কলকাতা, 26 অক্টোবর: ঘূর্ণিঝড় দানার প্রভাবে চলছিল প্রবল ঝড় ও বৃষ্টি। ফলে কলকাতার একাধিক রাস্তায় জল জমতে থাকে। আর সেই জল জমা রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এলাকার এক যুবকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানার অন্তর্গত জাস্টিস দ্বারকানাথ রোডে ৷
পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম সৌরভ গুপ্তা (22)। তাঁর বাড়ি বিহারে। বাবার সঙ্গে কলকাতার এই এলাকায় থাকতেন। জমা জলের মধ্যে একটি পাঁচিলে হাত দেন তিনি ৷ নিমেষেই বিদ্যুতের শক খেয়ে রাস্তায় ছিটকে পড়েন যুবক, এমনটাই জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। তবে চিকিৎসকরা সৌরভকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় ইটিভি ভারতকে বলেন, "ঘটনাটি কীভাবে ঘটেছে সেটা খতিয়ে দেখতে হবে।"
ঘূর্ণিঝড় দানা আসার আগে থেকেই সতর্ক ছিল কলকাতা পুলিশ এবং পুরসভা। যাতে কোনও মানুষের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না-ঘটে ৷ বিদ্যুতের তার যাতে জমাজলের উপর না-পড়ে তার দিকে বাড়তি বন্দোবস্ত করা হয়েছিল প্রশাসনের তরফে। তবে তারপরও এই প্রকারের ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে এখনও পর্যন্ত পুরসভা কিংবা CESC-র প্রতিক্রিয়া মেলেনি। শুধু কলকাতায় নয় বরং দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমাতে বিদ্যুতের তার গাছের উপর পড়ার ফলে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়।
শুধু এই ঘূর্ণিঝড়ের ফলে নয় বরং এর আগেও শহর কলকাতায় খানিকক্ষণের বৃষ্টিতে জল জমার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিদর্শন রয়েছে ভুরি ভুরি।ল্যাম্পপোস্টের ছেঁড়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ তবে গতকালের ঘটনার পর এখনও পর্যন্ত স্থানীয় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে ৷