ETV Bharat / state

কলকাতায় প্রথম নামল 'আকাশের তিমি', দমদম বিমানবন্দরে অভিবাদন বৃহত্তম বেলুগাকে - BELUGA LANDED IN KOLKATA

কলকাতা বিমানবন্দরে প্রথমবার অবতরণ করল সবচেয়ে বড় এয়ারবাস বেলুগা সিরিজের বেলুগা এক্সএল । এই বিমানকে জলের ফোয়ারায় অভিবাদন জানানো হয় ৷

ETV BHARAT
কলকাতায় প্রথম নামল 'আকাশের তিমি' (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 6:14 PM IST

দমদম, 9 অক্টোবর: নয়া ইতিহাসের সাক্ষী হয়ে থাকল কলকাতা বিমানবন্দর ৷ প্রথমবার বেলুগা সিরিজের বৃহত্তম বিমান বেলুগা এক্সএল অবতরণ করল দমদম বিমানবন্দরে ৷

মঙ্গলবার তখন ঠিক রাত 10.43 ৷ আকাশ থেকে নেমে এল বিরাট এক তিমি ৷ কাছে এলে বোঝা যাবে যে, সেটি আসলে আকাশের তিমি ৷ অর্থাৎ তিমির আদলে তৈরি বেলুগা এয়ার ক্র্যাফট ৷ গতকাল রাতে দমদম বিমানবন্দরে অবতরণ করে 'দৈত্যাকার' এই বিমান । এটি বাহরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলে ফোয়ারার জলে তাকে অভিবাদন জানানো হয় ৷

দমদম বিমানবন্দরে অভিবাদন বৃহত্তম বেলুগাকে (নিজস্ব ভিডিয়ো)

কলকাতা বিমানবন্দরের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, "প্রথমবার কলকাতা বিমানবন্দরে বিমানের অত্যাবশ্যকীয় উপাদান বহনকারী বৃহত্তম এয়ারবাস বেলুগা সিরিজের এক্সএলকে স্বাগত জানানো হয়েছে । ক্রুদের বিশ্রাম দেওয়া ও রিফুয়েলিংয়ের জন্য কলকাতায় অবতরণ করে বিমানটি ৷ কারণ এটিই পূর্ব ভারতের একমাত্র বিমানবন্দর, যা এই ধরনের বিমানের প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম ৷"

বিমানের কিছু সরঞ্জাম ও যন্ত্রাংশ নিয়ে বিমানটি টুলুজ এয়ারবাস ফ্যাক্টরি থেকে যাত্রা শুরু করেছিল ৷ কলকাতায় নেমে জ্বালানি ভরা ও ক্রুদের বিশ্রাম নেওয়ার পর, বিমানটি আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ উড়ে যায় চিনের তিয়ানজিনে ৷

বেলুগা এক্সএল একটি বড় পরিবহণযোগ্য বিমান, যা ডিজাইন করেছে এয়ারবাস ৷ বড় আকারের পণ্যসম্ভার বহন করার জন্য এটি তৈরি করা হয়েছে ৷ প্রাথমিকভাবে বিমানের উপাদান যেমন ডানা ও অন্যান্য যন্ত্রাংশ পরিবহণ করে বেলুগা এক্সএল ৷ এটি লম্বায় 63.1 মিটার, যার ডানাটাই 60.3 মিটার লম্বা । এর মালবহনের ক্ষমতা প্রায় 51 টন এবং এটি দুটি এ350 উইং সহজেই একসঙ্গে পরিবহণ করতে পারে ৷

তিমির আকৃতির এই বিমান দমদম বিমানবন্দরে অবতরণের পরই এটি দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় ৷ বিমানবন্দর কর্মী থেকে শুরু করে অন্য বিমানের যাত্রীরা সবাই ভিড় করেন বিমানটি দেখার জন্য ৷

দমদম, 9 অক্টোবর: নয়া ইতিহাসের সাক্ষী হয়ে থাকল কলকাতা বিমানবন্দর ৷ প্রথমবার বেলুগা সিরিজের বৃহত্তম বিমান বেলুগা এক্সএল অবতরণ করল দমদম বিমানবন্দরে ৷

মঙ্গলবার তখন ঠিক রাত 10.43 ৷ আকাশ থেকে নেমে এল বিরাট এক তিমি ৷ কাছে এলে বোঝা যাবে যে, সেটি আসলে আকাশের তিমি ৷ অর্থাৎ তিমির আদলে তৈরি বেলুগা এয়ার ক্র্যাফট ৷ গতকাল রাতে দমদম বিমানবন্দরে অবতরণ করে 'দৈত্যাকার' এই বিমান । এটি বাহরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলে ফোয়ারার জলে তাকে অভিবাদন জানানো হয় ৷

দমদম বিমানবন্দরে অভিবাদন বৃহত্তম বেলুগাকে (নিজস্ব ভিডিয়ো)

কলকাতা বিমানবন্দরের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, "প্রথমবার কলকাতা বিমানবন্দরে বিমানের অত্যাবশ্যকীয় উপাদান বহনকারী বৃহত্তম এয়ারবাস বেলুগা সিরিজের এক্সএলকে স্বাগত জানানো হয়েছে । ক্রুদের বিশ্রাম দেওয়া ও রিফুয়েলিংয়ের জন্য কলকাতায় অবতরণ করে বিমানটি ৷ কারণ এটিই পূর্ব ভারতের একমাত্র বিমানবন্দর, যা এই ধরনের বিমানের প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম ৷"

বিমানের কিছু সরঞ্জাম ও যন্ত্রাংশ নিয়ে বিমানটি টুলুজ এয়ারবাস ফ্যাক্টরি থেকে যাত্রা শুরু করেছিল ৷ কলকাতায় নেমে জ্বালানি ভরা ও ক্রুদের বিশ্রাম নেওয়ার পর, বিমানটি আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ উড়ে যায় চিনের তিয়ানজিনে ৷

বেলুগা এক্সএল একটি বড় পরিবহণযোগ্য বিমান, যা ডিজাইন করেছে এয়ারবাস ৷ বড় আকারের পণ্যসম্ভার বহন করার জন্য এটি তৈরি করা হয়েছে ৷ প্রাথমিকভাবে বিমানের উপাদান যেমন ডানা ও অন্যান্য যন্ত্রাংশ পরিবহণ করে বেলুগা এক্সএল ৷ এটি লম্বায় 63.1 মিটার, যার ডানাটাই 60.3 মিটার লম্বা । এর মালবহনের ক্ষমতা প্রায় 51 টন এবং এটি দুটি এ350 উইং সহজেই একসঙ্গে পরিবহণ করতে পারে ৷

তিমির আকৃতির এই বিমান দমদম বিমানবন্দরে অবতরণের পরই এটি দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় ৷ বিমানবন্দর কর্মী থেকে শুরু করে অন্য বিমানের যাত্রীরা সবাই ভিড় করেন বিমানটি দেখার জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.