ETV Bharat / state

কার্শিয়াঙে টয় ট্রেনে কাটা পড়ে মৃ্ত্যু কিশোরের, বেশ কিছুক্ষণ ব্যাহত রেল পরিষেবা - toy train accident at Kurseong

Tragic Train accident: কার্শিয়াঙে টয়ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক কিশোরের ৷ মৃত কিশোরের নাম সূর্য রাউত ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ৷ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে ৷

Youth dies in Toy Train Accident
টয় ট্রেন দুর্ঘটনায় মৃত কিশোর (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 7:13 PM IST

কার্শিয়াং, 12 জুন: পর্যটনের মরশুমে দুর্ঘটনা দার্জিলিঙের টয় ট্রেনে ৷ বুধবার টয় ট্রেনের লাইনে পড়ে মৃত্যু হয় কিশোরের ৷ মৃত ওই কিশোরের নাম সূর্য রাউত (15) ৷ সে স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ টয় ট্রেনটি দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছিল ৷ কার্শিয়াং স্টেশনে প্রবেশ করতেই দুর্ঘটনাটি ঘটে ৷

প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কিশোর সূর্য রাউত অসাবধানতাবশত টয় ট্রেনের লাইনে পড়ে যায় ৷ তার উপর দিয়ে চলে যায় টয় ট্রেনটি ৷ মর্মান্তিক এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ বন্ধ থাকে টয় ট্রেন চলাচল ৷ এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থতি হয় পুলিশ ৷ কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রথামিকভাবে পাওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, ওই কিশোর স্থানীয় বাসিন্দা, কোনও পর্যটক নয় ৷ এদিন কোনও কাজের জন্য হয়তো সে স্টেশনে এসেছিল ৷

দুর্ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীদের মতে, কিশোরটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ৷ প্ল্যাটফর্ম থেকে রেল ট্র্যাকের উচ্চতা প্রায় দু’ফুট ৷ হঠাৎ অসাবধানতাবশত বেসামাল হয়ে সে পড়ে যায় ৷ তখনই ট্রেনটি আসে কার্শিয়াং স্টেশনে ৷ ওই কিশোরোর উপর দিয়ে ট্রেন চলে যায় ৷ ঘটনা প্রসঙ্গে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর একে মিশ্র বলেন, "সম্ভবত ওই কিশোর শারীরিক ভাবে অসুস্থ ছিল ৷ ফলে কোনও কারণে রেলওয়ে ট্রাকে পড়ে গিয়েছে ৷ তখনই ট্রেনটি প্রবেশ করে কার্শিয়াঙে স্টেশনে ৷ প্রায় 1-2 দূরত্বে টেনে নিয়ে যায় তাকে ৷"

কার্শিয়াং, 12 জুন: পর্যটনের মরশুমে দুর্ঘটনা দার্জিলিঙের টয় ট্রেনে ৷ বুধবার টয় ট্রেনের লাইনে পড়ে মৃত্যু হয় কিশোরের ৷ মৃত ওই কিশোরের নাম সূর্য রাউত (15) ৷ সে স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ টয় ট্রেনটি দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছিল ৷ কার্শিয়াং স্টেশনে প্রবেশ করতেই দুর্ঘটনাটি ঘটে ৷

প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কিশোর সূর্য রাউত অসাবধানতাবশত টয় ট্রেনের লাইনে পড়ে যায় ৷ তার উপর দিয়ে চলে যায় টয় ট্রেনটি ৷ মর্মান্তিক এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ বন্ধ থাকে টয় ট্রেন চলাচল ৷ এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থতি হয় পুলিশ ৷ কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রথামিকভাবে পাওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, ওই কিশোর স্থানীয় বাসিন্দা, কোনও পর্যটক নয় ৷ এদিন কোনও কাজের জন্য হয়তো সে স্টেশনে এসেছিল ৷

দুর্ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীদের মতে, কিশোরটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ৷ প্ল্যাটফর্ম থেকে রেল ট্র্যাকের উচ্চতা প্রায় দু’ফুট ৷ হঠাৎ অসাবধানতাবশত বেসামাল হয়ে সে পড়ে যায় ৷ তখনই ট্রেনটি আসে কার্শিয়াং স্টেশনে ৷ ওই কিশোরোর উপর দিয়ে ট্রেন চলে যায় ৷ ঘটনা প্রসঙ্গে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর একে মিশ্র বলেন, "সম্ভবত ওই কিশোর শারীরিক ভাবে অসুস্থ ছিল ৷ ফলে কোনও কারণে রেলওয়ে ট্রাকে পড়ে গিয়েছে ৷ তখনই ট্রেনটি প্রবেশ করে কার্শিয়াঙে স্টেশনে ৷ প্রায় 1-2 দূরত্বে টেনে নিয়ে যায় তাকে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.