রাজারহাট, 30 জানুয়ারি: খালি গা, পরনে সাদা প্যান্ট, পায়ে বুট জুতো, গলায় জড়ানো জিআই তার ৷ মঙ্গলবার সকালে রাজারহাটে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ৷ রাজারহাট থানা এলাকার কাশীনাথপুর বাজারের কাছে রাস্তার পাশে বাঁশ বাগানে পরেছিল দেহটি । যুবকের দেহটি উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিশ ।
জানা গিয়েছে, এ দিন সকালে কাশীনাথপুর বাজার সংলগ্ন রাস্তার পাশে ওই বাঁশ বাগানে যুবকের দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । এরপর স্থানীয়রাই রাজারহাট থানার পুলিশকে খবর দেয় ৷ পুলিশ এসে ওই এলাকাটি ঘিরে ফেলে । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । তবে ওই যুবকের নাম পরিচয় কিছু এখনও জানা যায়নি । পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক লরির খালাসি এবং তিনি হয়তো ভিন রাজ্যের বাসিন্দা ৷ ওই এলাকায় ভিন রাজ্য থেকে লরি করে মার্বেল নিয়ে এসেছিলেন যুবক । পুলিশ ঘটনার পর খোঁজ চালিয়ে কাছেই রাস্তার পাশ থেকে একটি লরি উদ্ধার করেছে ।
পুলিশ সূত্রে খবর, ওই লরিতে থাকা দু'জনকে আটক করা হয়েছে । তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এই ঘটনা সম্পর্কে তারা কী জানে? এই ঘটনায় তাঁদের কোনও যোগ রয়েছে কিনা, জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে রাজারহাট থানার পুলিশ । বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে ডগ স্কোয়াডের কুকুর ৷ কুকুরের সাহায্যে পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা করছে ৷ ঘটনাস্থলে এসেছে পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ৷ ঘটনাস্থল এবং আশেপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন রাজারহাট থানার পুলিশ আধিকারিকরা ৷ পাশাপাশি যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: