ETV Bharat / state

'শাহজাহান-শিবু গ্রেফতার না হলে অত‍্যাচার আরও বাড়বে', রাজ্যপালের সামনে ক্ষোভ প্রকাশ মহিলাদের - রাজ্যপাল সিভি আনন্দ বোস

Governor at Sandeshkhali: রাজ্যপাল পৌঁছতেই তাঁর সামনে ক্ষোভ উগড়ে দিলেন সন্দেশখালির গ্রামবাসীরা ৷ অভিযোগ শুনে গ্রামের ত্রস্ত মহিলাদের আশ্বস্তও করলেন রাজ‍্যের সাংবিধানিক প্রধান ।

Etv Bharat
রাজ্যপাল বোসকে কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন সন্দেশখালির মহিলারা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 9:32 PM IST

সন্দেশখালি, 12 ফেব্রুয়ারি: "আমাদের বাঁচান ! শাহজাহান-শিবু গ্রেফতার না হলে গ্রামের মহিলাদের উপর অত‍্যাচার আরও বাড়বে !" সোমবার রাজ‍্যপাল সিভি আনন্দ বোসকে কাছে পেয়ে এই কথাগুলোই বললেন সন্দেশখালির আতঙ্কিত মহিলারা । অভিযোগ শুনে গ্রামের মহিলাদের আশ্বস্তও করলেন রাজ‍্যের সাংবিধানিক প্রধান। রাজ‍্যপাল বলেন,"আপনাদের পাশে আছি । যা পদক্ষেপ নেওয়ার তা নেব । চিন্তা করবেন না ।"

সোমবার ধামাখালি ফেরিঘাট হয়ে লঞ্চে সন্দেশখালির ত্রিমোহনী বাজারে এসে উপস্থিত হন রাজ‍্যপাল সিভি আনন্দ বোস । সেখানে আগে থেকেই গ্রামের বেশ কিছু মহিলা জড়ো হয়েছিলেন ৷ তিনি পৌঁছতেই তাঁর দিকে ফুল ছিটিয়ে এবং উলুধ্বনি দিয়ে অভ্যর্থনা জানান গ্রামের মহিলারা ৷ এমনকী সিভি আনন্দ বোসের হাতে রাখি পড়িয়ে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধও করেছেন কেউ কেউ ।

এরপর বাজারের রাস্তাতেই বসে পড়েন গ্রামের মহিলারা ৷ শাহজাহান-শিবু-উত্তমের একের পর এক নির্যাতন ও জুলুমবাজির যন্ত্রণার কাহিনি তুলে ধরেন রাজ‍্যপালের কাছে। এখনও সন্দেশখালির 'ত্রাস' শাহজাহান এবং শিবু হাজরা গ্রেফতার না-হওয়ায় গ্রামের মহিলাদের যে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে, তাও উঠে এসেছে তাঁদের অভিযোগে ৷

শাহজাহান বাহিনীর হাড়হিম করা সেই সমস্ত যন্ত্রণার অভিজ্ঞতার কথা এদিন মনোযোগ সহকারে শুনেছেন রাজ‍্যের সাংবিধানিক প্রধান । নিয়েছেন অত‍্যাচারিত গ্রামের মহিলাদের কাছ থেকে অভিযোগপত্রও। এরপরই পাশে থেকে ভরসা জুগিয়েছেন সিভি আনন্দ বোস । বলেছেন,"অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে ।" এই নিয়ে রাজভবনের কর্তাদের উদ্যোগী হওয়ার পরামর্শও রাজ‍্যপাল দিয়েছেন বলে খবর সূত্রের ।

আরও পড়ুন :

  1. শাহজাহান শেখের জামিন মামলা, "ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি" কটাক্ষ ইডির
  2. মঙ্গলবার সন্দেশখালি যাচ্ছে তৃণমূল, প্রতিনিধি দলে পার্থ-নারায়ণ
  3. সন্দেশখালির পথে বাসন্তী হাইওয়ের কাছে বিজেপি বিধায়কদের বাস আটকাল পুলিশ

সন্দেশখালি, 12 ফেব্রুয়ারি: "আমাদের বাঁচান ! শাহজাহান-শিবু গ্রেফতার না হলে গ্রামের মহিলাদের উপর অত‍্যাচার আরও বাড়বে !" সোমবার রাজ‍্যপাল সিভি আনন্দ বোসকে কাছে পেয়ে এই কথাগুলোই বললেন সন্দেশখালির আতঙ্কিত মহিলারা । অভিযোগ শুনে গ্রামের মহিলাদের আশ্বস্তও করলেন রাজ‍্যের সাংবিধানিক প্রধান। রাজ‍্যপাল বলেন,"আপনাদের পাশে আছি । যা পদক্ষেপ নেওয়ার তা নেব । চিন্তা করবেন না ।"

সোমবার ধামাখালি ফেরিঘাট হয়ে লঞ্চে সন্দেশখালির ত্রিমোহনী বাজারে এসে উপস্থিত হন রাজ‍্যপাল সিভি আনন্দ বোস । সেখানে আগে থেকেই গ্রামের বেশ কিছু মহিলা জড়ো হয়েছিলেন ৷ তিনি পৌঁছতেই তাঁর দিকে ফুল ছিটিয়ে এবং উলুধ্বনি দিয়ে অভ্যর্থনা জানান গ্রামের মহিলারা ৷ এমনকী সিভি আনন্দ বোসের হাতে রাখি পড়িয়ে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধও করেছেন কেউ কেউ ।

এরপর বাজারের রাস্তাতেই বসে পড়েন গ্রামের মহিলারা ৷ শাহজাহান-শিবু-উত্তমের একের পর এক নির্যাতন ও জুলুমবাজির যন্ত্রণার কাহিনি তুলে ধরেন রাজ‍্যপালের কাছে। এখনও সন্দেশখালির 'ত্রাস' শাহজাহান এবং শিবু হাজরা গ্রেফতার না-হওয়ায় গ্রামের মহিলাদের যে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে, তাও উঠে এসেছে তাঁদের অভিযোগে ৷

শাহজাহান বাহিনীর হাড়হিম করা সেই সমস্ত যন্ত্রণার অভিজ্ঞতার কথা এদিন মনোযোগ সহকারে শুনেছেন রাজ‍্যের সাংবিধানিক প্রধান । নিয়েছেন অত‍্যাচারিত গ্রামের মহিলাদের কাছ থেকে অভিযোগপত্রও। এরপরই পাশে থেকে ভরসা জুগিয়েছেন সিভি আনন্দ বোস । বলেছেন,"অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে ।" এই নিয়ে রাজভবনের কর্তাদের উদ্যোগী হওয়ার পরামর্শও রাজ‍্যপাল দিয়েছেন বলে খবর সূত্রের ।

আরও পড়ুন :

  1. শাহজাহান শেখের জামিন মামলা, "ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি" কটাক্ষ ইডির
  2. মঙ্গলবার সন্দেশখালি যাচ্ছে তৃণমূল, প্রতিনিধি দলে পার্থ-নারায়ণ
  3. সন্দেশখালির পথে বাসন্তী হাইওয়ের কাছে বিজেপি বিধায়কদের বাস আটকাল পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.