কলকাতা, 29 জুন: পঞ্চমদিনেও পুলিশি অভিযান ঘিরে উত্তেজনা নিউমার্কেটে ৷ কান্নায় ভেঙে পড়লেন মহিলা হকার ফারজনা ৷ সোমবার মুখ্যমন্ত্রীর ধমকের পর থেকে এখনও বেআইনি হকার উচ্ছেদ অভিযান চলছে নিউমার্কেটে। শনিবার সকালের দিকে নিউমার্কেট থানার আধিকারিকরা এলাকায় এসে হকারদের দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন । নির্দেশ মেনে অনেকেই সরিয়ে নেন দোকান। তবে বেঁকে বসেন ওই মহিলা হকার । তিনি 'হকার সার্টিফিকেট' দেখিয়ে চিৎকার করতে শুরু করেন। পুলিশের নির্দেশ অমান্য করে একই জায়গায় বসে থাকেন ৷ এরপরই দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা ৷
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মহিলা পুলিশকে জানান, মেয়র ফিরহাদ হাকিম তাঁকে এখানে বসিয়েছেন। তিনি খিদিরপুরের বাসিন্দা। খানিকক্ষণ পরে তাঁর ডালা সরিয়ে নিয়ে যান পুলিশ কর্মীরা । পুলিশ কর্তারা বলেন, "মেয়র সাহেবের সঙ্গে কথা বলুন । আমাদের কাছে নির্দেশ না আসা পর্যন্ত কোনও হকারকেই এখানে বসতে দেওয়া যাবে না ।" হকার ইউনিয়নের স্থানীয় এক নেতা বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, বেআইনি কাঠামো থাকলে কোনও হকারকে বসতে দেওয়া হবে না। আমরা সেটা করিনি । আলোচনা করেই বসেছি এই রাস্তায় ৷ তারপরও কেন আমাদের সরানো হচ্ছে সেটা বুঝতে পারছি না ।"
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এখন কলকাতা, সল্টলেক, রাজারহাট, নিউটাউন-সহ একাধিক জায়গায় বিরাট বাহিনী এবং সঙ্গে বুলডোজার নিয়ে বেআইনি হকারদের উচ্ছেদ করছে পুলিশ ও পুরসভার আধিকারিকরা ৷ কোথাও ভাঙা হচ্ছে ছাউনি, কোথাও আস্ত দোকান তুলে নিয়ে যাওয়া হচ্ছে ৷ কোথাও সামনের বর্ধিত অংশও খুলে দেওয়া হয়েছে ৷ একই ঘটনা ঘটল ধর্মতলাতেও ।