ETV Bharat / state

তৃণমূলের অভিযোগের জের ! দিল্লি গেলেন ধনরাম সিং, রাজ্যে এনআইএ-র এসপি রাকেশ রোশন ? - Kunal Ghosh dig at NIA SP - KUNAL GHOSH DIG AT NIA SP

Kunal Ghosh's dig at NIA SP: ভূপতিনগর কাণ্ডে এবার কি বদল করা হবে এনআইএ-র এসপি ধনরাম সিং-কে ? তাঁর দিল্লি যাত্রা নিয়ে সোশাল মিডিয়ায় ফের সরব হয়েছেন কুণাল ঘোষ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 12:27 PM IST

Updated : Apr 9, 2024, 1:47 PM IST

কলকাতা, 9 এপ্রিল: ভূপতিনগর নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, ঠিক তখনই দিল্লি গেলেন এনআইয়ের এসপি ধনরাম সিং। আর জাতীয় তদন্তকারী সংস্থার এসপি-র দিল্লি যাওয়াকে কেন্দ্র করে আরও একবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সোশাল মিডিয়ায় এই নিয়ে তিনি রীতিমতো তোপ দেগেছেন । তিনি বলেন, দিল্লি ডেকে তৃণমূলের চোখে ধুলো দেওয়া যাবে না ৷ ধনরামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতে হবে । এ দিকে, সূত্রের তরফে জানা গিয়েছে যে, রাজ্যে এনআইএ-র এসপি হতে পারেন রাকেশ রোশন ৷ কুণালের পোস্টেও তাঁর নামের উল্লেখ রয়েছে ৷

এনআইএ-র সঙ্গে বিজেপির যোগ নিয়ে অভিযোগের পরপরই জাতীয় তদন্তকারী সংস্থার এসপিকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে । তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লেখেন, বিজেপি ও এনআইএ-র ষড়যন্ত্র নিয়ে কড়া অবস্থা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তারপরই আজ মঙ্গলবার এনআইয়ের এসপি ধনরাম সিংকে দিল্লি তলব করা হয়েছে । তাঁর জায়গায় বিহারের পটনা থেকে এনআইএ-র দায়িত্ব সামলাতে আনা হচ্ছে রাকেশ রোশনকে । যদিও গোটা বিষয়টি ধামাচাপা দিতে এই পদক্ষেপ ।

কুণালের কথায়, "আমরা ধনরাম সিং-এর বিরুদ্ধে সম্পূর্ণ তদন্ত চাইছি । এভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না । এটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা সাংঘাতিক প্লট । কোনওভাবেই ষড়যন্ত্রকে আড়াল করার চেষ্টা মেনে নেওয়া হবে না । আমরা এনআইএ-র কাছে দাবি জানাচ্ছি, সঠিক প্রেস রিলিজ দিয়ে আপনারা জানান, ধনরাম সিং-এর বিরুদ্ধে সঠিক তদন্ত করা হবে ।" একইসঙ্গে তিনি এনআইএ-র ডিজিকে পরিবর্তনের দাবি জানিয়েছেন । তাঁর দাবি, এই গোটা পরিস্থিতির জন্য দায়ী তিনিও ।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেস দাবি করছিল যে, বিজেপির কথায় এনআইএ তৃণমূল নেতাদের গ্রেফতার করছে । জাতীয় তদন্তকারী সংস্থা বিজেপির তল্পিবাহকের কাজ করছে । এই বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে এনআইএ-র এসপি ধনরাম সিং-এর সঙ্গে 26 মার্চ নিউটাউনের ফ্ল্যাটে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সাক্ষাতের তথ্য প্রকাশ্যে আনে শাসকদল । তারা দাবি করে, ওই দিন ডিআর সিং-এর সঙ্গে বসেই তৈরি হয়েছিল ভূপতিনগর অপারেশনের ব্লু প্রিন্ট ।

তৃণমূলের দাবি, এই সাক্ষাতের পরেই তৎপর হয় এনআইএ । রাতের অন্ধকারে গত শনিবার গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে ৷ এই ঘটনার বিরুদ্ধে সুর চড়ান স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর এই নিয়ে সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও । তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডিআর সিং-এর বাড়ির ভিজিটর্স বুক প্রকাশ্যে আনা হয় । প্রকাশ্যে আনা হয় এনআইয়ের এসপি-র বাড়ির কাগজও । ভিজিটর্স বুকে দেখা যায়, সেখানে জ্বলজ্বল করছে জে কে তিওয়ারির নাম । এবং সেখানে সাক্ষাৎকারীর ঠিকানা হিসেবে যেটা লেখা ছিল, সেটাকে তৃণমূল কংগ্রেস দাবি করে যে, তা আসলে জিতেন্দ্র তিওয়ারির মেয়ের বাসস্থানের ঠিকানা ।

এখানেই শেষ নয়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় যে, জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ-র এসপি-র সাক্ষাতের সিসিটিভি ফুটেজও তাদের কাছে রয়েছে । প্রয়োজনে তাও প্রকাশ্যে নিয়ে আসা হবে ।

এ দিকে, জানা যাচ্ছে যে, এনআইএ-র এসপি হতে পারেন রাকেশ রোশন । তৃণমূলের অভিযোগের জেরেই এনআইএ-র এসপি ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়েছে বলে এনআইএ সূত্রে খবর । জানা গিয়েছে, দিল্লিতে এনআইএ-র দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে এবং ধনরামের পরিবর্তে খুব সম্ভবত এ রাজ্যে আনা হচ্ছে আইপিএস রাকেশ রোশনকে । তবে এই বিষয়ে এখনও পর্যন্ত এনআইএ-এর তরফে কোনও স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি ।
তবে জানা গিয়েছে যে, এই রাজ্যে এনআইএ-এর হাতে যে মামলাগুলি আছে, তার দায়িত্ব এখন থেকে তিনিই সামলাবেন । রাকেশ রোশন এর আগে পটনায় কর্তব্যরত ছিলেন ৷

আরও পড়ুন:

  1. আধিকারিকদের উপর হামলায় হাইকোর্টের দ্বারস্থ এনআইএ, মামলা গ্রহণ করল আদালত
  2. এনআইএ-র এসপি-কে সরানোর দাবিতে সরব কুণাল, সোশাল মিডিয়ায় বার্তা ওই এজেন্সির ডিজি-কে
  3. ভূপতিনগরকাণ্ডে এনআইএ'র নোটিশ তিন তৃণমূল নেতাকে, সোমেই হাজিরার নির্দেশ

কলকাতা, 9 এপ্রিল: ভূপতিনগর নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, ঠিক তখনই দিল্লি গেলেন এনআইয়ের এসপি ধনরাম সিং। আর জাতীয় তদন্তকারী সংস্থার এসপি-র দিল্লি যাওয়াকে কেন্দ্র করে আরও একবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সোশাল মিডিয়ায় এই নিয়ে তিনি রীতিমতো তোপ দেগেছেন । তিনি বলেন, দিল্লি ডেকে তৃণমূলের চোখে ধুলো দেওয়া যাবে না ৷ ধনরামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতে হবে । এ দিকে, সূত্রের তরফে জানা গিয়েছে যে, রাজ্যে এনআইএ-র এসপি হতে পারেন রাকেশ রোশন ৷ কুণালের পোস্টেও তাঁর নামের উল্লেখ রয়েছে ৷

এনআইএ-র সঙ্গে বিজেপির যোগ নিয়ে অভিযোগের পরপরই জাতীয় তদন্তকারী সংস্থার এসপিকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে । তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লেখেন, বিজেপি ও এনআইএ-র ষড়যন্ত্র নিয়ে কড়া অবস্থা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তারপরই আজ মঙ্গলবার এনআইয়ের এসপি ধনরাম সিংকে দিল্লি তলব করা হয়েছে । তাঁর জায়গায় বিহারের পটনা থেকে এনআইএ-র দায়িত্ব সামলাতে আনা হচ্ছে রাকেশ রোশনকে । যদিও গোটা বিষয়টি ধামাচাপা দিতে এই পদক্ষেপ ।

কুণালের কথায়, "আমরা ধনরাম সিং-এর বিরুদ্ধে সম্পূর্ণ তদন্ত চাইছি । এভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না । এটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা সাংঘাতিক প্লট । কোনওভাবেই ষড়যন্ত্রকে আড়াল করার চেষ্টা মেনে নেওয়া হবে না । আমরা এনআইএ-র কাছে দাবি জানাচ্ছি, সঠিক প্রেস রিলিজ দিয়ে আপনারা জানান, ধনরাম সিং-এর বিরুদ্ধে সঠিক তদন্ত করা হবে ।" একইসঙ্গে তিনি এনআইএ-র ডিজিকে পরিবর্তনের দাবি জানিয়েছেন । তাঁর দাবি, এই গোটা পরিস্থিতির জন্য দায়ী তিনিও ।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেস দাবি করছিল যে, বিজেপির কথায় এনআইএ তৃণমূল নেতাদের গ্রেফতার করছে । জাতীয় তদন্তকারী সংস্থা বিজেপির তল্পিবাহকের কাজ করছে । এই বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে এনআইএ-র এসপি ধনরাম সিং-এর সঙ্গে 26 মার্চ নিউটাউনের ফ্ল্যাটে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সাক্ষাতের তথ্য প্রকাশ্যে আনে শাসকদল । তারা দাবি করে, ওই দিন ডিআর সিং-এর সঙ্গে বসেই তৈরি হয়েছিল ভূপতিনগর অপারেশনের ব্লু প্রিন্ট ।

তৃণমূলের দাবি, এই সাক্ষাতের পরেই তৎপর হয় এনআইএ । রাতের অন্ধকারে গত শনিবার গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে ৷ এই ঘটনার বিরুদ্ধে সুর চড়ান স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর এই নিয়ে সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও । তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডিআর সিং-এর বাড়ির ভিজিটর্স বুক প্রকাশ্যে আনা হয় । প্রকাশ্যে আনা হয় এনআইয়ের এসপি-র বাড়ির কাগজও । ভিজিটর্স বুকে দেখা যায়, সেখানে জ্বলজ্বল করছে জে কে তিওয়ারির নাম । এবং সেখানে সাক্ষাৎকারীর ঠিকানা হিসেবে যেটা লেখা ছিল, সেটাকে তৃণমূল কংগ্রেস দাবি করে যে, তা আসলে জিতেন্দ্র তিওয়ারির মেয়ের বাসস্থানের ঠিকানা ।

এখানেই শেষ নয়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় যে, জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ-র এসপি-র সাক্ষাতের সিসিটিভি ফুটেজও তাদের কাছে রয়েছে । প্রয়োজনে তাও প্রকাশ্যে নিয়ে আসা হবে ।

এ দিকে, জানা যাচ্ছে যে, এনআইএ-র এসপি হতে পারেন রাকেশ রোশন । তৃণমূলের অভিযোগের জেরেই এনআইএ-র এসপি ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়েছে বলে এনআইএ সূত্রে খবর । জানা গিয়েছে, দিল্লিতে এনআইএ-র দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে এবং ধনরামের পরিবর্তে খুব সম্ভবত এ রাজ্যে আনা হচ্ছে আইপিএস রাকেশ রোশনকে । তবে এই বিষয়ে এখনও পর্যন্ত এনআইএ-এর তরফে কোনও স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি ।
তবে জানা গিয়েছে যে, এই রাজ্যে এনআইএ-এর হাতে যে মামলাগুলি আছে, তার দায়িত্ব এখন থেকে তিনিই সামলাবেন । রাকেশ রোশন এর আগে পটনায় কর্তব্যরত ছিলেন ৷

আরও পড়ুন:

  1. আধিকারিকদের উপর হামলায় হাইকোর্টের দ্বারস্থ এনআইএ, মামলা গ্রহণ করল আদালত
  2. এনআইএ-র এসপি-কে সরানোর দাবিতে সরব কুণাল, সোশাল মিডিয়ায় বার্তা ওই এজেন্সির ডিজি-কে
  3. ভূপতিনগরকাণ্ডে এনআইএ'র নোটিশ তিন তৃণমূল নেতাকে, সোমেই হাজিরার নির্দেশ
Last Updated : Apr 9, 2024, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.