ETV Bharat / state

ধর্ষণ, যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নৃশংস অত্যাচার ! অভিযোগ দায়ের বোলপুর থানায় - Rape At Gunpoint - RAPE AT GUNPOINT

Raped At Gunpoint in Bolpur: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য-সহ গোটা দেশ ৷ এর মধ্যেই মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল বোলপুরে।

Raped At Gunpoint in Bolpur
মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল বোলপুরে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 4:38 PM IST

বোলপুর, 21 অগস্ট: আরজি কর কাণ্ডের মাঝেই মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল বোলপুরে। পরে যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নৃশংস অত্যাচার করা হয় বলে অভিযোগ ৷ এই মর্মে হাসপাতাল থেকে সটান বোলপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা ৷ অভিযুক্ত ফিরোজ খাঁ বোলপুর থানার বাহিরী-পাঁশচোয়া গ্রাম পঞ্চায়েত করিমপুরের বাসিন্দা ৷ ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷

ধর্ষণ, যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নৃশংস অত্যাচার (ইটিভি ভারত)

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য-সহ গোটা দেশ ৷ দিকে দিকে চলছে বিক্ষোভ, অবরোধ, প্রতিবাদ । সুপ্রিমকোর্ট এই ঘটনায় ইতিমধ্যেই একগুচ্ছ পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছে ।

এই ঘটনার মাঝেই বোলপুরে নৃসংশ ভাবে ধর্ষণের অভিযোগ । মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে গৃহবধূকে গোয়ালঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়৷ এমনকি, যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নির্যাতন করা হয় ৷ ঘটনাটি ঘটেছে 17 অগস্ট। ঘটনার পর থেকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন নির্যাতিতা ৷ হাসপাতাল থেকে সটান বোলপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন নির্যাতিতা ৷ অভিযুক্তের নাম ফিরোজ খাঁ । বাড়ি বোলপুরের বাহিরী-পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের করিমপুর গ্রামে । এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত অভিযুক্ত ফিরোজ ৷

নির্যাতিতার অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই ফিরোজ খাঁ সম্পর্ক রাখার জন্য হুমকি দিত৷ শনিবার দুপুরে রাস্তায় একা পেয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে গোয়ালঘরে তুলে নিয়ে যায়। সঙ্গে তার 4 বছরের পুত্র সন্তান ছিল৷ তাকে বস্তায় ভরে দেয় ফিরোজ৷ পরে ধর্ষণ করে৷ এমনকি, যৌনাঙ্গে বন্দুক ঢুকিয়ে নির্মমভাবে অত্যাচার করে। ঘটনার পর মান বাঁচাতে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা ।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের মাঝে আরও এক নৃসংশ ধর্ষণের ঘটনায় ঘুম ছুটেছে পুলিশের৷ ইতিমধ্যেই নির্যাতিতা ও তাঁর স্বামীর বয়ান রেকর্ড করা শুরু করেছে পুলিশ। পাশাপাশি, অভিযুক্তের খোঁকে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ নির্যাতিতার স্বামী বলেন, "ওই ফিরোজ এলাকায় বন্দুক নিয়ে ঘোরে ৷ আমাকে ভয় দেখায়। আমার স্ত্রীকে ধর্ষণ করেছে বন্দুক দেখিয়ে ৷ এত দিন আমার স্ত্রী হাসপাতালে ভর্তি ছিল ৷ আজ অভিযোগ করলাম থানায় ।"

বোলপুর, 21 অগস্ট: আরজি কর কাণ্ডের মাঝেই মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল বোলপুরে। পরে যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নৃশংস অত্যাচার করা হয় বলে অভিযোগ ৷ এই মর্মে হাসপাতাল থেকে সটান বোলপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা ৷ অভিযুক্ত ফিরোজ খাঁ বোলপুর থানার বাহিরী-পাঁশচোয়া গ্রাম পঞ্চায়েত করিমপুরের বাসিন্দা ৷ ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷

ধর্ষণ, যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নৃশংস অত্যাচার (ইটিভি ভারত)

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য-সহ গোটা দেশ ৷ দিকে দিকে চলছে বিক্ষোভ, অবরোধ, প্রতিবাদ । সুপ্রিমকোর্ট এই ঘটনায় ইতিমধ্যেই একগুচ্ছ পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছে ।

এই ঘটনার মাঝেই বোলপুরে নৃসংশ ভাবে ধর্ষণের অভিযোগ । মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে গৃহবধূকে গোয়ালঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়৷ এমনকি, যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নির্যাতন করা হয় ৷ ঘটনাটি ঘটেছে 17 অগস্ট। ঘটনার পর থেকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন নির্যাতিতা ৷ হাসপাতাল থেকে সটান বোলপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন নির্যাতিতা ৷ অভিযুক্তের নাম ফিরোজ খাঁ । বাড়ি বোলপুরের বাহিরী-পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের করিমপুর গ্রামে । এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত অভিযুক্ত ফিরোজ ৷

নির্যাতিতার অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই ফিরোজ খাঁ সম্পর্ক রাখার জন্য হুমকি দিত৷ শনিবার দুপুরে রাস্তায় একা পেয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে গোয়ালঘরে তুলে নিয়ে যায়। সঙ্গে তার 4 বছরের পুত্র সন্তান ছিল৷ তাকে বস্তায় ভরে দেয় ফিরোজ৷ পরে ধর্ষণ করে৷ এমনকি, যৌনাঙ্গে বন্দুক ঢুকিয়ে নির্মমভাবে অত্যাচার করে। ঘটনার পর মান বাঁচাতে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা ।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের মাঝে আরও এক নৃসংশ ধর্ষণের ঘটনায় ঘুম ছুটেছে পুলিশের৷ ইতিমধ্যেই নির্যাতিতা ও তাঁর স্বামীর বয়ান রেকর্ড করা শুরু করেছে পুলিশ। পাশাপাশি, অভিযুক্তের খোঁকে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ নির্যাতিতার স্বামী বলেন, "ওই ফিরোজ এলাকায় বন্দুক নিয়ে ঘোরে ৷ আমাকে ভয় দেখায়। আমার স্ত্রীকে ধর্ষণ করেছে বন্দুক দেখিয়ে ৷ এত দিন আমার স্ত্রী হাসপাতালে ভর্তি ছিল ৷ আজ অভিযোগ করলাম থানায় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.