ETV Bharat / technology

পেট্রলের খরচা বাঁচাতে দু-চাকাও এবার সাশ্রয়ী, বাজারে এল প্রথম সিএনজি বাইক - worlds first CNG bike - WORLDS FIRST CNG BIKE

First CNG Bike: বিশ্বের প্রথম সিএনজি বাইক 'ফ্রিডম 125' আনল বাজাজ অটো ৷ এই নতুন বাইক পেট্রলের পাশাপাশি সিএনজি (কম্প্রেসড ন্যাচারাল গ্যাস) চলবে ৷ 330 কিলোমিটার চলবে এবার জ্বালানি ট্যাঙ্ক ভর্তি করলে ৷ প্রাথমিকভাবে সিএনজি চালিত এই টু-হুইলার তিনটি রঙে পাওয়া যাবে ৷

First CNG Bike
সিএনজি বাইক 'ফ্রিডম 125' (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 10:44 PM IST

Updated : Jul 9, 2024, 12:31 PM IST

পিম্পরি (পুনে), 8 জুলাই: ক্রমশই বাড়ছে পেট্রল-ডিজলের দাম ৷ যা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরেই বলা চলে ৷ তাই জ্বালানি খরচ বাঁচাতে অটো-সহ বেশ কিছু বাণিজ্যিক গাড়ি প্রাকৃতিক গ্যাসে চলে ৷ তালিকায় ছিল সীমিত সংখ্যক চারচাকাও ৷ এবার সেই তালিকায় যোগ হল বাইক ৷ বাজাজ অটো আনল CNG (compressed natural gas) চালিত বাইক ৷ সিএনজি চালিত বাইক বিশ্বে প্রথম বলে দাবি করা হয়েছে সংস্থার তরফে ৷ কেন্দ্রীয় সড়ক-পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি সম্প্রতি উদ্বোধন করেছেন এই সিএনজি বাইকের ৷

কী আছে বাজাজের 'ফ্রিডম' বাইকে:

  • বাজাজের এই নতুন সিএনজি বাইক তিনটি রঙে পাওয়া যাবে ৷ নতুন এই বাইক পেট্রলের পাশাপাশি সিএনজি'তেও চলবে ৷ দু’লিটারের পেট্রল ট্যাঙ্ক ও সিএনজি'র ক্যাপাসিটি 2 কেজি ৷ বাইকের জ্বালানি ট্যাঙ্ক একবার ভর্তি করলে তা 204 কিলোমিটার পর্যন্ত চলবে ৷ বাজাজের পক্ষ থেকে দাবি করা হয়েছে একবার সিএনজি বা পেট্রলের সম্পূর্ণ ট্যাংক ভর্তি করলে বাইকটি 330 কিলোমিটার মাইলেজ দেবে ৷ দু’ধরনের জ্বালানি ব্যবহার করা গেলেও বাইকের জ্বালানি ট্যাংক একটি ৷
  • বাজাজের 'ফ্রিডম' বাইকটির দাম 95 হাজার থেকে 1 লক্ষ 10 হাজারের মধ্যে ৷ এই বাইকটি আপাতত কিনতে চাইলে এখনই বুকিং করতে পারেন ৷ তবে এই বাইকের বিক্রি আপাতত কেবল গুজরাত ও মহারাষ্ট্রে শুরু হয়েছে ৷
  • বাজাজের 'ফ্রিডম 125' বাইকটিতে 125 সিসি পেট্রল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ৷ পাশাপাশি ব্যবহার করা হয়েছে 9.7 টর্ক জেনারেটর ৷ বর্তমানে বাইকটি 3টি রঙে পাওয়া গেলেও শীঘ্রই আরও নতুন নতুন রঙে মিলবে ৷ বাজাজ অটো'র তরফে জানানো হয়েছে শীঘ্রই ক্যারিবিয়ান ব্লু, ইবনি ব্ল্যাক, পিউটার গ্রে ব্ল্যাক, রেসিং রেড, সাইবার হোয়াইট, পেউটার গ্রে ইউলো, ইবনি ব্ল্যাক রেড রঙে পাওয়া যাবে এই নতুন বাইক ৷

বাজাজের তরফে আরও থেকে জানানো হয়েছে, বাইকের এই নতুন রেঞ্জটি যে যাতায়াত আরও সহজ করবে তা বলার অপেক্ষা রাখে না ৷ সংস্থার ইঞ্জিনিয়াররাই তৈরি করেছেন এই ফ্রিডম বাইক ৷ এই বাইকে সিএনজি ট্য়াংক সেট করার বিষয়টি বেশ চ্যালেঞ্জিং ছিল বলেও জানানো হয়েছে ৷ তবে বাইকের এই ডিজাইনটির প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি ৷

পিম্পরি (পুনে), 8 জুলাই: ক্রমশই বাড়ছে পেট্রল-ডিজলের দাম ৷ যা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরেই বলা চলে ৷ তাই জ্বালানি খরচ বাঁচাতে অটো-সহ বেশ কিছু বাণিজ্যিক গাড়ি প্রাকৃতিক গ্যাসে চলে ৷ তালিকায় ছিল সীমিত সংখ্যক চারচাকাও ৷ এবার সেই তালিকায় যোগ হল বাইক ৷ বাজাজ অটো আনল CNG (compressed natural gas) চালিত বাইক ৷ সিএনজি চালিত বাইক বিশ্বে প্রথম বলে দাবি করা হয়েছে সংস্থার তরফে ৷ কেন্দ্রীয় সড়ক-পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি সম্প্রতি উদ্বোধন করেছেন এই সিএনজি বাইকের ৷

কী আছে বাজাজের 'ফ্রিডম' বাইকে:

  • বাজাজের এই নতুন সিএনজি বাইক তিনটি রঙে পাওয়া যাবে ৷ নতুন এই বাইক পেট্রলের পাশাপাশি সিএনজি'তেও চলবে ৷ দু’লিটারের পেট্রল ট্যাঙ্ক ও সিএনজি'র ক্যাপাসিটি 2 কেজি ৷ বাইকের জ্বালানি ট্যাঙ্ক একবার ভর্তি করলে তা 204 কিলোমিটার পর্যন্ত চলবে ৷ বাজাজের পক্ষ থেকে দাবি করা হয়েছে একবার সিএনজি বা পেট্রলের সম্পূর্ণ ট্যাংক ভর্তি করলে বাইকটি 330 কিলোমিটার মাইলেজ দেবে ৷ দু’ধরনের জ্বালানি ব্যবহার করা গেলেও বাইকের জ্বালানি ট্যাংক একটি ৷
  • বাজাজের 'ফ্রিডম' বাইকটির দাম 95 হাজার থেকে 1 লক্ষ 10 হাজারের মধ্যে ৷ এই বাইকটি আপাতত কিনতে চাইলে এখনই বুকিং করতে পারেন ৷ তবে এই বাইকের বিক্রি আপাতত কেবল গুজরাত ও মহারাষ্ট্রে শুরু হয়েছে ৷
  • বাজাজের 'ফ্রিডম 125' বাইকটিতে 125 সিসি পেট্রল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ৷ পাশাপাশি ব্যবহার করা হয়েছে 9.7 টর্ক জেনারেটর ৷ বর্তমানে বাইকটি 3টি রঙে পাওয়া গেলেও শীঘ্রই আরও নতুন নতুন রঙে মিলবে ৷ বাজাজ অটো'র তরফে জানানো হয়েছে শীঘ্রই ক্যারিবিয়ান ব্লু, ইবনি ব্ল্যাক, পিউটার গ্রে ব্ল্যাক, রেসিং রেড, সাইবার হোয়াইট, পেউটার গ্রে ইউলো, ইবনি ব্ল্যাক রেড রঙে পাওয়া যাবে এই নতুন বাইক ৷

বাজাজের তরফে আরও থেকে জানানো হয়েছে, বাইকের এই নতুন রেঞ্জটি যে যাতায়াত আরও সহজ করবে তা বলার অপেক্ষা রাখে না ৷ সংস্থার ইঞ্জিনিয়াররাই তৈরি করেছেন এই ফ্রিডম বাইক ৷ এই বাইকে সিএনজি ট্য়াংক সেট করার বিষয়টি বেশ চ্যালেঞ্জিং ছিল বলেও জানানো হয়েছে ৷ তবে বাইকের এই ডিজাইনটির প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি ৷

Last Updated : Jul 9, 2024, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.