ETV Bharat / state

আজ তাদের দিন ! সেজেগুজে নতুন কাপড় পরে খুদেদের সঙ্গে দিন কাটাল লক্ষ্মী-উর্মিলা - World Elephant Day - WORLD ELEPHANT DAY

Kumki Elephant of Bengal Safari: বিশ্ব হাতি দিবস ওদের কাছে আলাদাই দিন ৷ নতুন কাপড় সঙ্গে পছন্দের খাবার ৷ এবার এসবের পাশাপাশি খুদেদের সঙ্গেও দেদার মজা করল দুই বোন লক্ষ্মী ও উর্মিলা ৷

Bengal Safari Park
লক্ষ্মী ও উর্মিলার হাতি দিবস উদযাপন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 8:17 PM IST

Updated : Aug 12, 2024, 8:24 PM IST

দার্জিলিং, 12 অগস্ট: আজ বিশ্ব হাতি দিবস । আর এই হাতি দিবসের দিন একটু আলাদাভাবে সময় কাটল বেঙ্গল সাফারি পার্কের দুই কুনকি হাতি লক্ষ্মী ও উর্মিলার । সোমবার সকাল থেকে কোনও কাজ ছিল না দুই হস্তি বোনের । রীতিমতো ছুটি কাটাল তারা । মেতে থাকল একঝাঁক খুদেদের নিয়ে । আর দুই বোনের সঙ্গে খুদেদের নিয়ে বিশ্ব হাতি দিবসে মেতে উঠতে দেখা গেল শিলিগুড়ির নগরপাল সি সুধাকরকে ।

এই দিনটির উদযাপন উপলক্ষে দুই কুনকি বোনের জন্য এলাহি আয়োজন করেছিল পার্ক কর্তৃপক্ষ । এদিন বিশ্ব হাতি দিবস উপলক্ষে বেঙ্গল সাফারি পার্কে খুদেদের জন্য আয়োজন করা হয়েছিল নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠানের । মুখোশ তৈরি, গল্প লেখা, কবিতা লেখা, ক্যুইজের মতো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন ।

এদিন সকাল সকাল পার্কের পিছনে এক ঝোরাতে প্রথমে স্নান করানো হয় লক্ষ্মী ও উর্মিলাকে । তারপর তাদের গায়ে রংবেরঙের নকশা কেটে নতুন কাপড় পরিয়ে আজকের দিনটির জন্য সাজিয়ে তোলা হয় । তারপর এলাহি খাবারের আয়োজন । খাবারের মেনুতে অন্য দিন থাকে ডাল, ভুসি, চাল ৷ আজ ছিল দুই বোনের পছন্দের কলা, আম, মুসুম্বি, আখ, তরমুজ ও শশা । শেষপাতে ছিল ডাবের জল । সেসব পেয়ে বেজায় খুশি ছিল লক্ষ্মী আর উর্মিলা ।

Elephant Day
বিশ্ব হাতি দিবসে বেঙ্গল সাফারি পার্কে বিশেষ সেলফি জোন (ইটিভি ভারত)

তাদের সবসময় দেখাশোনা করেন চারজন মাহুত । লক্ষ্মীর দেখাশোনা করে যোগেশ বর্মন, পরিমল বর্মন । আর উর্মিলার দেখভাল করেন কমল বর্মন ও সতন নার্জিনারি । খাওয়াদাওয়ার পর তাদের পার্কে নিয়ে আসা হয় । সেখানে তাদের সঙ্গে আলাপ করানো হয় খুদেদের । তাদের জানানো হয় হাতিদের সম্পর্কে । তারাও নিজের হাতে কলা, শশা বিভিন্ন ফল খাওয়ায় হাতিদের ।

লক্ষ্মী ও উর্মিলা বেঙ্গল সাফারি পার্কের শুরু থেকে রয়েছে । জলদাপাড়া থেকে ওই দুই কুনকিকে আনা হয়েছিল পার্কে । দু'জনের ইতিহাসে রয়েছে অসামান্য সব কৃতিত্ব । সার্চ অপারেশন ও দলছুট হাতিকে জঙ্গলে ফেরানোর মতো কাজ দক্ষতার সঙ্গে করেছে ওই দুই কুনকি হাতি । আর সেসব কাজের জন্য এদিন ওই দুই বোনকে সম্মান জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ।

এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, "লক্ষ্মী আর উর্মিলা আমাদের পার্কের অন্যতম মূল আকর্ষণ । খুব শান্ত স্বভাবের এই দুই কুনকি পর্যটকদের খুব ভালোবাসে । হাতি দিবস উপলক্ষে আমরা এদিন দুই বোনকে ছুটি দিয়ে তাদের একটু ভালোবাসায় দিন কাটাতে দিই । আজকের দিনে তারা কোনও কাজ করে না । সেজেগুজে ভালো খেয়ে থাকে ।"

পুলিশ কমিশনার সি সুধাকরের কথায়, "খুব ভালো একটা দিন কাটালাম । লক্ষ্মী ও উর্মিলাকে নিয়ে অনেক কিছু জানলাম । আগামীতে হাতি ও মানুষের সংঘাত আটকাতে পুলিশ বন দফতরের সঙ্গে মিলে কাজ করবে ।"

দার্জিলিং, 12 অগস্ট: আজ বিশ্ব হাতি দিবস । আর এই হাতি দিবসের দিন একটু আলাদাভাবে সময় কাটল বেঙ্গল সাফারি পার্কের দুই কুনকি হাতি লক্ষ্মী ও উর্মিলার । সোমবার সকাল থেকে কোনও কাজ ছিল না দুই হস্তি বোনের । রীতিমতো ছুটি কাটাল তারা । মেতে থাকল একঝাঁক খুদেদের নিয়ে । আর দুই বোনের সঙ্গে খুদেদের নিয়ে বিশ্ব হাতি দিবসে মেতে উঠতে দেখা গেল শিলিগুড়ির নগরপাল সি সুধাকরকে ।

এই দিনটির উদযাপন উপলক্ষে দুই কুনকি বোনের জন্য এলাহি আয়োজন করেছিল পার্ক কর্তৃপক্ষ । এদিন বিশ্ব হাতি দিবস উপলক্ষে বেঙ্গল সাফারি পার্কে খুদেদের জন্য আয়োজন করা হয়েছিল নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠানের । মুখোশ তৈরি, গল্প লেখা, কবিতা লেখা, ক্যুইজের মতো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন ।

এদিন সকাল সকাল পার্কের পিছনে এক ঝোরাতে প্রথমে স্নান করানো হয় লক্ষ্মী ও উর্মিলাকে । তারপর তাদের গায়ে রংবেরঙের নকশা কেটে নতুন কাপড় পরিয়ে আজকের দিনটির জন্য সাজিয়ে তোলা হয় । তারপর এলাহি খাবারের আয়োজন । খাবারের মেনুতে অন্য দিন থাকে ডাল, ভুসি, চাল ৷ আজ ছিল দুই বোনের পছন্দের কলা, আম, মুসুম্বি, আখ, তরমুজ ও শশা । শেষপাতে ছিল ডাবের জল । সেসব পেয়ে বেজায় খুশি ছিল লক্ষ্মী আর উর্মিলা ।

Elephant Day
বিশ্ব হাতি দিবসে বেঙ্গল সাফারি পার্কে বিশেষ সেলফি জোন (ইটিভি ভারত)

তাদের সবসময় দেখাশোনা করেন চারজন মাহুত । লক্ষ্মীর দেখাশোনা করে যোগেশ বর্মন, পরিমল বর্মন । আর উর্মিলার দেখভাল করেন কমল বর্মন ও সতন নার্জিনারি । খাওয়াদাওয়ার পর তাদের পার্কে নিয়ে আসা হয় । সেখানে তাদের সঙ্গে আলাপ করানো হয় খুদেদের । তাদের জানানো হয় হাতিদের সম্পর্কে । তারাও নিজের হাতে কলা, শশা বিভিন্ন ফল খাওয়ায় হাতিদের ।

লক্ষ্মী ও উর্মিলা বেঙ্গল সাফারি পার্কের শুরু থেকে রয়েছে । জলদাপাড়া থেকে ওই দুই কুনকিকে আনা হয়েছিল পার্কে । দু'জনের ইতিহাসে রয়েছে অসামান্য সব কৃতিত্ব । সার্চ অপারেশন ও দলছুট হাতিকে জঙ্গলে ফেরানোর মতো কাজ দক্ষতার সঙ্গে করেছে ওই দুই কুনকি হাতি । আর সেসব কাজের জন্য এদিন ওই দুই বোনকে সম্মান জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ।

এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, "লক্ষ্মী আর উর্মিলা আমাদের পার্কের অন্যতম মূল আকর্ষণ । খুব শান্ত স্বভাবের এই দুই কুনকি পর্যটকদের খুব ভালোবাসে । হাতি দিবস উপলক্ষে আমরা এদিন দুই বোনকে ছুটি দিয়ে তাদের একটু ভালোবাসায় দিন কাটাতে দিই । আজকের দিনে তারা কোনও কাজ করে না । সেজেগুজে ভালো খেয়ে থাকে ।"

পুলিশ কমিশনার সি সুধাকরের কথায়, "খুব ভালো একটা দিন কাটালাম । লক্ষ্মী ও উর্মিলাকে নিয়ে অনেক কিছু জানলাম । আগামীতে হাতি ও মানুষের সংঘাত আটকাতে পুলিশ বন দফতরের সঙ্গে মিলে কাজ করবে ।"

Last Updated : Aug 12, 2024, 8:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.