ETV Bharat / state

সমুদ্রে স্নানের সময় স্পিড বোটের আঘাতে গুরুতর আহত পর্যটক - Digha Accident - DIGHA ACCIDENT

Digha Accident: সমুদ্রে স্নানের সময় স্পিড বোটের আঘাতে গুরুতর আহত হলেন পর্যটক ৷ গত রবিবার পরিবার নিয়ে দিঘায় বেড়াতে যান ইয়াসমিন খাতুন (32) নামে এক মহিলা ৷ সোমবার নিউ দিঘায় স্নান করার সময় তাঁর উপর দিয়ে স্পিডবোট চলে যায় বলে অভিযোগ ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 6:35 PM IST

দিঘা, 15 এপ্রিল: বেড়াতে গিয়ে স্পিডবোটের আঘাতে গুরুতর আহত হলেন এক মহিলা পর্যটক । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নিউ দিঘায় ৷

আহতের পরিবার সূত্রে খবর, গত রবিবার পরিবার নিয়ে দিঘায় বেড়াতে যান ইয়াসমিন খাতুন (32) নামে ওই মহিলা ৷ বাড়ি খাস খামার বাউরিয়া তাজমহল লাইব্রেরি হাওড়া জেলায় । সোমবার নিউ দিঘায় স্নান করার সময় তাঁর উপর দিয়ে স্পিডবোট চলে যায় বলে অভিযোগ । নুলিয়ারা দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ৷ এরপর তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । এই মুহূর্তে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি । এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসেতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সৈকত নগরীতে ।

গ্রীষ্মের ছুটি কাটাতে দিঘায় গিয়েছেন বহু পর্যটক ৷ ঘুরতে গিয়ে ওয়াটার রাইডিংও করেন তাঁরা । বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে মন দেন অনেকে । এই গ্রীষ্মে ওয়াটার রাইড বাঙালি পর্যকদের কাছে এক অভিনব অ্যাডভেঞ্চার । স্পিড বোট, প্যারাসুট, প্যাডেল বোর্টিং-সহ আরও বেশ কিছু রাইড রয়েছে । এর মধ্যে স্পিডবোট বেশ জনপ্রিয় । আর সেই স্পিডবোটের আঘাতেই হল বিপত্তি ।

দিঘার সৈকতে স্পিডবোট পরিষেবাদানকারী এক ব্যবসায়ী বলেন, "আমাদের কাছে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যটকদের সুরক্ষা । আমরা লাইফ জ্যাকেট ব্যবহার করে থাকি । এছাড়াও সুরক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা রয়েছে ।" তবে অপ্রত্যাশিতভাবে আজকের এই ঘটনা ঘটে বলে জানান ওই ব্যবসায়ী ৷

প্রতিদিন শয়ে শয়ে পর্যটক এই ধরনের ওয়াটার রাইডে আনন্দ উপভোগ করেন । প্রতিটি পর্যটন কেন্দ্রেই ওয়াটার রাইড থাকলে প্রশাসনের তরফে বিশেষ নজরদারি চালানো হয় । যাবতীয় নিয়ম মানা হচ্ছে কি না বা পর্যটকদের সুরক্ষায় কোনও খামতি থাকছে কি না, সেই দিকে দেওয়া হয় বিশেষ নজর । সুতরাং আজকের এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ।

আরও পড়ুন:

দিঘা, 15 এপ্রিল: বেড়াতে গিয়ে স্পিডবোটের আঘাতে গুরুতর আহত হলেন এক মহিলা পর্যটক । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নিউ দিঘায় ৷

আহতের পরিবার সূত্রে খবর, গত রবিবার পরিবার নিয়ে দিঘায় বেড়াতে যান ইয়াসমিন খাতুন (32) নামে ওই মহিলা ৷ বাড়ি খাস খামার বাউরিয়া তাজমহল লাইব্রেরি হাওড়া জেলায় । সোমবার নিউ দিঘায় স্নান করার সময় তাঁর উপর দিয়ে স্পিডবোট চলে যায় বলে অভিযোগ । নুলিয়ারা দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ৷ এরপর তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । এই মুহূর্তে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি । এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসেতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সৈকত নগরীতে ।

গ্রীষ্মের ছুটি কাটাতে দিঘায় গিয়েছেন বহু পর্যটক ৷ ঘুরতে গিয়ে ওয়াটার রাইডিংও করেন তাঁরা । বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে মন দেন অনেকে । এই গ্রীষ্মে ওয়াটার রাইড বাঙালি পর্যকদের কাছে এক অভিনব অ্যাডভেঞ্চার । স্পিড বোট, প্যারাসুট, প্যাডেল বোর্টিং-সহ আরও বেশ কিছু রাইড রয়েছে । এর মধ্যে স্পিডবোট বেশ জনপ্রিয় । আর সেই স্পিডবোটের আঘাতেই হল বিপত্তি ।

দিঘার সৈকতে স্পিডবোট পরিষেবাদানকারী এক ব্যবসায়ী বলেন, "আমাদের কাছে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যটকদের সুরক্ষা । আমরা লাইফ জ্যাকেট ব্যবহার করে থাকি । এছাড়াও সুরক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা রয়েছে ।" তবে অপ্রত্যাশিতভাবে আজকের এই ঘটনা ঘটে বলে জানান ওই ব্যবসায়ী ৷

প্রতিদিন শয়ে শয়ে পর্যটক এই ধরনের ওয়াটার রাইডে আনন্দ উপভোগ করেন । প্রতিটি পর্যটন কেন্দ্রেই ওয়াটার রাইড থাকলে প্রশাসনের তরফে বিশেষ নজরদারি চালানো হয় । যাবতীয় নিয়ম মানা হচ্ছে কি না বা পর্যটকদের সুরক্ষায় কোনও খামতি থাকছে কি না, সেই দিকে দেওয়া হয় বিশেষ নজর । সুতরাং আজকের এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.