ETV Bharat / technology

পুজোর আগেই বাজারে এল দারুণ এই রেসিং বাইক - TVS Apache RR 310 New Model - TVS APACHE RR 310 NEW MODEL

TVS Apache RR 310: TVS মোটর স্পোর্টস বাইক TVS Apache RR 310-এর 2024 মডেল লঞ্চ করেছে। কোম্পানি এই মোটরসাইকেলটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, যার দাম 2.75 লক্ষ টাকা থেকে (এক্স-শোরুম) শুরু।

TVS Apache RR 310
2024 TVS Apache RR 310 (ছবি- TVS Motor Company)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 18, 2024, 1:03 PM IST

হায়দরাবাদ: ভারতীয়দের জন্য বাজারে এল টিভিএস-এর রেসিং বাইক 2024 TVS Apache RR 310 ৷ যার এক্স শোরুম মূল্য 2.75 লক্ষ থেকে শুরু হচ্ছে ৷ 2024 TVS Apache RR 310 বাইকটি দু’টি ভ্যেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ৷ একটি রেসিং রেড ও একটি বোম্বাই গ্রে ৷ Racing Red ভ্যেরিয়েন্টের দাম 2.75 লক্ষ টাকা এবং Bomber Grey ভ্যেরিয়েন্টের দাম 2.97 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে ৷ দু’টি ভ্যেরিয়েন্টই ক্ষেত্রেই এক্স শোরুম প্রাইস উল্লেখ করা হয়েছে ৷

শুরু গাড়ি উৎসব! 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় টাটা মোটরস-এর

নতুন মডেল দু’টিতে ডিজাইন আরও উন্নত করা হয়েছে ৷ Apache RR 310-এ যুক্ত করা হয়েছে উইংলেট ৷ যেটি দ্রুতগতিতে চালানোর সময় বাইকের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ৷ Apache RR 310-এর 2024 মডেলটি আরও ভালো পারফরম্যান্সের জন্য অপ্টিমাইজ করা হয়েছে ৷ যেসকল ক্রেতাদের রেসিং বাইকের প্রতি ঝোঁক তাঁদের এই বাইক দু’টি খুবই পছন্দ হবে ৷

বন্যা-ভূমিধ্বসে বিধ্বস্ত একাধিক রাজ্য, এই সমস্ত এলাকাতেও চলতে পারে 5টি SUV

2024 Apache RR 310-এ 312 cc একক-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে ৷ এই ইঞ্জিনটি 9,800 rpm-এ 38 bhp শক্তি এবং 7,900 rpm-এ 29 Nm পিক টর্কের ৷ যা আগের থেকে অনেকটাই বেশি। আপগ্রেড করা হয়েছে বাইকের এয়ারবক্সের ৷ যেটি আগের তুলনায় 13 শতাংশ বড় ৷ থ্রটল বডি ও ভলিউমেট্রিক দক্ষতা উন্নত করা হয়েছে। উপরন্তু, ইঞ্জিনের ওজনও হালকা ৷

বাইকটি-তে রয়েছে 6-স্পীড গিয়ারবক্স এবং দিকনির্দেশক কুইকশিফটার ৷ এছড়াও রয়েছে TFT ডিসপ্লে, অল-এলইডি আলো, একাধিক রাইড মোড এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন ও ব্লুটুথ সংযোগ । রেসিং বাইক চালাকদের সুবিধার জন্য TVS-এর পক্ষ থেকে আরও কিছু অতিরিক্ত ফিচারের সুবিধা দেওয়া হয়েছে ৷ 18 হাজার টাকা অতিরিক্ত খরচ করে বিশেষ ধরনের সাসপেনশন, চাকার চাপ পরিমাপক যন্ত্র ও ব্রাশ চেন ব্যবহার করা যাবে ৷ এছাড়াও 16 হাজার টাকা খরচ করলে আরও বেশ কয়েকটি ফিচার যোগ করতে পারবেন ব্যবহারকারীরা ৷

5জি ব্যবহারেও ধীর ইন্টারনেট, গতি বাড়াতে এই বিষয়গুলি মেনে চলুন

বলা যায় নিজেদের পছন্দ মতো বাইকগুলিতে ফিচার যোগ করতে পারবেন ৷ 2024 Apache RR 310-এর বুকিং এখন TVS প্রিমিয়াম ডিলারশিপে শুরু হয়েছে, যা স্পোর্টবাইক সেগমেন্টে KTM RC 390 এবং Aprilia RS 457-এর মতো বাইকের সঙ্গে অনায়াসেই টক্কর দিতে পারবে ৷

হায়দরাবাদ: ভারতীয়দের জন্য বাজারে এল টিভিএস-এর রেসিং বাইক 2024 TVS Apache RR 310 ৷ যার এক্স শোরুম মূল্য 2.75 লক্ষ থেকে শুরু হচ্ছে ৷ 2024 TVS Apache RR 310 বাইকটি দু’টি ভ্যেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ৷ একটি রেসিং রেড ও একটি বোম্বাই গ্রে ৷ Racing Red ভ্যেরিয়েন্টের দাম 2.75 লক্ষ টাকা এবং Bomber Grey ভ্যেরিয়েন্টের দাম 2.97 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে ৷ দু’টি ভ্যেরিয়েন্টই ক্ষেত্রেই এক্স শোরুম প্রাইস উল্লেখ করা হয়েছে ৷

শুরু গাড়ি উৎসব! 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় টাটা মোটরস-এর

নতুন মডেল দু’টিতে ডিজাইন আরও উন্নত করা হয়েছে ৷ Apache RR 310-এ যুক্ত করা হয়েছে উইংলেট ৷ যেটি দ্রুতগতিতে চালানোর সময় বাইকের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ৷ Apache RR 310-এর 2024 মডেলটি আরও ভালো পারফরম্যান্সের জন্য অপ্টিমাইজ করা হয়েছে ৷ যেসকল ক্রেতাদের রেসিং বাইকের প্রতি ঝোঁক তাঁদের এই বাইক দু’টি খুবই পছন্দ হবে ৷

বন্যা-ভূমিধ্বসে বিধ্বস্ত একাধিক রাজ্য, এই সমস্ত এলাকাতেও চলতে পারে 5টি SUV

2024 Apache RR 310-এ 312 cc একক-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে ৷ এই ইঞ্জিনটি 9,800 rpm-এ 38 bhp শক্তি এবং 7,900 rpm-এ 29 Nm পিক টর্কের ৷ যা আগের থেকে অনেকটাই বেশি। আপগ্রেড করা হয়েছে বাইকের এয়ারবক্সের ৷ যেটি আগের তুলনায় 13 শতাংশ বড় ৷ থ্রটল বডি ও ভলিউমেট্রিক দক্ষতা উন্নত করা হয়েছে। উপরন্তু, ইঞ্জিনের ওজনও হালকা ৷

বাইকটি-তে রয়েছে 6-স্পীড গিয়ারবক্স এবং দিকনির্দেশক কুইকশিফটার ৷ এছড়াও রয়েছে TFT ডিসপ্লে, অল-এলইডি আলো, একাধিক রাইড মোড এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন ও ব্লুটুথ সংযোগ । রেসিং বাইক চালাকদের সুবিধার জন্য TVS-এর পক্ষ থেকে আরও কিছু অতিরিক্ত ফিচারের সুবিধা দেওয়া হয়েছে ৷ 18 হাজার টাকা অতিরিক্ত খরচ করে বিশেষ ধরনের সাসপেনশন, চাকার চাপ পরিমাপক যন্ত্র ও ব্রাশ চেন ব্যবহার করা যাবে ৷ এছাড়াও 16 হাজার টাকা খরচ করলে আরও বেশ কয়েকটি ফিচার যোগ করতে পারবেন ব্যবহারকারীরা ৷

5জি ব্যবহারেও ধীর ইন্টারনেট, গতি বাড়াতে এই বিষয়গুলি মেনে চলুন

বলা যায় নিজেদের পছন্দ মতো বাইকগুলিতে ফিচার যোগ করতে পারবেন ৷ 2024 Apache RR 310-এর বুকিং এখন TVS প্রিমিয়াম ডিলারশিপে শুরু হয়েছে, যা স্পোর্টবাইক সেগমেন্টে KTM RC 390 এবং Aprilia RS 457-এর মতো বাইকের সঙ্গে অনায়াসেই টক্কর দিতে পারবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.