ETV Bharat / state

বর্ধমান-দুর্গাপুরে মহিলা ভোট কার দিকে ? ময়দানে আজাদ-দিলীপ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: বর্ধমান-দুর্গাপুর লোকসভা নির্বাচনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নেবেন মহিলা ভোটাররা ৷ অন্তত 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল তাই বলছে ৷ আর তাই ভোট ময়দানে নারী ক্ষমতায়ন নিয়ে জোরকদম প্রচারে তৃণমূল-বিজেপি ৷

Lok Sabha Election 2024
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 3:31 PM IST

আজাদ-দিলীপ

দুর্গাপুর, 5 এপ্রিল: 2021 বিধানসভা নির্বাচনের পর, এবারেও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মহিলা ভোটারদের পাল্লাভারী যেদিকে, সেই প্রার্থীর জয়লাভ হবে সহজ ৷ এই লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 13 লক্ষ 8 হাজার 672 জন ৷ তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 6 লক্ষ 54 হাজার 929 জন এবং মহিলা ভোটারদের সংখ্যা পুরুষদের তুলনায় সামান্য কম ৷ মহিলা ভোটারদের সংখ্যা 6 লক্ষ 53 হাজার 718 জন ৷ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল ও বিজেপির দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষ ৷ দুই নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে মহিলাদের ভোট কার দিকে বেশি ?

2021 বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারদের ভোট দারুণ পার্থক্য গড়ে দিয়েছিল ৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন 2021 বিধানসভা নির্বাচনে দু’টি ফ্যাক্টর মহিলাদের ভোট শাসকদলের পক্ষে যাওয়ার জন্য বিরাট ভূমিকা পালন করেছিল ৷ তার মধ্যে একটি ছিল 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পটির প্রতিশ্রুতি গ্রাম-বাংলার মহিলাদেরকে তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন যোগাতে সমর্থ্য হয়েছিল ৷ আরেকটি ফ্যাক্টর দাঁড়িয়েছিল দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে প্লাস্টার জড়িয়ে গোটা গ্রাম-বাংলা চষে বেড়ানো ৷

এক্ষেত্রে মহিলা ভোটারদের সিমপ্যাথি অনেকটাই আদায় হয়েছিল তৃণমূলের ভোট-বাক্সে ৷ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ ৷ মৈথিলী ব্রাহ্মণ পরিবারের এই সন্তান শক্তির বিভিন্ন দেবীর পূজারী ৷ শুধু তাই নয়, কীর্তি আজাদের প্রতিবাদ বিজেপি শুধুমাত্র 'জয় শ্রীরাম' শ্লোগান দিয়ে নারী শক্তিকে অপমান করে ৷

কীর্তি আজাদের কথায়, "হিন্দু শাস্ত্রে আমরা যখন লক্ষ্মী-নারায়ণ, রাধা-কৃষ্ণ, গৌরী-শিবা, সমস্ত দেবতাদেরকে স্মরণ করার সময়, দেবীদের সবার আগে রাখা হয় ৷ তাহলে রামের আগে কেন বিজেপির নেতা-কর্মীরা সীতা-রাম বলেন না ?" উল্লেখ্য, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর, তাঁকে মহিষাসুরের সঙ্গে তুলনা করেছেন কীর্তি আজাদ ৷

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুই যুযুধান শিবিরের দু’জন প্রার্থী এই কেন্দ্রের মহিলা ভোটারদের মন জয় করতে মরিয়া ৷ কীর্তি আজাদের প্রচারে এরাজ্যের শাসকদলের মহিলাদের ভিড়ও চোখে পড়ার মতো ৷ এরাজ্যের শাসকদলের মহিলা সংগঠন যে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী, তা কিন্তু দুই প্রার্থীর প্রচারে মহিলাদের উপস্থিতিতে অনেকটাই স্পষ্ট হয়ে উঠছে ৷ পশ্চিম বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী এই বিষয়ে বলেন, "মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে দিয়ে গ্রাম বাংলার মহিলাদের আর্থিক স্বাধীনতা জুগিয়েছেন ৷ যার দ্বারা বহু মহিলা আজ উপকৃত শুধু নন, এই প্রকল্প তাঁদের মর্যাদা দিয়েছে ৷ দিলীপ ঘোষরা যেভাবে মহিলাদের কে আক্রমণ করছেন, তাতে গ্রাম বাংলার মহিলারা বুঝে গিয়েছেন যে এরা ক্ষমতায় এলে এ রাজ্যের নারীরা কেউ সুরক্ষিত থাকবেন না ৷"

আবার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দুর্গাপুরের মেনগেটে বক্তব্য দেওয়ার সময় নারী শক্তিকে আগামী রামনবমীর দিন সামনে থাকার জন্য অনুরোধ জানিয়েছে ৷ ওই সভা থেকেই তিনি জানিয়েছেন, রামলালার মূর্তি রাম মন্দিরে রাখা হলেও, মন্দিরে বাইরে রাম-সীতার মূর্তিও রাখা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রথীনের খাসতালুকে কাকলির হারা ন'টি বুথে বাড়তি নজর তৃণমূলের
  2. জোট না হওয়ার দায় বামেদের! ডায়মন্ড হারবার-যাদবপুর-সহ 5 আসনে প্রার্থী আইএসএফের
  3. 'পিঠে খাওয়ার নামে শাহজাহান যা করত, তৃণমূল প্রার্থীও সেই দোষে দুষ্ট', মালদায় প্রসূনকে তোপ শুভেন্দুর

আজাদ-দিলীপ

দুর্গাপুর, 5 এপ্রিল: 2021 বিধানসভা নির্বাচনের পর, এবারেও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মহিলা ভোটারদের পাল্লাভারী যেদিকে, সেই প্রার্থীর জয়লাভ হবে সহজ ৷ এই লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 13 লক্ষ 8 হাজার 672 জন ৷ তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 6 লক্ষ 54 হাজার 929 জন এবং মহিলা ভোটারদের সংখ্যা পুরুষদের তুলনায় সামান্য কম ৷ মহিলা ভোটারদের সংখ্যা 6 লক্ষ 53 হাজার 718 জন ৷ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল ও বিজেপির দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষ ৷ দুই নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে মহিলাদের ভোট কার দিকে বেশি ?

2021 বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারদের ভোট দারুণ পার্থক্য গড়ে দিয়েছিল ৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন 2021 বিধানসভা নির্বাচনে দু’টি ফ্যাক্টর মহিলাদের ভোট শাসকদলের পক্ষে যাওয়ার জন্য বিরাট ভূমিকা পালন করেছিল ৷ তার মধ্যে একটি ছিল 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পটির প্রতিশ্রুতি গ্রাম-বাংলার মহিলাদেরকে তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন যোগাতে সমর্থ্য হয়েছিল ৷ আরেকটি ফ্যাক্টর দাঁড়িয়েছিল দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে প্লাস্টার জড়িয়ে গোটা গ্রাম-বাংলা চষে বেড়ানো ৷

এক্ষেত্রে মহিলা ভোটারদের সিমপ্যাথি অনেকটাই আদায় হয়েছিল তৃণমূলের ভোট-বাক্সে ৷ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ ৷ মৈথিলী ব্রাহ্মণ পরিবারের এই সন্তান শক্তির বিভিন্ন দেবীর পূজারী ৷ শুধু তাই নয়, কীর্তি আজাদের প্রতিবাদ বিজেপি শুধুমাত্র 'জয় শ্রীরাম' শ্লোগান দিয়ে নারী শক্তিকে অপমান করে ৷

কীর্তি আজাদের কথায়, "হিন্দু শাস্ত্রে আমরা যখন লক্ষ্মী-নারায়ণ, রাধা-কৃষ্ণ, গৌরী-শিবা, সমস্ত দেবতাদেরকে স্মরণ করার সময়, দেবীদের সবার আগে রাখা হয় ৷ তাহলে রামের আগে কেন বিজেপির নেতা-কর্মীরা সীতা-রাম বলেন না ?" উল্লেখ্য, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর, তাঁকে মহিষাসুরের সঙ্গে তুলনা করেছেন কীর্তি আজাদ ৷

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুই যুযুধান শিবিরের দু’জন প্রার্থী এই কেন্দ্রের মহিলা ভোটারদের মন জয় করতে মরিয়া ৷ কীর্তি আজাদের প্রচারে এরাজ্যের শাসকদলের মহিলাদের ভিড়ও চোখে পড়ার মতো ৷ এরাজ্যের শাসকদলের মহিলা সংগঠন যে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী, তা কিন্তু দুই প্রার্থীর প্রচারে মহিলাদের উপস্থিতিতে অনেকটাই স্পষ্ট হয়ে উঠছে ৷ পশ্চিম বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী এই বিষয়ে বলেন, "মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে দিয়ে গ্রাম বাংলার মহিলাদের আর্থিক স্বাধীনতা জুগিয়েছেন ৷ যার দ্বারা বহু মহিলা আজ উপকৃত শুধু নন, এই প্রকল্প তাঁদের মর্যাদা দিয়েছে ৷ দিলীপ ঘোষরা যেভাবে মহিলাদের কে আক্রমণ করছেন, তাতে গ্রাম বাংলার মহিলারা বুঝে গিয়েছেন যে এরা ক্ষমতায় এলে এ রাজ্যের নারীরা কেউ সুরক্ষিত থাকবেন না ৷"

আবার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দুর্গাপুরের মেনগেটে বক্তব্য দেওয়ার সময় নারী শক্তিকে আগামী রামনবমীর দিন সামনে থাকার জন্য অনুরোধ জানিয়েছে ৷ ওই সভা থেকেই তিনি জানিয়েছেন, রামলালার মূর্তি রাম মন্দিরে রাখা হলেও, মন্দিরে বাইরে রাম-সীতার মূর্তিও রাখা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রথীনের খাসতালুকে কাকলির হারা ন'টি বুথে বাড়তি নজর তৃণমূলের
  2. জোট না হওয়ার দায় বামেদের! ডায়মন্ড হারবার-যাদবপুর-সহ 5 আসনে প্রার্থী আইএসএফের
  3. 'পিঠে খাওয়ার নামে শাহজাহান যা করত, তৃণমূল প্রার্থীও সেই দোষে দুষ্ট', মালদায় প্রসূনকে তোপ শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.