ETV Bharat / state

দামোদরের স্রোতে ভাঙল অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমান-বাঁকুড়া - Damodar River Wooden Bridge Swept - DAMODAR RIVER WOODEN BRIDGE SWEPT

Paschim Bardhaman and Bankura Disconnected: পশ্চিম বর্ধমানের আসানসোল ও বাঁকুড়ার 30টি গ্রামের মধ্যে যাতায়াত হত কাঠের তৈরি অস্থায়ী সেতুটি দিয়েই চলত ৷ একদিনের প্রবল বৃষ্টিতে দামোদরের জলস্ফীতি হয় ৷ সেই তোড়ে ভেসে গেল কাঠের সেতুটি ৷ বিচ্ছিন্ন দুই জেলার মধ্যে যোগাযোগ ৷

Damodar River Water Level Increase
দামোদরে জলস্ফীতিতে ভাঙল কাঠের অস্থায়ী সেতু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 2, 2024, 8:02 PM IST

Updated : Aug 2, 2024, 8:14 PM IST

আসানসোল, 2 অগস্ট: একদিনের অতি বৃষ্টিতে দামোদরের জলস্তর বৃদ্ধি হয়ে এবার ভেসে গেল অস্থায়ী সেতু ৷ গত লোকসভা নির্বাচনের সময়ে ইটিভি ভারতেই উঠে এসেছিল দামোদর নদের উপর এই অস্থায়ী সেতুর কথা ৷ পশ্চিম বর্ধমানের আসানসোলের সঙ্গে বাঁকুড়ার শালতোড়া বিধানসভার অন্তর্গত অন্তত ত্রিশটি গ্রামের সংযোগ রক্ষা করত এই অস্থায়ী সেতু ৷

দামোদরে ভাঙল অস্থায়ী কাঠের সেতু, বিচ্ছিন্ন দুই জেলা (ইটিভি ভারত)

এই সেতুটি পাকা করার দাবি বহুদিনের ৷ ভোট এলে প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ তিন মাসের বেশি সময় হয়ে গেল এবারের লোকসভা ভোট মিটেছে । সেতু তৈরির বিষয়ে কোনও উদ্যোগ চোখে পড়েনি ৷ ফলে বাঁকুড়ার প্রান্তিক অঞ্চলের গ্রামগুলির সঙ্গে আসানসোলের সংযোগ বন্ধ হয়ে গেল ৷ প্রতিদিন রুটিরুজির টানে নদ পারাপার করেন এমন হাজারও মানুষ সমস্যায় পড়লেন ৷

নদের এই পাড়ে পশ্চিম বর্ধমানের আসানসোল শহর ৷ অন্য পাড়ে বাঁকুড়ার শালতোড়া বিধানসভার অন্তর্গত 30টি গ্রাম ৷ দুইপাড়কে জুড়ে রাখত নড়বড়ে কাঠের সেতুটিই ৷ ওই পাড়ে রয়েছে পর্যটন ক্ষেত্র বিহারীনাথও ৷ আর এই পাড়ে রয়েছে কলকারখানা থেকে শুরু করে বাজার, হাসপাতাল সবকিছু ৷ বাঁকুড়া শালতোড়ার ওই পাড়ের প্রায় 30টি গ্রামের মানুষজন এই পাড়ে আসেন রুজিরুটির জন্য ৷

প্রতিদিন সকালে কেউ আসেন সবজি বিক্রি করতে, কেউ বা দিনমজুরি খাটতে, কেউ বা ইস্কো কারখানায় কাজ করতে ৷ শুধু তাই নয়, জেলা বাঁকুড়া হলেও বাঁকুড়ার এই প্রান্তিক গ্রামগুলির মানুষজনের কেউ অসুস্থ হলে তাঁকে আসানসোল জেলা হাসপাতালেই নিয়ে আসা হয় ৷ কারণ সেটাই কাছে ৷ অন্যদিকে বাঁকুড়া জেলার সদর হাসপাতালটি অনেক দূরে অবস্থিত ৷

আসানসোল এবং অন্যান্য জেলা থেকে বহু পুণ্যার্থী বিহারীনাথ পর্যটন কেন্দ্রে যান ৷ বিশেষ করে এই শ্রাবণ মাসে প্রাচীন দেবতা বিহারীনাথের মাথায় জল ঢালতে হাজার হাজার দর্শনার্থী এই কাঠের সেতু পার করেই পাড়ে যাতায়াত করেন ৷ অর্থাৎ দুপাড়েরই ভরসা দামোদর নদের উপর এই নড়বড়ে কাঠের সেতু ৷ দীর্ঘ সময় ধরে দাবি উঠলেও কাঠ থেকে স্থায়ী সেতু তৈরি হয়নি ৷

শুক্রবার বেলার দিকে সেই অস্থায়ী সেতুটিই দামোদরের জলস্রোতে ভেসে চলে গিয়েছে ৷ টানা একদিনের বৃষ্টিতে দামোদরের জলস্তর বৃদ্ধি পেয়েছে ৷ সেই তোড়ে সেতু ভাসিয়ে নিয়ে গিয়েছে ৷ অর্থাৎ এই মুহূর্তে বাঁকুড়ার এবং আসানসোলের প্রান্তিক অঞ্চলগুলির মধ্যে সংযোগ প্রায় বন্ধ হয়ে গেল ৷ ঘুর পথে যেতে প্রায় 45-50 কিলোমিটার দূরত্ব যেতে হবে ৷

সেতু ভেঙে যাওয়ার খবর জানতেন না কলকাতার এক পর্যটক দম্পতি ৷ তাঁরা বিহারীনাথ দর্শনে যাচ্ছিলেন ৷ দামোদর নদের তীরে এসে দেখেন অস্থায়ী সেতুটি আর নেই ৷ তাই তাঁদের ডিসেরগড় ব্রিজ হয়ে প্রায় 45 কিলোমিটার ঘুরে বিহারীনাথে যেতে হবে ৷ ওই পর্যটক দম্পতি জানান, তাঁরা প্রচণ্ড অসুবিধের মধ্যে পড়লেন ৷

আসানসোল, 2 অগস্ট: একদিনের অতি বৃষ্টিতে দামোদরের জলস্তর বৃদ্ধি হয়ে এবার ভেসে গেল অস্থায়ী সেতু ৷ গত লোকসভা নির্বাচনের সময়ে ইটিভি ভারতেই উঠে এসেছিল দামোদর নদের উপর এই অস্থায়ী সেতুর কথা ৷ পশ্চিম বর্ধমানের আসানসোলের সঙ্গে বাঁকুড়ার শালতোড়া বিধানসভার অন্তর্গত অন্তত ত্রিশটি গ্রামের সংযোগ রক্ষা করত এই অস্থায়ী সেতু ৷

দামোদরে ভাঙল অস্থায়ী কাঠের সেতু, বিচ্ছিন্ন দুই জেলা (ইটিভি ভারত)

এই সেতুটি পাকা করার দাবি বহুদিনের ৷ ভোট এলে প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ তিন মাসের বেশি সময় হয়ে গেল এবারের লোকসভা ভোট মিটেছে । সেতু তৈরির বিষয়ে কোনও উদ্যোগ চোখে পড়েনি ৷ ফলে বাঁকুড়ার প্রান্তিক অঞ্চলের গ্রামগুলির সঙ্গে আসানসোলের সংযোগ বন্ধ হয়ে গেল ৷ প্রতিদিন রুটিরুজির টানে নদ পারাপার করেন এমন হাজারও মানুষ সমস্যায় পড়লেন ৷

নদের এই পাড়ে পশ্চিম বর্ধমানের আসানসোল শহর ৷ অন্য পাড়ে বাঁকুড়ার শালতোড়া বিধানসভার অন্তর্গত 30টি গ্রাম ৷ দুইপাড়কে জুড়ে রাখত নড়বড়ে কাঠের সেতুটিই ৷ ওই পাড়ে রয়েছে পর্যটন ক্ষেত্র বিহারীনাথও ৷ আর এই পাড়ে রয়েছে কলকারখানা থেকে শুরু করে বাজার, হাসপাতাল সবকিছু ৷ বাঁকুড়া শালতোড়ার ওই পাড়ের প্রায় 30টি গ্রামের মানুষজন এই পাড়ে আসেন রুজিরুটির জন্য ৷

প্রতিদিন সকালে কেউ আসেন সবজি বিক্রি করতে, কেউ বা দিনমজুরি খাটতে, কেউ বা ইস্কো কারখানায় কাজ করতে ৷ শুধু তাই নয়, জেলা বাঁকুড়া হলেও বাঁকুড়ার এই প্রান্তিক গ্রামগুলির মানুষজনের কেউ অসুস্থ হলে তাঁকে আসানসোল জেলা হাসপাতালেই নিয়ে আসা হয় ৷ কারণ সেটাই কাছে ৷ অন্যদিকে বাঁকুড়া জেলার সদর হাসপাতালটি অনেক দূরে অবস্থিত ৷

আসানসোল এবং অন্যান্য জেলা থেকে বহু পুণ্যার্থী বিহারীনাথ পর্যটন কেন্দ্রে যান ৷ বিশেষ করে এই শ্রাবণ মাসে প্রাচীন দেবতা বিহারীনাথের মাথায় জল ঢালতে হাজার হাজার দর্শনার্থী এই কাঠের সেতু পার করেই পাড়ে যাতায়াত করেন ৷ অর্থাৎ দুপাড়েরই ভরসা দামোদর নদের উপর এই নড়বড়ে কাঠের সেতু ৷ দীর্ঘ সময় ধরে দাবি উঠলেও কাঠ থেকে স্থায়ী সেতু তৈরি হয়নি ৷

শুক্রবার বেলার দিকে সেই অস্থায়ী সেতুটিই দামোদরের জলস্রোতে ভেসে চলে গিয়েছে ৷ টানা একদিনের বৃষ্টিতে দামোদরের জলস্তর বৃদ্ধি পেয়েছে ৷ সেই তোড়ে সেতু ভাসিয়ে নিয়ে গিয়েছে ৷ অর্থাৎ এই মুহূর্তে বাঁকুড়ার এবং আসানসোলের প্রান্তিক অঞ্চলগুলির মধ্যে সংযোগ প্রায় বন্ধ হয়ে গেল ৷ ঘুর পথে যেতে প্রায় 45-50 কিলোমিটার দূরত্ব যেতে হবে ৷

সেতু ভেঙে যাওয়ার খবর জানতেন না কলকাতার এক পর্যটক দম্পতি ৷ তাঁরা বিহারীনাথ দর্শনে যাচ্ছিলেন ৷ দামোদর নদের তীরে এসে দেখেন অস্থায়ী সেতুটি আর নেই ৷ তাই তাঁদের ডিসেরগড় ব্রিজ হয়ে প্রায় 45 কিলোমিটার ঘুরে বিহারীনাথে যেতে হবে ৷ ওই পর্যটক দম্পতি জানান, তাঁরা প্রচণ্ড অসুবিধের মধ্যে পড়লেন ৷

Last Updated : Aug 2, 2024, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.