ETV Bharat / technology

উৎসবের মরশুমে আকর্ষণীয় ছাড়! পুরনো বদলে ঘরে আনুন নতুন গাড়ি - festive season offer on Automobile

Festive Season Offer on Exchange Your Old Car: উৎসবের মরশুমে বিশেষ অফার গাড়ি বিক্রয়কারী সংস্থার ৷ পুরনো গাড়ি বদলে নতুন কিনলেই 20 হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে ৷ মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়া সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে ৷

Festive Season Offer on Automobile
আকর্ষণীয় ছাড়ে ঘরে আনুন নতুন গাড়ি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Aug 28, 2024, 1:35 PM IST

নয়াদিল্লি, 28 অগস্ট: উৎসবের মরশুম শরু হতে না হতেই ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার গাড়ি বিক্রয়কারী সংস্থার ৷ সম্প্রতি যাত্রীবাহী গাড়ি ও বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারী সংস্থা ও সিয়ামের সঙ্গে একটি বৈঠক হয় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির(কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক) ৷ এর পরই উৎসবের মরশুমে ক্রেতা টানতে 1.5-3 শতাংশ ছাড় ঘোষণা করেছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি ৷ টাকার হিসেবে এই ছাড়ের পরিমাণ সর্বোচ্চ 20 হাজার টাকা পর্যন্ত ৷ প্রতিযোগীতায় পিছিয়ে নেই মার্সিডিজ বেঞ্জও ৷ সমস্ত কিছু ছাড়ের পর সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷

এই বৈঠকে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ভারতের অর্থনৈতিক উন্নতির জন্য গাড়ি শিল্পের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ৷ তিনি উল্লেখ করেন, 2021 সালে স্ক্র্যাপিং নীতি (15 বছরের বেশি যেসমস্ত গাড়ি থেকে দূষণের সম্ভাবনা থাকে সেগুলি স্ক্র্যাপিং হিসেবে ধার্য করা হবে) বাস্তবায়ন হয় ৷ সেগুলি যাতে বদলানো যায় তার জন্য উৎসাহিত করতে থাকেন ব্যবহারকারীদের ৷ তবে স্ক্র্যাপিং গাড়ি বদলাতে গেলে শংসাপত্র দেখাতে হবে ৷ এই সুবিধা আগামী দু’বছর পর্যন্ত চলবে বাণিজ্যিক গাড়ি পরিবর্তনের ক্ষেত্রে ৷ যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে এই অফার এক বছর পর্যন্ত বৈধ ৷

বৈঠকের পরই মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড, টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, হুন্ডাই মোটর ইন্ডিয়া, কিয়া মোটরস, টয়োটা কিলোস্কার, মোটর, হোন্ডা কারস, জেএসডব্লিউ এমজি মোটর, রেনল্ট ইন্ডিয়া, নিসান ইন্ডিয়া এবং স্কোডা ভক্সওয়াগেন ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়েছে, পুরনো স্ক্র্যাপ যাত্রীবাহী গাড়ির এক্স শো-রুম মূল্যের উপর 1.5 শতাংশ বা 20,000 টাকা পর্যন্ত ছাড়া দেওয়া হবে ক্রেতাদের ৷ বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এক্স শো-রুম মূল্যের উপর 3 শতাংশ ছাড় দেওয়া হবে ক্রেতাদের ৷

এই বৈঠকে অটোমোবাইল শিল্পের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷ যার মধ্যে সিয়ামের সভাপতি বিনোদ আগরওয়াল, মারুতি সুজুকি ইন্ডিয়ার এমডি এবং সিইও হিসাশি তাকুচি, টাটা মোটরসের নির্বাহী পরিচালক গিরিশ ওয়াঘ, অশোক লেল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শেনু আগরওয়াল এবং টিভিএস মোটর কোম্পানির সিইও কেএন রাধাকৃষ্ণান-সহ আরও অনেকে ৷

নয়াদিল্লি, 28 অগস্ট: উৎসবের মরশুম শরু হতে না হতেই ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার গাড়ি বিক্রয়কারী সংস্থার ৷ সম্প্রতি যাত্রীবাহী গাড়ি ও বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারী সংস্থা ও সিয়ামের সঙ্গে একটি বৈঠক হয় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির(কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক) ৷ এর পরই উৎসবের মরশুমে ক্রেতা টানতে 1.5-3 শতাংশ ছাড় ঘোষণা করেছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি ৷ টাকার হিসেবে এই ছাড়ের পরিমাণ সর্বোচ্চ 20 হাজার টাকা পর্যন্ত ৷ প্রতিযোগীতায় পিছিয়ে নেই মার্সিডিজ বেঞ্জও ৷ সমস্ত কিছু ছাড়ের পর সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷

এই বৈঠকে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ভারতের অর্থনৈতিক উন্নতির জন্য গাড়ি শিল্পের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ৷ তিনি উল্লেখ করেন, 2021 সালে স্ক্র্যাপিং নীতি (15 বছরের বেশি যেসমস্ত গাড়ি থেকে দূষণের সম্ভাবনা থাকে সেগুলি স্ক্র্যাপিং হিসেবে ধার্য করা হবে) বাস্তবায়ন হয় ৷ সেগুলি যাতে বদলানো যায় তার জন্য উৎসাহিত করতে থাকেন ব্যবহারকারীদের ৷ তবে স্ক্র্যাপিং গাড়ি বদলাতে গেলে শংসাপত্র দেখাতে হবে ৷ এই সুবিধা আগামী দু’বছর পর্যন্ত চলবে বাণিজ্যিক গাড়ি পরিবর্তনের ক্ষেত্রে ৷ যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে এই অফার এক বছর পর্যন্ত বৈধ ৷

বৈঠকের পরই মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড, টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, হুন্ডাই মোটর ইন্ডিয়া, কিয়া মোটরস, টয়োটা কিলোস্কার, মোটর, হোন্ডা কারস, জেএসডব্লিউ এমজি মোটর, রেনল্ট ইন্ডিয়া, নিসান ইন্ডিয়া এবং স্কোডা ভক্সওয়াগেন ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়েছে, পুরনো স্ক্র্যাপ যাত্রীবাহী গাড়ির এক্স শো-রুম মূল্যের উপর 1.5 শতাংশ বা 20,000 টাকা পর্যন্ত ছাড়া দেওয়া হবে ক্রেতাদের ৷ বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এক্স শো-রুম মূল্যের উপর 3 শতাংশ ছাড় দেওয়া হবে ক্রেতাদের ৷

এই বৈঠকে অটোমোবাইল শিল্পের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷ যার মধ্যে সিয়ামের সভাপতি বিনোদ আগরওয়াল, মারুতি সুজুকি ইন্ডিয়ার এমডি এবং সিইও হিসাশি তাকুচি, টাটা মোটরসের নির্বাহী পরিচালক গিরিশ ওয়াঘ, অশোক লেল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শেনু আগরওয়াল এবং টিভিএস মোটর কোম্পানির সিইও কেএন রাধাকৃষ্ণান-সহ আরও অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.