ETV Bharat / technology

ঊর্ধ্বমুখী পেট্রলের দাম, শীঘ্রই বাজারে আসতে চলেছে বাজাজের 100 সিসি সিএনজি বাইক - Bajaj 100cc CNG Motorcycle - BAJAJ 100CC CNG MOTORCYCLE

100cc CNG Freedom Motorcycle: টু-হুইলার এবং থ্রি-হুইলার প্রস্তুতকারক বাজাজ অটো বিকল্প জ্বালানির যানবাহন তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে ৷ সম্প্রতি বাজাজ ফ্রিডম 125 সিএনজি লঞ্চ করার পর, এখন তার 100cc সংস্করণ আনতে চলেছে ৷

100cc CNG Freedom Motorcycle
বাজাজ ফ্রিডম 100 সিএনজি (বাজাজ অটো)
author img

By ETV Bharat Tech Team

Published : Aug 28, 2024, 3:09 PM IST

হায়দ্রাবাদ: ক্রমশই বাড়ছে জ্বালানীর দাম ৷ আকাশ ছোঁয়া পেট্রলের দামে বাইক চালকদের অবস্থা বেশ কঠিন ৷ অন্যান্য যানবাহনের ডিজেল ও সিএনজি ভার্সন থাকলেও বাইক ও স্কুটি চালকদের ভরসা পেট্রোল ৷ এবার সেই সমস্ত বাইক চালকদের কথা ভেবে বাজাজ অটো বিকল্প জ্বালানী সিএনজি চালিত বাইক তৈরি করতে চলেছে ৷ শীঘ্রই বাজারে আনতে চলেছে বাজাজ 100 সিসি সিএনজি বাইক ৷ সংস্থাটি পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারে গুরুত্ব দিচ্ছে ৷

পাশাপাশি সংস্থাটি ইথানল চালিত বাইক এবং তিন চাকার বাণিজ্যিক যানবাহন উৎপাদনেও গুরুত্ব দিচ্ছে ৷ সেইমতো কাজ শুরু করেছে সংস্থাটি ৷ বাজাজ অটোর সিইও রাজীব বাজাজ একটি সাক্ষাত্কারে জানান, এই বছর জুলাই মাসে বাজাজে ফ্রিডম 125 সিএনজি লঞ্চ করা হয়েছিল ৷ এবার কোম্পানিটি তার সিএনজি পরিসর আরও প্রসারিত করার পরিকল্পনা করেছে । 100 সিসি সিএনজি চালিত বাইক আনার পরিকল্পনা করছে ৷

নতুন সিএনজি বাইক: ফ্রিডম 125 সিএনজি লঞ্চ করার সময়, বাজাজ অটো 100cc বাইক লঞ্চ কারার কথা উল্লেখ করেছিল ৷ সেই মতোই সিএনজি মোটরসাইকেলের পরিসর প্রসারিত করতে এবার 100 সিসি বাইক আনতে চলেছে । বাজাজের নিজস্ব 100cc CNG চালিত বাইক অন্য়ান্য যেকোনও বাইকের সঙ্গে টক্কর দিতে পারবে ৷

Hero Splendor+-এর এক্স-শোরুম মূল্য 75,441 টাকা ৷ বাজাজের নতুন 100cc CNG মোটরসাইকেল দাম তার থেকেও কম হবে ৷ বাজাজের ফ্রিডম 125 সিএনজি বাইকের দাম শুরু হয়েছে 80 হাজার টাকা থেকে ৷ প্রতিযোগিতার বাজারে এঁটে উঠতে 100 সিসি সিএনজি বাইকের দাম কম হবে বলে মনে করা হচ্ছে ৷ কবে বাজাজ অটো এই সিএনজি বাইক বাজারে আসবে তা উল্লেখ করা হয়নি সংস্থার পক্ষ থেকে ৷

ইথানল যানবাহনও চালু করা হবে: কোম্পানির সিইও রাজীব বাজাজ জানান, যে কোম্পানি আগামী মাসে ইথানলে চলা গাড়ি বাজারে আনার পরিকল্পনা করেছে ৷ সেটি প্রথম দিল্লিতে লঞ্চ করা হবে ৷ বাজাজ অটো দুই চাকার এবং তিন চাকার যানবাহন প্রদর্শন করবে এবং এই আর্থিক বছরে সেগুলি লঞ্চ করবে। বাজাজ সিইও আরও বলেন,"যে কোম্পানিটি এই উৎসবের মরসুমে মাসিক 1 লাখ ইউনিট পণ্য বিক্রি করার লক্ষ্যমাত্রা নিয়েছে ।"

হায়দ্রাবাদ: ক্রমশই বাড়ছে জ্বালানীর দাম ৷ আকাশ ছোঁয়া পেট্রলের দামে বাইক চালকদের অবস্থা বেশ কঠিন ৷ অন্যান্য যানবাহনের ডিজেল ও সিএনজি ভার্সন থাকলেও বাইক ও স্কুটি চালকদের ভরসা পেট্রোল ৷ এবার সেই সমস্ত বাইক চালকদের কথা ভেবে বাজাজ অটো বিকল্প জ্বালানী সিএনজি চালিত বাইক তৈরি করতে চলেছে ৷ শীঘ্রই বাজারে আনতে চলেছে বাজাজ 100 সিসি সিএনজি বাইক ৷ সংস্থাটি পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারে গুরুত্ব দিচ্ছে ৷

পাশাপাশি সংস্থাটি ইথানল চালিত বাইক এবং তিন চাকার বাণিজ্যিক যানবাহন উৎপাদনেও গুরুত্ব দিচ্ছে ৷ সেইমতো কাজ শুরু করেছে সংস্থাটি ৷ বাজাজ অটোর সিইও রাজীব বাজাজ একটি সাক্ষাত্কারে জানান, এই বছর জুলাই মাসে বাজাজে ফ্রিডম 125 সিএনজি লঞ্চ করা হয়েছিল ৷ এবার কোম্পানিটি তার সিএনজি পরিসর আরও প্রসারিত করার পরিকল্পনা করেছে । 100 সিসি সিএনজি চালিত বাইক আনার পরিকল্পনা করছে ৷

নতুন সিএনজি বাইক: ফ্রিডম 125 সিএনজি লঞ্চ করার সময়, বাজাজ অটো 100cc বাইক লঞ্চ কারার কথা উল্লেখ করেছিল ৷ সেই মতোই সিএনজি মোটরসাইকেলের পরিসর প্রসারিত করতে এবার 100 সিসি বাইক আনতে চলেছে । বাজাজের নিজস্ব 100cc CNG চালিত বাইক অন্য়ান্য যেকোনও বাইকের সঙ্গে টক্কর দিতে পারবে ৷

Hero Splendor+-এর এক্স-শোরুম মূল্য 75,441 টাকা ৷ বাজাজের নতুন 100cc CNG মোটরসাইকেল দাম তার থেকেও কম হবে ৷ বাজাজের ফ্রিডম 125 সিএনজি বাইকের দাম শুরু হয়েছে 80 হাজার টাকা থেকে ৷ প্রতিযোগিতার বাজারে এঁটে উঠতে 100 সিসি সিএনজি বাইকের দাম কম হবে বলে মনে করা হচ্ছে ৷ কবে বাজাজ অটো এই সিএনজি বাইক বাজারে আসবে তা উল্লেখ করা হয়নি সংস্থার পক্ষ থেকে ৷

ইথানল যানবাহনও চালু করা হবে: কোম্পানির সিইও রাজীব বাজাজ জানান, যে কোম্পানি আগামী মাসে ইথানলে চলা গাড়ি বাজারে আনার পরিকল্পনা করেছে ৷ সেটি প্রথম দিল্লিতে লঞ্চ করা হবে ৷ বাজাজ অটো দুই চাকার এবং তিন চাকার যানবাহন প্রদর্শন করবে এবং এই আর্থিক বছরে সেগুলি লঞ্চ করবে। বাজাজ সিইও আরও বলেন,"যে কোম্পানিটি এই উৎসবের মরসুমে মাসিক 1 লাখ ইউনিট পণ্য বিক্রি করার লক্ষ্যমাত্রা নিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.