ETV Bharat / state

ছেলের জন্মদিনে মায়ের রহস্যমৃত্যু, আটক মৃতার স্বামী - WOMAN UNNATURAL DEATH

মৃতের নাম রিংকি শিকদার ৷ তাঁর পরিবার জামাই রণবীর শিকদারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে ৷

WOMAN UNNATURAL DEATH
ছেলের জন্মদিনে মায়ের রহস্যমৃত্যু, আটক মৃতার স্বামী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

দুর্গাপুর, 14 ডিসেম্বর: ছেলের জন্মদিনে রহস্যজনকভাবে মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ ঘটনাস্থল শিল্পাঞ্চল দুর্গাপুর ৷ মৃতার নাম রিংকি শিকদার ৷ মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে জামাই বলে অভিযোগ মৃতার বাবার । লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আটক করেছে স্বামীকে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 17 আগে পূর্ব বর্ধমানের বুদবুদের রিংকি শিকদারের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্গাপুরের আড়া কালীগঞ্জের রণবীর শিকদারের । বিয়ের পর থেকেই তিনি স্ত্রীকে সন্দেহ করতেন বলে অভিযোগ ৷ এই নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি হতো ৷ রণবীর দুর্গাপুরের বিধাননগরের এক বেসরকারি নার্সিংহোমের মালিক ৷

অভিযোগ, শুক্রবার রণবীর ও তাঁর স্ত্রীর মধ্যে এই পারিবারিক অশান্তি চরমে পৌঁছয় ৷ তার পরও রিংকি-রণবীরের সন্তানের জন্মদিন পালন স্বাভাবিকভাবেই হয় কালীগঞ্জের বাড়িতে ৷ সেখানে রিংকির বাবাও সেখানে ছিলেন ৷ কিন্তু এই জন্মদিন পালনের পরেই ফের অশান্তি শুরু হয় । তারপরেই রিংকিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করে মৃত বলে ঘোষণা করে ।

রিঙ্কির পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে রণবীর শিকদার । নিউটাউনশিপ থানায় রণবীর শিকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ আটক করেছে রণবীরকে । মৃতা মহিলার বাবা আশিস দেবের অভিযোগ, "মাঝেমধ্যেই আমার মেয়েকে অত্যাচার করত জামাই । গতকাল হয়তো আমার মেয়েকে মেরে টাঙিয়ে দিয়েছে। মৃত্যুর সুবিচার চাইছি ।"

এর পরই রণবীরকে আটক করে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর আসল কারণ জানার চেষ্টা চলছে ৷

দুর্গাপুর, 14 ডিসেম্বর: ছেলের জন্মদিনে রহস্যজনকভাবে মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ ঘটনাস্থল শিল্পাঞ্চল দুর্গাপুর ৷ মৃতার নাম রিংকি শিকদার ৷ মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে জামাই বলে অভিযোগ মৃতার বাবার । লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আটক করেছে স্বামীকে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 17 আগে পূর্ব বর্ধমানের বুদবুদের রিংকি শিকদারের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্গাপুরের আড়া কালীগঞ্জের রণবীর শিকদারের । বিয়ের পর থেকেই তিনি স্ত্রীকে সন্দেহ করতেন বলে অভিযোগ ৷ এই নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি হতো ৷ রণবীর দুর্গাপুরের বিধাননগরের এক বেসরকারি নার্সিংহোমের মালিক ৷

অভিযোগ, শুক্রবার রণবীর ও তাঁর স্ত্রীর মধ্যে এই পারিবারিক অশান্তি চরমে পৌঁছয় ৷ তার পরও রিংকি-রণবীরের সন্তানের জন্মদিন পালন স্বাভাবিকভাবেই হয় কালীগঞ্জের বাড়িতে ৷ সেখানে রিংকির বাবাও সেখানে ছিলেন ৷ কিন্তু এই জন্মদিন পালনের পরেই ফের অশান্তি শুরু হয় । তারপরেই রিংকিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করে মৃত বলে ঘোষণা করে ।

রিঙ্কির পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে রণবীর শিকদার । নিউটাউনশিপ থানায় রণবীর শিকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ আটক করেছে রণবীরকে । মৃতা মহিলার বাবা আশিস দেবের অভিযোগ, "মাঝেমধ্যেই আমার মেয়েকে অত্যাচার করত জামাই । গতকাল হয়তো আমার মেয়েকে মেরে টাঙিয়ে দিয়েছে। মৃত্যুর সুবিচার চাইছি ।"

এর পরই রণবীরকে আটক করে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর আসল কারণ জানার চেষ্টা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.