পোলবা, 12 সেপ্টেম্বর: কিশোর বয়সে আত্মহত্যার প্রবণতা বাড়ছে । সরকারি রিপোর্ট অনুযায়ী, দেশে ঘণ্টায় 20 জন আত্মহত্যা করছে । 2015 সালে যেটা 10.6 শতাংশ ছিল, সেটা বর্তমানে 12.4 শতাংশে ঠেকেছে । সেই কথা চিন্তাভাবনা করে স্বাস্থ্য দফতরের তরফে সুইসাইড প্রিভেনশান সপ্তাহ পালন করছে রাজ্যে । 10 সেপ্টেম্বর থেকে যা চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত । সেই কথা মাথায় রেখে হুগলি জেলা স্বাস্থ্যবিভাগের তরফে পোলবা ব্লকের পাউনান রাধারানী হাইস্কুলে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন পোলবা গ্রামীণ হাসপাতালের কাউন্সিলর বিদিশা দত্ত এবং আরকেএসকে (রাষ্ট্রীয় কৈশোর সুরক্ষা কার্যক্রম)-র মেডিক্যাল অফিসাররা ।
কর্মশালায় আলোচনা করা হয় 2024 থেকে 2026 সালের আত্মহত্যার সংজ্ঞা ও পরিস্থিতি নিয়ে ৷ যাতে আর কেউ আত্মহত্যার পথ বেছে না নেয় ৷ তথ্য বলছে, গত বছর আত্মহত্যা করে 7 লাখ 3 হাজার মানুষের মৃত্যু হয়েছে গোটা বিশ্বে । যার মধ্যে 15 থেকে 19 বছর বয়সির সংখ্যা বেশি ৷ ভারতবর্ষে 2022 সালে 1 লাখ 70 হাজার 924 জনের মৃত্যু হয়েছে । প্রতিটি ব্লকের আরকেএসকে-র কাউন্সিলররা স্কুলে গিয়ে সচেতনতা শিবির করছেন ।
এই বিষয়ে পাউনান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তন্ময় দাস বলেন,"পোলবা হাসপাতাল থেকে ডাক্তারবাবু কাউন্সিলররা এসেছেন ছাত্র-ছাত্রীদের সচেতন করার জন্য । আমরা স্কুল থেকে সারাবছরই শিক্ষকরা নানাভাবে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকেন। স্বাস্থ্যকেন্দ্র থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা খুবই ভালো । আমরা চাই কোনও কিশোর-কিশোরীরা যেন ভুল করে কোন ধরনের সিদ্ধান্ত না নেয় ।"
হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর বলেন, "আত্মহত্যার প্রবণতা থেকে রেহাই পেতেই এই সপ্তাহের বিশেষ অভিযান । এটা এমন একটা ব্যাধি যাতে প্রতিনিয়ত বহু মানুষের মৃত্যু হচ্ছে । এর জন্য জেলা সব হাসপাতালে কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে । কাউন্সিলরদের আমরা প্রশিক্ষণ দিয়েছি । কিশোর আর প্রৌঢ় যারা তাদের মধ্যে আত্মহত্যার ঝোঁক দেখা যায় কাউন্সেলিং করলে তাদের সেই ঝোঁক থেকে মুক্তি দেওয়া যায় ।সেই কাজটাই করছে স্বাস্থ্য বিভাগ ।"
(আত্মহত্যা কোনও সমাধান নয়: যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না । জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত । আপনার পাশে দাঁড়াতে তৎপর । সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে । টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন । এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)