কলকাতা, 23 জানুয়ারি: বইপ্রেমীদের উৎসব কলকাতা আন্তর্জাতিক বইমেলা। একসময় ময়দানে বইমেলা হলেও এখন সেন্ট্রাল পার্কে হয় । বইমেলায় গিয়ে পছন্দের স্টল খুঁজতে গিয়েই সমস্যায় পড়েন বইপ্রেমীরা ? কোনও দিকে ফুড কোর্ট বা কোথায় কি তা জানতে এত দিন ভরসা ছিল কাগজের ম্যাপ। তবে এবার প্রথম আরও বিস্তারিত তথ্য-সহ কিউআর কোড চালু করল কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ড । যেখানে পাওয়া যাবে বইমেলার মানচিত্র ৷
বই মেলার প্রতিটি গেটের পিলারে দেওয়া রয়েছে এই কিউআর কোড ৷ এই কোড স্ক্যান করলেই ফুড কোর্ট, ফায়ার স্টেশন, পুলিশ হেল্প লাইন সম্পর্কিত সমস্ত তথ্য মিলবে । এমনকী স্টলের নাম ও নম্বর দেওয়া আছে এই কিউআর কোডে। এই কোড অনেকটাই সহজ করে দিয়েছে বইমেলার মানচিত্র ৷
দিল্লির বাসিন্দা বৃদ্ধ বইপ্রেমী সরোজ মুখোপাধ্যায় এই বছর প্রথম এসেছেন বইমেলায় । যাবেন বন্ধুর বইয়ের স্টলে। কী ভাবে যাবেন কিছুউ জানেন না, মুশকিল আসন হল কিউআর কোড স্ক্যান করেই ৷ বইমেলার গেটে থাকা নিরাপত্তা রক্ষী দেখিয়ে দিলেন কিউআর কোড। সেটি স্ক্যান করেই তিনি স্টলের নম্বর জেনে গেলেন । সেই মত দেখে নিলেন তার প্রয়োজনের বুকস্টলটি ৷
এই রকমই আরও এক বইপ্রেমী অখিল জানা ৷ তিনি প্রতি বছরই বইমেলায় আসেন ৷ পেশায় গৃহ শিক্ষক অখিল জানা বলেন, " তার কথায়, বহু বছর ধরেই আসি। কোনও বার ম্যাপ পাই আবার কোনও বার ম্যাপ শেষ হয়ে যায়। তবে এই বার এই নতুন ব্যবস্থা খুব ভালো হয়েছে। গেটে ঢোকার মুখে ম্যাপ চাইতেই পুলিশ কর্মীরা জানান, পিলারে কিউআর কোড আছে ৷ সেটি স্ক্যান করলে ডিজিটাল ম্যাপ ও আরও বিস্তারিত তথ্য পাবেন। সেই মতোই কোড স্ক্যান করে মোবাইল স্ক্রিনে খুলে গেল ম্যাপ ৷ দেখে নিজের মত পছন্দের স্টলে পৌঁছে গেলাম।"
সরজ মুখোপাধ্যায় ও অখিল জানার মতো অনেকেই এই পথ নিয়েছেন। তবে বইমেলা আয়োজকদের এই নয়া পদক্ষেপ নিয়ে অনেকের ভোগান্তিও হয়েছে। অনেক ক্ষেত্রেই এই সমস্ত কিউ আর কোড কাজ করেনি। তাদের সেই অনুসন্ধান স্টলে গিয়েই জানতে হয়েছে। এবার এই পরিষেবা যে শুরু হয়েছে বইপ্রেমীদের উপকারে সেই খবর অধিকাংশ বইপ্রেমী জানেনই না। জানতে পারছেন যখন কোনও স্টলের খোঁজ করছেন গেটের সামনে তখনই। তবে যারা এই কিউ আর কোড ব্যবহার করছেন তাঁরা বেশ খুশি।
আরও পড়ুন: