জলপাইগুড়ি, 28 মে: সুইসাইড নোট লিখে আত্মঘাতী যুবতী । আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার এক শিক্ষক । ধৃতের নাম দেবরাজ তলাপাত্র । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির আদরপাড়ায় । ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম পৌলমী বোস ৷ বয়স 21 বছর ৷ জলপাইগুড়ির অরবিন্দ নগর এলাকার বাসিন্দা ৷ কলেজের গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন তিনি ৷ কোতোয়ালি থানার পুলিশ সঞ্জয় দত্ত জানান, সোমবার দুপুরে লিখিত অভিযোগ করেন আত্মঘাতী যুবতীর বাবা প্রবাল বোস ৷ আত্মঘাতী যুবতীর বাবার বয়ান অনুযায়ী, সোমবার দুপুরে তাঁর স্ত্রী জানান বাড়িতে নিজের ঘরে দরজা বন্ধ করে রাখেন পৌলমী ৷ ফোন করা হলে ফোনও ধরছিলেন না ৷ এরপর তিনি বাড়িতে এসে দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান ৷ এরপর মেয়েকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
এরপর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন মৃত যুবতীর পরিবার ৷ সেই অভিযোগের ভিত্তিতে দেবরাজ তলাপাত্র নামে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ ঘটনার তদন্ত শুরুর পর পৌলমীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে ৷ পুলিশের দাবি, সেই নোটেও রয়েছে দেবরাজের নাম ৷ সমস্ত দিক বিচার করেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 306 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে ৷
এদিকে, নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন অভিযুক্ত দেবরাজ তলাপাত্র ৷ অভিযুক্তের দাবি, এই সুইসাইডের ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। মেয়ে ও মায়ের সঙ্গে ঠাকুরের কাজ কর্ম করার সুবাদে তাঁর পরিচয় ৷ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো কোনও ঘটনা তিনি ঘটাননি ৷ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ৷
আত্মহত্যা কোনও সমাধান নয়
(যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)