক শো জনপ্রিয়তা পেয়েছে ৷

ক্রীড়া ইভেন্ট: উত্সাহীরা IPL, প্রো কাবাডি লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগের মতো স্থানীয় লিগ থেকে শুরু করে অলিম্পিক, T20 বিশ্বকাপ এবং কোপা আমেরিকার মতো ইভেন্ট সম্পর্কিত তথ্য় ও সেটির আপডেট প্রসঙ্গে Google-এর উপর ভরসা করেছে বর্তমান প্রজন্ম ৷ বিশেষত ইংল্যান্ড ও বাংলাদেশ ও ভারতের খেলা সম্পর্কিত আপডেট বেশি জানতে চেয়েছে ভারতীয় নাগরিকরা । ভিনেশ ফোগাট, হার্দিক পান্ডিয়া, শশাঙ্ক সিং, অভিষেক শর্মা, এবং লক্ষ্য সেনের মতো ক্রীড়াবিদরা ট্রেন্ডিং ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

সার্চ ইঞ্জিনে সেরা গান: গুগলের গান ফাইন্ডার "নাদানিয়ান" এবং "হুসনের মতো" গান নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ৷ "ইয়ে টুনে কেয়া কিয়া" এবং "ইয়ে রাতেন ইয়ে মৌসম" এর মতো নস্টালজিক গানের প্রতি আগ্রহ আছে ভারতীয়দের ৷

ভ্রমণ গন্তব্য এবং রেসিপি: এই বছর, ভ্রমণের জন্য আজারবাইজান থেকে মানালি এবং জয়পুর ছিল সার্চ ইঞ্জিনের শীর্ষে। রান্নার জন্য আমের আচারের প্রণালীও সার্চ করা হয়েছে গুগলে ৷

মেমেস : গুগল সার্চ ইঞ্জিনে রয়েছে পর্নস্টার মার্টিনিও ৷ 'ব্লু গ্রিঞ্চ নী সার্জারি', 'হ্যামস্টার মেম', 'ভেরি ডিমিউর', 'ভেরি মাইন্ডফুল', এবং 'জেন জেড বস', যা কর্মক্ষেত্রের আচরণকে তুলে ধরে এই সম্পর্কিত মেমে নিয়েও সার্চ হয়েছে উল্লেখ যোগ্যভাবে । সম্পর্কের উপর ফোকাস করে "অরেঞ্জ পিল থিওরি" মেম ছিল শীর্ষ ট্রেন্ডিং মেম, "থ্রোনিং ডেটিং" সবচেয়ে জনপ্রিয় ডেটিং-সম্পর্কিত সার্চিং ৷

বিশ্বে প্রথম মানব-ভ্রূণের মস্তিষ্কের ডিজিটাল ছবি, সম্ভব করে দেখাল আইআইটি মাদ্রাজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.