ETV Bharat / state

হরিদেবপুরে কুয়ো থেকে উদ্ধার প্রৌঢ়ার দেহ, গ্রেফতার স্বামী-ছেলে-বৌমা

Woman Body Recovered from Well in Haridevpur: পাতকুয়ো থেকে উদ্ধার হল 52 বছর বয়সি এক প্রৌঢ়ার দেহ ৷ হরিদেবপুরের ঘটনায় স্বামী, ছেলে এবং বৌমার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে ৷ বৃহস্পতিবার রাতে উমা দাস নামে ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার হয় ৷ সম্পত্তি জন্য খুন বলে অভিযোগ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 10:51 AM IST

Updated : Mar 1, 2024, 12:36 PM IST

হরিদেবপুরে কুয়ো থেকে উদ্ধার প্রৌঢ়ার দেহ

কলকাতা, 1 মার্চ: হরিদেবপুরের কৈলাস ঘোষ রোডে এক প্রৌঢ়ার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ বৃহস্পতিবার রাত 9টা নাগাদ উমা দাস (52) নামে ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার হয় বাড়ির কুয়ো থেকে ৷ স্থানীয় এবং পরিবারের একাংশের অভিযোগ সম্পত্তির জন্য উমা দাসকে খুন করা হয়েছে ৷ ঘটনায় মহিলার স্বামী, ছেলে এবং বৌমাকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ ৷ গতকাল রাতে পুলিশ দেহ উদ্ধার করতে গেলে, বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

পুলিশ সূত্রে খবর, উমা দাসের নামে থাকা সম্পত্তি লিখিয়ে নেওয়ার জন্য বহুদিন ধরে তাঁর উপর চাপ তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ ৷ এমনকি তাঁর উপর অত্যাচারও করতেন মৃতের স্বামী নরেশ দাস, ছেলে অমিত দাস এবং বৌমা মধুমিতা দাস ৷ অভিযোগ সম্প্রতি সেই অত্যাচারের মাত্রা চরমে ওঠে ৷ স্থানীয়রা অভিযোগ করেছেন, গতকাল রাত 9টা নাগাদ বাড়ির পিছনে থাকা কুয়োতে উমা দাসের দেহ ভেসে ওঠে ৷ পরিবারের কোনও এক সদস্য প্রথম দেহটি দেখতে পান ৷ এরপরেই পুলিশে খবর দেওয়া হয় ৷

অভিযোগ উমা দেবীর স্বামী, ছেলে এবং বৌমা মিলে তাঁকে খুন করে কুয়োতে ফেলে দিয়েছেন ৷ খবর ছড়িয়ে পড়তেই উমা দাসের বাড়ির সামনে স্থানীয়রা ভিড় করেন ৷ বাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ ৷ ততক্ষণে হরিদেবপুর থানার পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ কিন্তু, স্থানীয়রা দাবি করেন, আগে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করতে হবে, তারপরে দেহ নিয়ে যেতে দেবে তারা ৷ দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বচসা চলে ৷ ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিল ও বরো কমিটির চেয়ারম্যান সুদীপ পোল্লে ৷ তাঁকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ ৷

পরিস্থিতি সামাল দিতে পুলিশ উমা দাসের স্বামী নরেশ দাস, ছেলে অমিত দাস এবং বৌমা মধুমিতা দাসকে আটক করে নিয়ে যায় ৷ এরপর রাত বারোটা নাগাদ দমকলের সাহায্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ৷ আজ সকালে তিন জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনায় উমা দেবীর দেওরের মেয়ে অভিযোগ করেছেন, তিনি ওই বাড়িতে থাকতেন ৷ তিনি অভিযোগ করেন, সেই সময়ও অভিযুক্ত তিন জন উমা দাসের উপর অত্যাচার করা হত সম্পত্তির জন্য ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার নিউটাউনে, তদন্তে পুলিশ
  2. মালদায় আদিবাসী নাবালিকার দেহ উদ্ধার, ধর্ষণের পর খুনের অভিযোগ
  3. মেদিনীপুরের মেস থেকে উদ্ধার ছাত্রীর দেহ ! তদন্তে পুলিশ

হরিদেবপুরে কুয়ো থেকে উদ্ধার প্রৌঢ়ার দেহ

কলকাতা, 1 মার্চ: হরিদেবপুরের কৈলাস ঘোষ রোডে এক প্রৌঢ়ার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ বৃহস্পতিবার রাত 9টা নাগাদ উমা দাস (52) নামে ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার হয় বাড়ির কুয়ো থেকে ৷ স্থানীয় এবং পরিবারের একাংশের অভিযোগ সম্পত্তির জন্য উমা দাসকে খুন করা হয়েছে ৷ ঘটনায় মহিলার স্বামী, ছেলে এবং বৌমাকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ ৷ গতকাল রাতে পুলিশ দেহ উদ্ধার করতে গেলে, বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

পুলিশ সূত্রে খবর, উমা দাসের নামে থাকা সম্পত্তি লিখিয়ে নেওয়ার জন্য বহুদিন ধরে তাঁর উপর চাপ তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ ৷ এমনকি তাঁর উপর অত্যাচারও করতেন মৃতের স্বামী নরেশ দাস, ছেলে অমিত দাস এবং বৌমা মধুমিতা দাস ৷ অভিযোগ সম্প্রতি সেই অত্যাচারের মাত্রা চরমে ওঠে ৷ স্থানীয়রা অভিযোগ করেছেন, গতকাল রাত 9টা নাগাদ বাড়ির পিছনে থাকা কুয়োতে উমা দাসের দেহ ভেসে ওঠে ৷ পরিবারের কোনও এক সদস্য প্রথম দেহটি দেখতে পান ৷ এরপরেই পুলিশে খবর দেওয়া হয় ৷

অভিযোগ উমা দেবীর স্বামী, ছেলে এবং বৌমা মিলে তাঁকে খুন করে কুয়োতে ফেলে দিয়েছেন ৷ খবর ছড়িয়ে পড়তেই উমা দাসের বাড়ির সামনে স্থানীয়রা ভিড় করেন ৷ বাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ ৷ ততক্ষণে হরিদেবপুর থানার পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ কিন্তু, স্থানীয়রা দাবি করেন, আগে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করতে হবে, তারপরে দেহ নিয়ে যেতে দেবে তারা ৷ দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বচসা চলে ৷ ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিল ও বরো কমিটির চেয়ারম্যান সুদীপ পোল্লে ৷ তাঁকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ ৷

পরিস্থিতি সামাল দিতে পুলিশ উমা দাসের স্বামী নরেশ দাস, ছেলে অমিত দাস এবং বৌমা মধুমিতা দাসকে আটক করে নিয়ে যায় ৷ এরপর রাত বারোটা নাগাদ দমকলের সাহায্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ৷ আজ সকালে তিন জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনায় উমা দেবীর দেওরের মেয়ে অভিযোগ করেছেন, তিনি ওই বাড়িতে থাকতেন ৷ তিনি অভিযোগ করেন, সেই সময়ও অভিযুক্ত তিন জন উমা দাসের উপর অত্যাচার করা হত সম্পত্তির জন্য ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার নিউটাউনে, তদন্তে পুলিশ
  2. মালদায় আদিবাসী নাবালিকার দেহ উদ্ধার, ধর্ষণের পর খুনের অভিযোগ
  3. মেদিনীপুরের মেস থেকে উদ্ধার ছাত্রীর দেহ ! তদন্তে পুলিশ
Last Updated : Mar 1, 2024, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.