কলকাতা, 11 মে: খাস কলকাতায় মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হল এক তরুণী ও তাঁর বন্ধু । অভিযোগ, ওই তরুণী এবং তাঁর বন্ধুকে রাস্তায় ফেলে মারধর করা হয় । জানা গিয়েছে, গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত হয় ৷ পরে তা হাতাহাতিতে গড়ায় । অভিযোগ, ওই তরুণী যুবকদের হাত থেকে বন্ধুকে ছাড়াতে গেলে তাঁর জামা কাপড় ধরে টানাটানি করা হয় । এমনকী মদ্যপ যুবকরা ওই তরুণীকে ধাক্কা মারে বলেও অভিযোগ । ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার টালিগঞ্জ থানা এলাকার শরৎ বোস রোডে ৷ তবে এই ঘটনায় আজ স্থানীয় টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণী ও তাঁর বন্ধু ।
পুলিশ সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাত সাড়ে 11টা নাগাদ ওই তরুণী ও তাঁর বন্ধু শরৎ বোস রোডে একটি রেস্তোরাঁয় খেতে আসেন । সেই সময় আচমকাই 15 থেকে 25 জন যুবক বাইক নিয়ে সেখানে হাজির হন । তাঁদের আচরণ দেখে মনে হচ্ছিল যে তাঁরা প্রত্যকেই মদ্যপ অবস্থায় ছিলেন । ওই তরুণীর অভিযোগ, তাঁরা যেখানে গাড়িটি রেখেছিলেন সেখানেই ওই যুবককেরা তাঁদের বাইক রাখতে চান । এই নিয়েই তাদের সঙ্গে প্রথমে কথা-কাটাকাটি হয় । পরে ওই তরুণী ও তাঁর বন্ধুকে যুবকেরা মারধর করেন ।
তরুণী পুলিশকে জানান, যেহেতু যুবকেরা মদ্যপ অবস্থায় ছিলেন ফলে তাঁদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি । পরে কোনও প্রকারে তাঁরা ঘটনাস্থল ছেড়ে পালাতে বাধ্য হন । এরপরেই আজ তরুণী ও তাঁর বন্ধু স্থানীয় টালিগঞ্জ থানায় অভিযোগ জানাতে আসেন। এই ঘটনা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের এক আধিকারিক বলেন, "আমরা অভিযোগ পেয়েছি । এলাকার ও রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে । গোটা বিষয়টি কী ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি ।" পাশাপাশি সংশ্লিষ্ট রেস্তরাঁর কর্মচারীদের সঙ্গেও কথা বলা হবে বলেও পুলিশ জানিয়েছে ।
আরও পড়ুন: