হাওড়া, 24 অগস্ট: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটেন স্কুলের পড়ুয়ারা ৷ এই বিষয়ে হাওড়ার তিনটি স্কুলকে শো-কজ করল জেলা শিক্ষা দফতর । জানা গিয়েছে, হাওড়ার ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, বলুহাটি গার্লস হাইস্কুল ও বলুহাটি হাইস্কুল কর্তৃপক্ষের কাছে শুক্রবার এই নোটিশ পাঠানো হয়েছে । তাতে জেলা স্কুল পরিদর্শক (ডিআই) পড়ুয়াদের মিছিলে অংশ নেওয়ার বিষয়ে কারণ জানাতে বলেছেন ৷
নবান্ন সূত্রে খবর, স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে মিছিল করানো শিশু অধিকার বিরোধী ৷ তাই স্কুলগুলিকে ডিআইয়ের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়েছে । আগামী 24 ঘণ্টার মধ্যে শো-কজের জবাব দিতে বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে । নির্দেশের অমান্য হলে স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শক ।
জানা গিয়েছে, ইতিমধ্যে ওই চিঠির জবাবও দিয়েছে স্কুলগুলি ৷ নোটিশ পাওয়া বলুহাটি হাইস্কুলের টিচার ইনচার্জ অঞ্জনকুমার সাহা বলেন, "আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে বর্তমান ও প্রাক্তন কিছু ছাত্র-ছাত্রীরা মিছিল করেছে ৷ শিক্ষক বা শিক্ষাকর্মীরাও অংশগ্রহণ করেননি ওই মিছিলে ৷ পড়ুয়ারা বর্তমান অবস্থা দেখে প্রতিবাদ করেছে ৷ ছাত্র-ছাত্রীরা কেন প্রতিবাদ করেছে তারাই বলতে পারবে ৷ যদিও স্কুল ছুটির পর সেই মিছিল অনুষ্ঠিত হয়েছিল ৷ তাও কেন স্কুলকে শো-কজ করা হল আমি বলতে পারব না ৷ ডিআই রাতে ইমেলে নোটিশ পাঠিয়েছে ৷ আমাদের জবাব ডিআইকে পাঠিয়ে দিয়েছি ৷"
এর আগে পশ্চিম মেদিনীপুরের স্কুলগুলির জন্য নোটিশ জারি করেছিল জেলা স্কুল পরিদর্শক ৷ স্কুল চত্বরে শিক্ষা দফতরের অনুষ্ঠান ছাড়া অন্য কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবে না পড়ুয়ারা ৷ এমনটাই ওই নোটিশে বলা হয়েছে ৷ গত বুধবার শালবনি বিধানসভার নান্দাড়িয়া বিদ্যাপীঠ হাইস্কুলের পড়ুয়ারা আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে স্কুল ক্যাম্পাসের বাইরে আন্দোলন করে ৷ সেই ঘটনার পরেও জানি করা হয় ওই নোটিশ ৷ এ দিকে এই নোটিশের কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷