ভদ্রেশ্বর, 19 অক্টোবর: কয়েক বছরের মধ্যে প্রেমের সম্পর্কে তিক্ততা । নিজেদের মধ্যে ঝামেলার জেরেই প্রেমিককে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে । গোটা ঘটনাটি ধরা পড়েছে রাস্তায় থাকা সিসিটিভিতে ৷
মৃত প্রেমিকের নাম তাপস প্রামাণিক (46) । ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে ভদ্রেশ্বরের চাঁপদানি ডিভিসি খালধার খুঁড়িগাছি এলাকায় । ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে ৷ আটক তাঁর বান্ধবীও ৷ চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, "নিজেদের মধ্যে অশান্তির জন্য এই ঘটনা ৷ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ঘটনার সময় আরও এক মহিলা ছিলেন তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে তাপস প্রামাণিক রিষড়ার বাসিন্দা শবনম খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান । শবনম প্রেমের টানে স্বামীর ঘর ছেড়ে চাঁপদানিতে ভাড়া থাকতে শুরু করেন । সেখানে ভালোরকম যাতায়াত ছিল তাপসের । তবে কিছুদিন যেতে না যেতেই তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় । শনিবার ভোররাতে প্রেমিক তাপসের সঙ্গে ঝামেলা শুরু হয় শবনমের । বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় কথা কাটাকাটি চলে দু'জনের মধ্যে । সেসময় রাস্তায় ধারালো অস্ত্রের আঘাতে তাপসকে খুন করেন প্রেমিকা বলে অভিযোগ ৷
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ৷ যদিও তার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তাপস, শবনম ও আরেক মহিলা সমেত তিনজন রাস্তা দিয়ে ঝগড়া করতে করতে যাচ্ছিল । তাঁরা ছাড়াও আরেকজন সাইকেল আরোহী উপস্থিত ছিলেন সেখানে । হঠাৎ করেই প্রেমিকের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পরে মহিলা । সাইকেল আরোহী বিষয়টি দেখে দাঁড়িয়ে পড়েন । তাপস ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে সেখান থেকে সকলেই চলে যায় । পরে পুলিশ খবর পেয়ে তাপসকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় ৷ চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক ।
অভিযোগ, রাস্তায় নিজেদের মধ্যে বাকবিতণ্ডা হতে হতে মহিলা ছুরি চালিয়ে দেয় তাপসকে । এরপরই মৃত্যু হয় তাঁর । ভদ্রেশ্বর থানার পুলিশ এসে তাপসের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় । ঘটনার পর অভিযুক্ত মহিলা ও সঙ্গে থাকা মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তাপস বিবাহিত । ওই এলাকায় ভাড়া থাকতেন তিনি । ভাঙাচোরা জিনিস বিক্রির কাজ করতেন । কয়েকমাস আগে প্রেমের টানে শবনম স্বামীকে ছেড়ে খুঁড়িগাছিতে একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন । সেখানে আসা যাওয়া ছিল তাপসের ৷ বেশিরভাগ দিন মদ্যপান করতেন তিনি । সেখান থেকেই ঝামেলা শুরু হয় দু'জনের মধ্যে । আজ ভোর রাতে রাস্তায় তাপস ও শবনমের মধ্যে সেই ঝামেলা চরম আকার নেয় । তারপরেও ঘটে এ দিনের ঘটনা ৷
স্থানীয় কাউন্সিলর ও চাঁপদানি পুরসভার চেয়ারম্যান সুরেশ সাউ বলেন, "যে মারা গিয়েছে তাঁর আগের স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছে । এখন এই মহিলার সঙ্গে সম্পর্কে ছিল । গতকাল বিকাল থেকে নিজেদের মধ্যে গন্ডগোল চলছিল । তারপর আজ ভোর রাতে এই ঘটনা ঘটে । পুলিশ অভিযুক্তকে ধরেছে । আইনানুযায়ী ব্যবস্থা নেবে ।"