ETV Bharat / state

7 বছরের শিশুকন্যাকে স্বামী বলে দাবি মহিলার ! রহস্যটা কী ? - CHILD KIDNAPPING CASE

প্রতিবেশীরা বাধা দিলে পালটা হামলা করার অভিযোগ উঠেছে ৷ পরে পুলিশ মহিলাকে আটক করে নিয়ে যায় ৷ মানসিক ভারসাম্যহীন, নাকি অপহরণকারী, খতিয়ে দেখছে পুলিশ ৷

CHILD KIDNAPPING CASE
আরামবাগে 7 বছরের শিশুকন্যাকে স্বামী বলে দাবি এক মহিলার ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2024, 8:05 PM IST

আরামবাগ, 18 অক্টোবর: সাত বছরের শিশুকন্যাকে নিজের স্বামী বলে দাবি করলেন এক মহিলা ৷ এমনই অবাক করা ঘটনা হুগলির আরামবাগ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে ৷ অভিযোগ, আজ সকালে বাড়ির ভিতরে ঢুকে বাচ্চাটিকে নিজের স্বামী হিসেবে দাবি করেন মহিলা ৷ এমনকি ফাঁকা বাড়ি থেকে শিশুটিকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করেন তিনি ৷

পুলিশ সূত্রে খবর, বছর সাতের শিশুকন্যাটি আরামবাগ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে মামার বাড়িতে ঘুরতে এসেছে ৷ আজ সকালে বাড়ির লোকজন সবাই বাইরে ছিলেন ৷ সেই সময় বাড়ির উঠোনে খেলছিল সে ৷ হঠাৎই, ওই মহিলা বাড়ির ভিতরে ঢুকে পড়েন ৷ আর বাচ্চাটিকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ তখন ভয় পেয়ে শিশুটি চিৎকার শুরু করে ৷ মহিলা বাচ্চাটিকে নিজের স্বামী বলে দাবি করছিলেন ৷ অভিযোগ, কান্না থামাতে ব্যাগ থেকে জলের বোতল বের করে বাচ্চাটিকে খাওয়ানোরও চেষ্টা করেন তিনি ৷

আরামবাগে 7 বছরের শিশুকন্যাকে স্বামী বলে দাবি এক মহিলার ৷ (ইটিভি ভারত)

তবে, বাচ্চাটি মহিলার হাতে কামড়ে দেয় ৷ সেখান থেকে পালিয়ে ঘরে ঢুকে, দরজা বন্ধ করে দেয় সে ৷ ততক্ষণে প্রতিবেশীরা শিশুটির কান্নার শব্দ শুনে বাড়ির দরজার সামনে ভিড় করেন ৷ প্রতিবেশীদের জটলা দেখে মহিলা তাঁদের মারতে যান বলে অভিযোগ ৷ এমনকি তিনি দাবি করতে থাকেন, তিনি তাঁর স্বামী অর্থাৎ, বাচ্চাটিকে নিতে এসেছেন ৷ বেশ কয়েকজন প্রতিবেশীর বাড়ির দরজায় ধাক্কাও মারেন তিনি ৷

ততক্ষণে শিশুটির মা এবং পরিবারের বাকিরা বাড়ি ফিরে আসেন ৷ তাঁরাও মহিলাকে সেখান থেকে চলে যেতে বলেন ৷ কিন্তু, কোনও কথা শুনতে চাননি তিনি ৷ এমনকি নাম জিজ্ঞেস করলে, তাও বলেননি ৷ এরপরেই পুলিশকে খবর দেওয়া হয় ৷ মহিলাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে ওই মহিলা নিজের নাম মিতা দাস বলে জানিয়েছেন ৷ শিশুটির পরিবারের অভিযোগ, ওই মহিলা তাঁদের মেয়েকে অপহরণ করতে এসেছিল ৷ ধরা পড়ে যাওয়ায় মানসিক ভারসাম্যহীন হওয়ার অভিনয় করছিলেন ৷ পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে ৷

আরামবাগ, 18 অক্টোবর: সাত বছরের শিশুকন্যাকে নিজের স্বামী বলে দাবি করলেন এক মহিলা ৷ এমনই অবাক করা ঘটনা হুগলির আরামবাগ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে ৷ অভিযোগ, আজ সকালে বাড়ির ভিতরে ঢুকে বাচ্চাটিকে নিজের স্বামী হিসেবে দাবি করেন মহিলা ৷ এমনকি ফাঁকা বাড়ি থেকে শিশুটিকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করেন তিনি ৷

পুলিশ সূত্রে খবর, বছর সাতের শিশুকন্যাটি আরামবাগ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে মামার বাড়িতে ঘুরতে এসেছে ৷ আজ সকালে বাড়ির লোকজন সবাই বাইরে ছিলেন ৷ সেই সময় বাড়ির উঠোনে খেলছিল সে ৷ হঠাৎই, ওই মহিলা বাড়ির ভিতরে ঢুকে পড়েন ৷ আর বাচ্চাটিকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ তখন ভয় পেয়ে শিশুটি চিৎকার শুরু করে ৷ মহিলা বাচ্চাটিকে নিজের স্বামী বলে দাবি করছিলেন ৷ অভিযোগ, কান্না থামাতে ব্যাগ থেকে জলের বোতল বের করে বাচ্চাটিকে খাওয়ানোরও চেষ্টা করেন তিনি ৷

আরামবাগে 7 বছরের শিশুকন্যাকে স্বামী বলে দাবি এক মহিলার ৷ (ইটিভি ভারত)

তবে, বাচ্চাটি মহিলার হাতে কামড়ে দেয় ৷ সেখান থেকে পালিয়ে ঘরে ঢুকে, দরজা বন্ধ করে দেয় সে ৷ ততক্ষণে প্রতিবেশীরা শিশুটির কান্নার শব্দ শুনে বাড়ির দরজার সামনে ভিড় করেন ৷ প্রতিবেশীদের জটলা দেখে মহিলা তাঁদের মারতে যান বলে অভিযোগ ৷ এমনকি তিনি দাবি করতে থাকেন, তিনি তাঁর স্বামী অর্থাৎ, বাচ্চাটিকে নিতে এসেছেন ৷ বেশ কয়েকজন প্রতিবেশীর বাড়ির দরজায় ধাক্কাও মারেন তিনি ৷

ততক্ষণে শিশুটির মা এবং পরিবারের বাকিরা বাড়ি ফিরে আসেন ৷ তাঁরাও মহিলাকে সেখান থেকে চলে যেতে বলেন ৷ কিন্তু, কোনও কথা শুনতে চাননি তিনি ৷ এমনকি নাম জিজ্ঞেস করলে, তাও বলেননি ৷ এরপরেই পুলিশকে খবর দেওয়া হয় ৷ মহিলাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে ওই মহিলা নিজের নাম মিতা দাস বলে জানিয়েছেন ৷ শিশুটির পরিবারের অভিযোগ, ওই মহিলা তাঁদের মেয়েকে অপহরণ করতে এসেছিল ৷ ধরা পড়ে যাওয়ায় মানসিক ভারসাম্যহীন হওয়ার অভিনয় করছিলেন ৷ পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.