শিলিগুড়ি, 9 ফেব্রুয়ারি: চলন্ত বন্দে ভারত ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় নিউ জলপাইগুড়ি রেল স্টেশন চত্ত্বরে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম উজ্জ্বল ভৌমিক (40)। তিনি শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার ক্ষুদিরামপল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে।
এনজেপি রেল স্টেশনের আরপিএফের আইসি এস.এ খান বলেন, "বন্দে ভারত ট্রেনে উঠতে গিয়ে ওই যুবক দুর্ঘটনার কবলে পরেন। তাঁর দেহ উদ্ধার করে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে।" মৃতের বন্ধু গৌতম সরকার বলেন, "এক ঘন্টা আগেই আমাদের সঙ্গে দেখা করে বের হল। কলকাতায় কাজের সূত্রে যাচ্ছিলেন ৷ পরে বৌদি ফোন করে জানায় যে উজ্জ্বল নাকি পরে গিয়েছে। আমরা ভেবেছি হাত পায়ে চোট পেয়েছে। এসে দেখি মারা গিয়েছে।"
রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, 22302 এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পরেন ওই যুবক। ট্রেনটি এদিন এনজেপি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেয়। সেই সময় ওই যুবকটি দৌড়ে ট্রেনে উঠতে যান। সেই মুহূর্তে দরজা বন্ধ হয়ে গেলে যুবকটি ধাক্কা খেয়ে পরে যায়। তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আরপিএফ ও রেল পুলিশ। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্ল্যাটফর্মেই মৃত্যু হয় যুবকের। ওই ব্যক্তির পরিবারে মা, দিদি, স্ত্রী ও এক নবজাতক কন্যা সন্তান রয়েছে।
পেশায় ওষুধের ব্যবসায়ী ছিলেন তিনি। কাজের সূত্রেই এদিন বন্দে ভারত ট্রেনে করে কলকাতা যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার পর তাঁর দেহ উদ্ধার করেছে রেল পুলিশ। প্রথমে সেটিকে নিউ জলপাইগুড়ি রেল হাসপাতালে পাঠানো হয়। পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশের সহযোগিতায় ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন:
1. কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যাত্রী পরিষেবার অনুমোদন সিসিআরএসের
2. জমি থেকে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ! খুনের কারণ পারিবারিক বিবাদ না ত্রিকোণ প্রেম?
3. নাবালক ছেলেকে বাইক চালাতে দেওয়ায় মাকে 30 হাজার টাকা জরিমানা আদালতের