ETV Bharat / state

রেমালের জের ! শৌচালয়ে গিয়ে তার ছিঁড়ে গায়ে পড়তেই মৃত্যু যুবকের - Dies due to Cyclone Remal - DIES DUE TO CYCLONE REMAL

Remal Effects: দুপুরবেলা শৌচালয়ে গিয়েছিলেন ৷ তখনই হঠাৎ তার ছিঁড়ে পড়ে যুবকের গায়ে ৷ তার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর ৷

Electrocution Death
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 6:46 PM IST

পানিহাটি, 27 মে: রাজ‍্যে ফের প্রাণ কাড়ল রেমাল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবার বেঘোরে মৃত্যু হল এক যুবকের । মৃতের নাম গোপাল বর্মন (30)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার পানিহাটিতে । ঘটনার সময় বিটি রোডের ধারে শৌচালয়ে বাথরুম করতে গিয়েছিলেন ওই যুবক । তখনই ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তাঁর গায়ের উপর । তৎক্ষণাৎ বিদ্যুৎপৃষ্ঠ হন তিনি । অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন স্থানীয়রা । সেই চিৎকার শুনে ছুটে আসেন কর্তব্যরত পুলিশকর্মীরা । তাঁরা তাঁদের গাড়িতে করে আহত যুবককে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও যুবককে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর । আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে ।

রেমালের জের ! ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, রাস্তার কোনও দোকানের হুকিংয়ের তার ছিঁড়েই এই বিপত্তি ঘটেছে । তারটি যুবকের শরীরে স্পর্শ করতেই লুটিয়ে পড়েন তিনি । ঘটনার পরই বিটি রোড সংলগ্ন সুখচর এলাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । দোষীর গ্রেফতারের দাবিতে সাময়িক বিক্ষোভও দেখানো হয় সেখানে । পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে শান্ত হন আন্দোলনকারীরা । কলকাতা, নামখানা, মহেশতলা, মেমারি ও পানিহাটি মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে রেমালের দাপটে প্রাণ গিয়েছে মোট 6 জনের । গোটা পরিস্থিতির উপর নজর রাখছে নবান্ন । ইতিমধ্যেই মুখ্যসচিবকে ফোন করে উদ্ভুত পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশও ।

ছেলেকে আনতে বেরনোই কাল হল ! কলকাতায় রেমালের তাণ্ডব প্রাণ কাড়ল প্রৌঢ়ের

পানিহাটি, 27 মে: রাজ‍্যে ফের প্রাণ কাড়ল রেমাল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবার বেঘোরে মৃত্যু হল এক যুবকের । মৃতের নাম গোপাল বর্মন (30)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার পানিহাটিতে । ঘটনার সময় বিটি রোডের ধারে শৌচালয়ে বাথরুম করতে গিয়েছিলেন ওই যুবক । তখনই ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তাঁর গায়ের উপর । তৎক্ষণাৎ বিদ্যুৎপৃষ্ঠ হন তিনি । অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন স্থানীয়রা । সেই চিৎকার শুনে ছুটে আসেন কর্তব্যরত পুলিশকর্মীরা । তাঁরা তাঁদের গাড়িতে করে আহত যুবককে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও যুবককে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর । আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে ।

রেমালের জের ! ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, রাস্তার কোনও দোকানের হুকিংয়ের তার ছিঁড়েই এই বিপত্তি ঘটেছে । তারটি যুবকের শরীরে স্পর্শ করতেই লুটিয়ে পড়েন তিনি । ঘটনার পরই বিটি রোড সংলগ্ন সুখচর এলাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । দোষীর গ্রেফতারের দাবিতে সাময়িক বিক্ষোভও দেখানো হয় সেখানে । পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে শান্ত হন আন্দোলনকারীরা । কলকাতা, নামখানা, মহেশতলা, মেমারি ও পানিহাটি মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে রেমালের দাপটে প্রাণ গিয়েছে মোট 6 জনের । গোটা পরিস্থিতির উপর নজর রাখছে নবান্ন । ইতিমধ্যেই মুখ্যসচিবকে ফোন করে উদ্ভুত পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশও ।

ছেলেকে আনতে বেরনোই কাল হল ! কলকাতায় রেমালের তাণ্ডব প্রাণ কাড়ল প্রৌঢ়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.