ETV Bharat / state

18 লাখ টাকার প্রতারণা ! হাওড়া স্টেশনে মহিলাকে কুপিয়ে খুন করল মুম্বইয়ের প্রেমিক - woman stabbed to death - WOMAN STABBED TO DEATH

Woman Stabbed to Death At Howrah Station: ত্রিকোণ প্রেমের জেরে হাওড়া স্টেশনে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মুম্বই থেকে আসা প্রেমিককে ৷ অভিযোগ উঠেছে, মহিলা বিয়ে করবে বলে প্রায় কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন অভিযুক্ত প্রেমিকের থেকে ৷

ETV BHARAT
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 5:07 PM IST

Updated : May 15, 2024, 5:47 PM IST

হাওড়া স্টেশনে মহিলাকে খুনের অভিযোগে ধৃত প্রেমিক ৷ (ইটিভি ভারত)

হাওড়া, 15 মে: দিনে-দুপুরে হাওড়া স্টেশনে এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ ৷ আজ দুপুরে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মের পাশে পার্সেল বিভাগের সামনে ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, দুই সন্তানের মা ওই মহিলাকে খুন করেছে তার মুম্বইয়ের প্রেমিক ৷ অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলা তার প্রেমিকের থেকে বেশ কয়েক দফায় প্রায় 18 লক্ষ টাকা নিয়েছিল ৷ ঘটনাস্থলেই অভিযুক্ত প্রেমিক বালেশ্বর যাদবকে ধরে ফেলে আরপিএফ ৷ পরে গোলাবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে অভিযুক্তকে ৷

জানা গিয়েছে, বনগাঁর ঠাকুরনগরের বাসিন্দা ওই মহিলার নাম রিভু বিশ্বাস এবং তাঁর স্বামী পিন্টু বিশ্বাস ৷ আজ তাঁরা দুই ছেলে-মেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে এসেছিলেন মুম্বই যাওয়ার জন্য ৷ সঙ্গে মহিলার প্রেমিক বালেশ্বর যাদবও ছিল ৷ মুম্বইয়ে বালেশ্বরের রেস্তোরাঁয় কাজ করতেন রিভু এবং পিন্টু ৷ তিনজনে মিলে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মের পাশে পার্সেল বিভাগের সামনে চা খাচ্ছিলেন ৷ সেই সময় বালেশ্বর পিন্টুকে মাথা ব্যাথার ওষুধ কেনার জন্য পাঠিয়ে দেয় ৷ অভিযোগ এরপর ব্যাগ থেকে একটি ধারাল অস্ত্র বের করে রিভুর পেটে ঢুকিয়ে দেয় ৷ তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে অভিযুক্ত বালেশ্বর ৷

মহিলার চিৎকার শুনে দ্রুত সেখানে পৌঁছান অন্যান্য যাত্রী এবং আরপিএফ ৷ আরপিএফকে সামনে দেখে বালেশ্বর ছুরি উঁচিয়ে সকলকে ভয় দেখাতে থাকে ৷ তখনই এক প্রত্যক্ষদর্শী লাঠি দিয়ে বালেশ্বরের হাতে আঘাত করে ছুরি ফেলে দেন ৷ তখনই আরপিএফ তাঁকে ধরে ফেলে ৷ অভিযুক্ত বালেশ্বরকে আরপিএফ গোলাবাড়ি থানার হাতে তুলে দিয়েছে ৷ অন্যদিকে, রিভু বিশ্বাসকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিভু ৷

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, রিভু এবং তাঁর স্বামী পিন্টু মুম্বইয়ে বালেশ্বর যাদবের রেস্তোরাঁয় কাজ করতেন ৷ সেখানেই রিভু রেস্তোরাঁর মালিক বালেশ্বরের সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়ান ৷ জিজ্ঞাসাবাদে পুলিশকে বালেশ্বর জানিয়েছে, রিভু ধাপে ধাপে তাঁর থেকে প্রায় 18 লক্ষ টাকা নিয়েছেন ৷ এমনকি তাঁকে বিয়ে করবেন বলেও জানিয়েছিলেন ৷ কিন্তু, সম্প্রতি রিভু বালেশ্বরকে এড়িয়ে চলছিলেন ৷ তাই কলকাতা এসে রিভুকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বালেশ্বর ৷ কিন্তু, স্বামী ও দুই সন্তানকে ছেড়ে তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন রিভু ৷ তার জেরেই রিভুকে খুন করেছে বলে পুলিশকে জানিয়েছে মুম্বইয়ের এই ব্যবসায়ী ৷

একটি বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, রিভু বিশ্বাস এবং তাঁর স্বামী ভারতের নাগরিক নন ৷ তাঁরা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন ৷ যদিও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে ৷ অন্যদিকে, রিভু বিশ্বাসকে হাসপাতালে ভরতি করার পর থেকে তাঁর স্বামী পিন্টুও পলাতক ৷ তাঁর সঙ্গে কোনও রকম যোগাযোগ করা যাচ্ছে না ৷ রিভু এবং পিন্টুর দুই ছেলে-মেয়ে এই মুহূর্তে পুলিশের কাছে রয়েছে ৷ তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় কোনও রকমভাবে পিন্টুও জড়িত থাকতে পারেন ৷ পুলিশ পিন্টুর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. শান্তিনিকেতনে সরকারি রাঙাবিতান আবাসনের কাছে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার
  2. ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী, অভিযোগের তির সিপিএমের বিরুদ্ধে
  3. প্রেমিকাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করল প্রেমিক, ফিরে এল সুতপা-হত্যার স্মৃতি

হাওড়া স্টেশনে মহিলাকে খুনের অভিযোগে ধৃত প্রেমিক ৷ (ইটিভি ভারত)

হাওড়া, 15 মে: দিনে-দুপুরে হাওড়া স্টেশনে এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ ৷ আজ দুপুরে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মের পাশে পার্সেল বিভাগের সামনে ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, দুই সন্তানের মা ওই মহিলাকে খুন করেছে তার মুম্বইয়ের প্রেমিক ৷ অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলা তার প্রেমিকের থেকে বেশ কয়েক দফায় প্রায় 18 লক্ষ টাকা নিয়েছিল ৷ ঘটনাস্থলেই অভিযুক্ত প্রেমিক বালেশ্বর যাদবকে ধরে ফেলে আরপিএফ ৷ পরে গোলাবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে অভিযুক্তকে ৷

জানা গিয়েছে, বনগাঁর ঠাকুরনগরের বাসিন্দা ওই মহিলার নাম রিভু বিশ্বাস এবং তাঁর স্বামী পিন্টু বিশ্বাস ৷ আজ তাঁরা দুই ছেলে-মেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে এসেছিলেন মুম্বই যাওয়ার জন্য ৷ সঙ্গে মহিলার প্রেমিক বালেশ্বর যাদবও ছিল ৷ মুম্বইয়ে বালেশ্বরের রেস্তোরাঁয় কাজ করতেন রিভু এবং পিন্টু ৷ তিনজনে মিলে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মের পাশে পার্সেল বিভাগের সামনে চা খাচ্ছিলেন ৷ সেই সময় বালেশ্বর পিন্টুকে মাথা ব্যাথার ওষুধ কেনার জন্য পাঠিয়ে দেয় ৷ অভিযোগ এরপর ব্যাগ থেকে একটি ধারাল অস্ত্র বের করে রিভুর পেটে ঢুকিয়ে দেয় ৷ তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে অভিযুক্ত বালেশ্বর ৷

মহিলার চিৎকার শুনে দ্রুত সেখানে পৌঁছান অন্যান্য যাত্রী এবং আরপিএফ ৷ আরপিএফকে সামনে দেখে বালেশ্বর ছুরি উঁচিয়ে সকলকে ভয় দেখাতে থাকে ৷ তখনই এক প্রত্যক্ষদর্শী লাঠি দিয়ে বালেশ্বরের হাতে আঘাত করে ছুরি ফেলে দেন ৷ তখনই আরপিএফ তাঁকে ধরে ফেলে ৷ অভিযুক্ত বালেশ্বরকে আরপিএফ গোলাবাড়ি থানার হাতে তুলে দিয়েছে ৷ অন্যদিকে, রিভু বিশ্বাসকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিভু ৷

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, রিভু এবং তাঁর স্বামী পিন্টু মুম্বইয়ে বালেশ্বর যাদবের রেস্তোরাঁয় কাজ করতেন ৷ সেখানেই রিভু রেস্তোরাঁর মালিক বালেশ্বরের সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়ান ৷ জিজ্ঞাসাবাদে পুলিশকে বালেশ্বর জানিয়েছে, রিভু ধাপে ধাপে তাঁর থেকে প্রায় 18 লক্ষ টাকা নিয়েছেন ৷ এমনকি তাঁকে বিয়ে করবেন বলেও জানিয়েছিলেন ৷ কিন্তু, সম্প্রতি রিভু বালেশ্বরকে এড়িয়ে চলছিলেন ৷ তাই কলকাতা এসে রিভুকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বালেশ্বর ৷ কিন্তু, স্বামী ও দুই সন্তানকে ছেড়ে তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন রিভু ৷ তার জেরেই রিভুকে খুন করেছে বলে পুলিশকে জানিয়েছে মুম্বইয়ের এই ব্যবসায়ী ৷

একটি বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, রিভু বিশ্বাস এবং তাঁর স্বামী ভারতের নাগরিক নন ৷ তাঁরা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন ৷ যদিও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে ৷ অন্যদিকে, রিভু বিশ্বাসকে হাসপাতালে ভরতি করার পর থেকে তাঁর স্বামী পিন্টুও পলাতক ৷ তাঁর সঙ্গে কোনও রকম যোগাযোগ করা যাচ্ছে না ৷ রিভু এবং পিন্টুর দুই ছেলে-মেয়ে এই মুহূর্তে পুলিশের কাছে রয়েছে ৷ তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় কোনও রকমভাবে পিন্টুও জড়িত থাকতে পারেন ৷ পুলিশ পিন্টুর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. শান্তিনিকেতনে সরকারি রাঙাবিতান আবাসনের কাছে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার
  2. ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী, অভিযোগের তির সিপিএমের বিরুদ্ধে
  3. প্রেমিকাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করল প্রেমিক, ফিরে এল সুতপা-হত্যার স্মৃতি
Last Updated : May 15, 2024, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.