ETV Bharat / state

বাইক নিয়ে এসে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের - Youth Jumps from Bally Bridge

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 12:21 PM IST

Updated : Apr 24, 2024, 1:00 PM IST

Youth Jumps from Bally Bridge: হাওড়ায় বালি ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ এক যুবকের। বুধবার প্রাত ভ্রমণকারী ওই যুবকে গঙ্গায় ঝাঁপ দিতে দেখেন ৷ তাঁরাই খবর দেন বালি থানায় ৷

Youth Jumps from Bally Bridge
বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের
বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের

হাওড়া, 24 এপ্রিল: হাড়হিম কাণ্ড বালি ব্রিজে! বুধবার সকালে বন্ধুর বাইক রেখে ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক ৷ বছর বত্রিশের ওই যুবকের নাম অজিত সাউ ৷ 77 এইচ, 4/1 কৈলাস বোস স্ট্রিট, আমহার্ট স্ট্রিট, কলকাতা 6-এর বাসিন্দা তিনি। তবে তিনি কেন হাওড়ায় গিয়েছিলেন, তা জানা যায়নি ৷ বালি ব্রিজ এলাকায় প্রাতর্ভ্রমণে আসা ব্যক্তিদের চোখে পড়ে ঘটনাটি ৷ তারাই পুলিশে খবর দেন ৷ পুলিশের পক্ষ থেকে দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশে খবর দেওয়া হয়। তবে ওই যুবকের এখনও খোঁজ পাওয়া যায়নি ৷

প্রত্যক্ষ্যদর্শীদের কথায়, এদিন সকালে হাওড়ার বালি ব্রিজের উপর থেকে এক যুবককে গঙ্গায় ঝাঁপ দিতে দেখেন তাঁরা ৷ বাইকের উপর বেশ কিছুক্ষণ বসে ছিলেন ৷ কিছু বুঝে ওঠার আগেই বাইকের উপর উঠে ওই যুবক গঙ্গায় ঝাঁপ দেন ৷ এই দৃশ্য দেখে প্রাতর্ভ্রমণকারীরা বালি থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বালি থানার পুলিশ আধিকারিকরা।

ঘটনাস্থল থেকে একটি রয়্যাল এনফিল্ড বাইক উদ্ধার করেছে পুলিশ। যে বাইকের উপর উঠে ওই যুবক গঙ্গায় ঝাঁপ দেয় । প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, ওই বাইকটি তার বন্ধু রতন জয়সওয়ালের। গাড়ির নম্বর প্লেট থেকে ওই বাইকের মালিককে দক্ষিণেশ্বর থানায় ডেকে পাঠানো হয়েছে। রতন জয়সওয়ালকে জিজ্ঞাসা করেও কিছু তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন আধিকারিকরা। পুরো ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। মৃতের পরিবারের সঙ্গেও যোগাযোগ করে এই ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান করতে চাইছেন অধিকারিকরা।

আরও পড়ুন:

  1. মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা, ব্যস্ত সময়ে থমকে পরিষেবা
  2. কলকাতা বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ জওয়ানের আত্মহত্যা

বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের

হাওড়া, 24 এপ্রিল: হাড়হিম কাণ্ড বালি ব্রিজে! বুধবার সকালে বন্ধুর বাইক রেখে ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক ৷ বছর বত্রিশের ওই যুবকের নাম অজিত সাউ ৷ 77 এইচ, 4/1 কৈলাস বোস স্ট্রিট, আমহার্ট স্ট্রিট, কলকাতা 6-এর বাসিন্দা তিনি। তবে তিনি কেন হাওড়ায় গিয়েছিলেন, তা জানা যায়নি ৷ বালি ব্রিজ এলাকায় প্রাতর্ভ্রমণে আসা ব্যক্তিদের চোখে পড়ে ঘটনাটি ৷ তারাই পুলিশে খবর দেন ৷ পুলিশের পক্ষ থেকে দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশে খবর দেওয়া হয়। তবে ওই যুবকের এখনও খোঁজ পাওয়া যায়নি ৷

প্রত্যক্ষ্যদর্শীদের কথায়, এদিন সকালে হাওড়ার বালি ব্রিজের উপর থেকে এক যুবককে গঙ্গায় ঝাঁপ দিতে দেখেন তাঁরা ৷ বাইকের উপর বেশ কিছুক্ষণ বসে ছিলেন ৷ কিছু বুঝে ওঠার আগেই বাইকের উপর উঠে ওই যুবক গঙ্গায় ঝাঁপ দেন ৷ এই দৃশ্য দেখে প্রাতর্ভ্রমণকারীরা বালি থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বালি থানার পুলিশ আধিকারিকরা।

ঘটনাস্থল থেকে একটি রয়্যাল এনফিল্ড বাইক উদ্ধার করেছে পুলিশ। যে বাইকের উপর উঠে ওই যুবক গঙ্গায় ঝাঁপ দেয় । প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, ওই বাইকটি তার বন্ধু রতন জয়সওয়ালের। গাড়ির নম্বর প্লেট থেকে ওই বাইকের মালিককে দক্ষিণেশ্বর থানায় ডেকে পাঠানো হয়েছে। রতন জয়সওয়ালকে জিজ্ঞাসা করেও কিছু তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন আধিকারিকরা। পুরো ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। মৃতের পরিবারের সঙ্গেও যোগাযোগ করে এই ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান করতে চাইছেন অধিকারিকরা।

আরও পড়ুন:

  1. মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা, ব্যস্ত সময়ে থমকে পরিষেবা
  2. কলকাতা বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ জওয়ানের আত্মহত্যা
Last Updated : Apr 24, 2024, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.