ETV Bharat / technology

সাবধান! পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিমানের সমান গ্রহাণু

একটা বিমানের আকারে সমান বিশালার গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে ৷ রবিবার বেরিয়ে পৃথিবীর গাঁ ঘেঁষে বেরিয়ে যেতে পারে ৷

Asteroid
ধেয়ে আসছে 170 ফুট আকারের গ্রহাণু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : 3 hours ago

হায়দরাবাদ: ধেয়ে আসছে বিশালার গ্রহাণু ৷ সাবধান করল নাসা ৷ মার্কিন মুলুকের মহাকাশ গবেষণাকারাী সংস্থা তরফে, জানানো হয়েছে আগামিকাল অর্থাৎ 24 নভেম্বর পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৷ যার আকার 170 ফুট বা একটি বিমানের আকার। এটি আগামীকাল সকাল 6টা 35 মিনিটে পৃথিবীর একদম কাছাকাছি এসে পৌঁছবে ৷ এই গ্রহাণুর নাম '2024 VY2'। এটি পৃথিবী থেকে প্রায় 6,260,00 কিলোমিটার দূরত্বে অতিক্রম করবে।

নতুন প্রেসিডেন্টেরউপস্থিতিতে স্টারশিপের 6তম পরীক্ষামূলক উৎক্ষেপণ

এটি পৃথিবীর খুব কাছ দিয়ে গেলে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনার কথা উল্লেখ করেছে নাসা ৷ এত বড় পাথরের মতো টুকরো সঙ্গে পৃথিবীর সংঘাত হলে মানব জগতের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে । তাই আগে থেকেই সতর্ক করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ৷

গ্রহাণু '2024 VY2' কত দ্রুত পথিবীকে অতিক্রম করবে ?

গ্রহাণু 2024 VY2 পৃথিবী থেকে প্রায় 6,260,000 কিলোমিটার দূরত্বে অতিক্রম করবে। এই দূরত্ব পৃথিবী এবং চাঁদের মধ্যের গড় দূরত্বের চেয়ে প্রায় 16 গুণ বেশি। গ্রহাণুটি ঘণ্টায় 47,644 কিমি বেগে পৃথিবীর পাশ দিয়ে যাবে। নিরাপদ দূরত্বে অতিক্রম করলেও, এর আকার একটা বিমানের সমান ৷ তাই আগে থেকেই নাসার তরফে সাবধানতা জারি করা হয়েছে ৷

আরও শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক! পরীক্ষায় সফল অত্যাধুনিক 'পিনাকা'

আরও কাছে আছে যেসমস্ত গ্রহাণু

24 নভেম্বর তারিখ নয়, আজ কিছু গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে। আরও তিনটি গ্রহাণু আগামিকাল পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। ইতিমধ্যেই শুক্রবার একটি গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে চলে গিয়েছে ৷

  • 2024 WV: এই গ্রহাণুটি (22 নভেম্বর) 1,830,000 মাইল দূরত্বে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিল। এর আয়তন ছিল 56 ফুট।
  • 2024 WE: একটি 29-ফুট-প্রশস্ত গ্রহাণু ৷ এটি আজ (23 নভেম্বর) রাত 10টা 36 মিনিটে 6,35,000 মাইল দূরত্বে পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাবে ৷
  • 2024 WY: একটি 110-ফুট-চওড়া গ্রহাণু ৷ আজ, 23 নভেম্বর, বিকাল 5টা 2মিনিটে 3,470,000 মাইল দূরত্বে পৃথিবী দিকে ধেয়ে আসবে ৷ আসবে।
  • 2024 WK: একটি 63-ফুট-প্রশস্ত গ্রহাণু যা আগামিকাল (24 নভেম্বর) রাত 11টা 13 মিনিটে 1,090,000 মাইল দূরত্বে পৃথিবীর সবচেয়ে কাছে আসবে।
  • 2024 WU: এই 64.4-ফুট-প্রশস্ত গ্রহাণুটি আগামিকাল (24 নভেম্বর) বিকেল 3টা 58 মিনিটে 3,017,793 কিমি দূরত্বে পৃথিবীর কাছে আসবে।

আইআইটি-ইসরোর যৌথ উদ্যোগে চালু 'সেন্টার অফ অ্যাক্সিলেন্স'

হায়দরাবাদ: ধেয়ে আসছে বিশালার গ্রহাণু ৷ সাবধান করল নাসা ৷ মার্কিন মুলুকের মহাকাশ গবেষণাকারাী সংস্থা তরফে, জানানো হয়েছে আগামিকাল অর্থাৎ 24 নভেম্বর পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৷ যার আকার 170 ফুট বা একটি বিমানের আকার। এটি আগামীকাল সকাল 6টা 35 মিনিটে পৃথিবীর একদম কাছাকাছি এসে পৌঁছবে ৷ এই গ্রহাণুর নাম '2024 VY2'। এটি পৃথিবী থেকে প্রায় 6,260,00 কিলোমিটার দূরত্বে অতিক্রম করবে।

নতুন প্রেসিডেন্টেরউপস্থিতিতে স্টারশিপের 6তম পরীক্ষামূলক উৎক্ষেপণ

এটি পৃথিবীর খুব কাছ দিয়ে গেলে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনার কথা উল্লেখ করেছে নাসা ৷ এত বড় পাথরের মতো টুকরো সঙ্গে পৃথিবীর সংঘাত হলে মানব জগতের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে । তাই আগে থেকেই সতর্ক করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ৷

গ্রহাণু '2024 VY2' কত দ্রুত পথিবীকে অতিক্রম করবে ?

গ্রহাণু 2024 VY2 পৃথিবী থেকে প্রায় 6,260,000 কিলোমিটার দূরত্বে অতিক্রম করবে। এই দূরত্ব পৃথিবী এবং চাঁদের মধ্যের গড় দূরত্বের চেয়ে প্রায় 16 গুণ বেশি। গ্রহাণুটি ঘণ্টায় 47,644 কিমি বেগে পৃথিবীর পাশ দিয়ে যাবে। নিরাপদ দূরত্বে অতিক্রম করলেও, এর আকার একটা বিমানের সমান ৷ তাই আগে থেকেই নাসার তরফে সাবধানতা জারি করা হয়েছে ৷

আরও শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক! পরীক্ষায় সফল অত্যাধুনিক 'পিনাকা'

আরও কাছে আছে যেসমস্ত গ্রহাণু

24 নভেম্বর তারিখ নয়, আজ কিছু গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে। আরও তিনটি গ্রহাণু আগামিকাল পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। ইতিমধ্যেই শুক্রবার একটি গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে চলে গিয়েছে ৷

  • 2024 WV: এই গ্রহাণুটি (22 নভেম্বর) 1,830,000 মাইল দূরত্বে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিল। এর আয়তন ছিল 56 ফুট।
  • 2024 WE: একটি 29-ফুট-প্রশস্ত গ্রহাণু ৷ এটি আজ (23 নভেম্বর) রাত 10টা 36 মিনিটে 6,35,000 মাইল দূরত্বে পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাবে ৷
  • 2024 WY: একটি 110-ফুট-চওড়া গ্রহাণু ৷ আজ, 23 নভেম্বর, বিকাল 5টা 2মিনিটে 3,470,000 মাইল দূরত্বে পৃথিবী দিকে ধেয়ে আসবে ৷ আসবে।
  • 2024 WK: একটি 63-ফুট-প্রশস্ত গ্রহাণু যা আগামিকাল (24 নভেম্বর) রাত 11টা 13 মিনিটে 1,090,000 মাইল দূরত্বে পৃথিবীর সবচেয়ে কাছে আসবে।
  • 2024 WU: এই 64.4-ফুট-প্রশস্ত গ্রহাণুটি আগামিকাল (24 নভেম্বর) বিকেল 3টা 58 মিনিটে 3,017,793 কিমি দূরত্বে পৃথিবীর কাছে আসবে।

আইআইটি-ইসরোর যৌথ উদ্যোগে চালু 'সেন্টার অফ অ্যাক্সিলেন্স'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.