ETV Bharat / technology

রাত পোহালেই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ, ভারতে দৃশ্য়মান হবে কি ? - Lunar Eclipse 2024 - LUNAR ECLIPSE 2024

Chandra Grahan 2024: 18 সেপ্টেম্বর বুধবার ভোর থেকে শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ ৷ এটি চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ৷ এই সময় সূর্যের আলো থাকায় অর্থাৎ ভারতে দশ্য়মান হবে না আংশিক চন্দ্রগ্রহণ ৷ সকাল 6 থেকে প্রায় 10 টা 17 মিনিট পর্যন্ত চলবে গ্রহণ ৷

Chandra Grahan 2024
বছরের শেষ চন্দ্রগহণ (চন্দ্রগ্রহণ 2024)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 17, 2024, 4:18 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: পৃথিবী, সূর্য ও চাঁদ একই সরল রেখায় এসে পড়ে এবং পৃথিবীর ছায়ার কারণে চাঁদের উপর সূর্যের আলো পৌঁছয় না ৷ ফলে চাঁদকে নির্দিষ্ট সময় দেখা যায় না ৷ তখনই চন্দ্রগ্রহণ হয় ৷ এই বছর 18 সেপ্টেম্বর পিতৃপক্ষের প্রথম দিন বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগহণ ৷ জ্যোতিষশাস্ত্র অনুসারে এই চন্দ্রগ্রহণ ভাদ্র মাসের পূর্ণিমায় পড়েছে। ভারতীয় সময় অনুয়ায়ী দিনের বেলায় চন্দ্রগহণ শুরু হওয়ায় ভারতবাসী চাক্ষুস করতে পারবেন না গ্রহণ ৷

দোলে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, কোন সময়ে দেখা যাবে ?

চন্দ্রগ্রহণের সময় 2024

ভারতীয় সময় অনুযায়ী, চন্দ্রগ্রহণ শুরু হবে বুধবার 18 সেপ্টেম্বর সকাল 6টা 11 মিনিটে। আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে সকাল 7টা 42 মিনিটে। সকাল 8টা বেজে 14 মিনিটে চন্দ্রগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে। উপচ্ছায়া গ্রহণ শেষ হবে সকাল 10টা বেজে 17 মিনিটে । এক কথায় 4 ঘণ্টা 6 মিনিট ধরে গ্রহণ চলবে ৷

উপচ্ছায়া গ্রহণ: পৃথিবীর ছায়া ধীরে ধীরে চাঁদের উপর পড়তে শুরু করে তখন পেনামব্রাল চন্দ্রগ্রহণ বা উপচ্ছায়া চন্দ্রগ্রহণ শুরু হয় ৷ গ্রহণের এই পর্বটি সাধারণত খালি চোখে দেখা যায় না। পৃথিবীর ছায়া সম্পূর্ণরূপে চাঁদ থেকে সরে যাওয়ার পর উপচ্ছায়া গ্রহণ শেষ হয়।

আজ আংশিক চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও

  • উপচ্ছায়া গ্রহণ শুরু (Penumbral Eclipse): 6:11 AM
  • আংশিক গ্রহণ শুরু: 7:42 AM
  • গ্রহণ শুরু : 8:14 AM
  • আংশিক গ্রহণ শেষ: 08:45 AM
  • উপচ্ছায়া গ্রহণ শেষ (Penumbral Eclipse): 10:17 AM

কোথায় দেখা যাবে ?

বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে কি না তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে ৷ 18 সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না। যে সময় চন্দ্রগ্রহণ হবে, সে সময় ভারতে সকাল হবে। তাই ভারতীয়দের এই গ্রহণ দেখা থেকে বঞ্চিত হবেন ৷ এই চন্দ্রগ্রহণ ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার কিছু অংশে দৃশ্যমান হবে ৷ এই চন্দ্রগ্রহণটি NASA ওয়েবসাইট থেকে সরাসরি দেখা যাবে ৷

আজ দেশের প্রথম উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, কোথায় দেখা যাবে ? কখন ?

খালি চোখে দেখা কি নিরাপদ ?

চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা যেতে পারে ৷ চাঁদের নিজস্ব কোনও আলো নেই ৷ সূর্যের আলো প্রতিফলিত হয়ে চাঁদে এসে পড়ে ৷ এমনকী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ক্ষেত্রেও কোনও সমস্যা হয় না ৷ তাই চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ কোনও সাবধানতা অবলম্বনের কথা বলা হয় না ৷ তবে সূর্যগ্রহণের সময় জ্যোতির্বিজ্ঞানীরা সাবধানতা অবলম্বনের কথা বলেন, যাতে সূর্যের কিরণে চোখের কোনও ক্ষতি না হয় ৷

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: পৃথিবী, সূর্য ও চাঁদ একই সরল রেখায় এসে পড়ে এবং পৃথিবীর ছায়ার কারণে চাঁদের উপর সূর্যের আলো পৌঁছয় না ৷ ফলে চাঁদকে নির্দিষ্ট সময় দেখা যায় না ৷ তখনই চন্দ্রগ্রহণ হয় ৷ এই বছর 18 সেপ্টেম্বর পিতৃপক্ষের প্রথম দিন বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগহণ ৷ জ্যোতিষশাস্ত্র অনুসারে এই চন্দ্রগ্রহণ ভাদ্র মাসের পূর্ণিমায় পড়েছে। ভারতীয় সময় অনুয়ায়ী দিনের বেলায় চন্দ্রগহণ শুরু হওয়ায় ভারতবাসী চাক্ষুস করতে পারবেন না গ্রহণ ৷

দোলে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, কোন সময়ে দেখা যাবে ?

চন্দ্রগ্রহণের সময় 2024

ভারতীয় সময় অনুযায়ী, চন্দ্রগ্রহণ শুরু হবে বুধবার 18 সেপ্টেম্বর সকাল 6টা 11 মিনিটে। আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে সকাল 7টা 42 মিনিটে। সকাল 8টা বেজে 14 মিনিটে চন্দ্রগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে। উপচ্ছায়া গ্রহণ শেষ হবে সকাল 10টা বেজে 17 মিনিটে । এক কথায় 4 ঘণ্টা 6 মিনিট ধরে গ্রহণ চলবে ৷

উপচ্ছায়া গ্রহণ: পৃথিবীর ছায়া ধীরে ধীরে চাঁদের উপর পড়তে শুরু করে তখন পেনামব্রাল চন্দ্রগ্রহণ বা উপচ্ছায়া চন্দ্রগ্রহণ শুরু হয় ৷ গ্রহণের এই পর্বটি সাধারণত খালি চোখে দেখা যায় না। পৃথিবীর ছায়া সম্পূর্ণরূপে চাঁদ থেকে সরে যাওয়ার পর উপচ্ছায়া গ্রহণ শেষ হয়।

আজ আংশিক চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও

  • উপচ্ছায়া গ্রহণ শুরু (Penumbral Eclipse): 6:11 AM
  • আংশিক গ্রহণ শুরু: 7:42 AM
  • গ্রহণ শুরু : 8:14 AM
  • আংশিক গ্রহণ শেষ: 08:45 AM
  • উপচ্ছায়া গ্রহণ শেষ (Penumbral Eclipse): 10:17 AM

কোথায় দেখা যাবে ?

বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে কি না তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে ৷ 18 সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না। যে সময় চন্দ্রগ্রহণ হবে, সে সময় ভারতে সকাল হবে। তাই ভারতীয়দের এই গ্রহণ দেখা থেকে বঞ্চিত হবেন ৷ এই চন্দ্রগ্রহণ ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার কিছু অংশে দৃশ্যমান হবে ৷ এই চন্দ্রগ্রহণটি NASA ওয়েবসাইট থেকে সরাসরি দেখা যাবে ৷

আজ দেশের প্রথম উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, কোথায় দেখা যাবে ? কখন ?

খালি চোখে দেখা কি নিরাপদ ?

চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা যেতে পারে ৷ চাঁদের নিজস্ব কোনও আলো নেই ৷ সূর্যের আলো প্রতিফলিত হয়ে চাঁদে এসে পড়ে ৷ এমনকী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ক্ষেত্রেও কোনও সমস্যা হয় না ৷ তাই চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ কোনও সাবধানতা অবলম্বনের কথা বলা হয় না ৷ তবে সূর্যগ্রহণের সময় জ্যোতির্বিজ্ঞানীরা সাবধানতা অবলম্বনের কথা বলেন, যাতে সূর্যের কিরণে চোখের কোনও ক্ষতি না হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.