ETV Bharat / state

কেন মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল ? পর্ষদের কাছে জবাব চাইল হাইকোর্ট

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 7:51 PM IST

Calcautta HC Questions Over Secondary Exam Changed Schedule: কী কারণে মাধ্যমিকের পূর্ব নির্ধারিত সময়সূচি বদলানো হল ? একটি মামলার প্রেক্ষিতে এবার মধ্যশিক্ষা পর্ষদের কাছে সেই জবাব চাইল কলকাতা হাইকোর্ট ৷ পর্ষদকে আগামিকাল জবাব দিতে বলা হয়েছে ৷ সেখানেই পরবর্তী শুনানি হবে ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 24 জানুয়ারি: কেন মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে ? এবার রাজ্যের কাছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট ৷ বুধবার সকালে মাধ্যমিকের সময়সূচি পরিবর্তন করা নিয়ে ছাত্রছাত্রীদের তরফে, একটি শিক্ষক সংগঠন মামলা দায়ের করেছে ৷ সেই মামলার শুনানিতেই রাজ্যের কাছে জবাব তলব করেছে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ ৷ উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদ দু’সপ্তাহ আগে পরীক্ষার সময়সূচি 11টা 45 মিনিটের বদলে সকাল 9টা 45 মিনিট করে দিয়েছে ৷ তার বিরুদ্ধেই এই মামলা দায়ের করা হয়েছে ৷

মামলাকারীদের বক্তব্য, রাজ্যে প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী চলতি বছরে পরীক্ষায় বসছে ৷ শহর বা গ্রাম যেখানেই হোক, ছাত্রছাত্রীদের দূরের কোনও স্কুলে পরীক্ষার কেন্দ্র পড়ে ৷ শহরের দিকে যাতায়াতের সুবিধা থাকলেও, গ্রামের দিকে সেই সুবিধা অধিকাংশ ক্ষেত্রে থাকে না ৷ ফলে সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা ৷ রাজ্যের এতবড় সিদ্ধান্ত গ্রহণ করার আগে শিক্ষকদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে ৷

সেখানে বলা হয়েছে, পরীক্ষা শুরুর দু’সপ্তাহ আগে হঠাৎ করে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, 11টা 45 মিনিটের বদলে পরীক্ষা শুরু হবে 9টা 45 মিনিটে ৷ ছাত্র শিক্ষক থেকে শুরু করে, শিক্ষাকর্মীরা এতে নানানরকম সমস্যায় পড়বেন ৷ শুনানিতে আরও বলা হয়, মধ্যশিক্ষা পর্ষদকে গত 19 জানুয়ারি একটি ই-মেল পাঠানো হয়েছিল ৷ সেখানে এই সময় বদলের বিষয়টিতে আপত্তি জানানো হয়েছিল ৷ কিন্তু, তাতে ইতিবাচক কোনও উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ ৷ আবেদনে উল্লেখ করা হয়েছে, "ছেলেমেয়েরা জীবনের শুরুর পরীক্ষাতেই সকালে উঠে এভাবে তাড়াহুড়ো করতে কেন্দ্রে পৌঁছালে চাপে পড়বে ৷ অবিলম্বে এই সময়সূচি পরিবর্তন করা হোক ৷"

আবেদনকারীদের আইনজীবীর বক্তব্য শোনার পর, বিচারপতি বিশ্বজিৎ বসু মধ্যশিক্ষা পর্ষদের কাছে সময়সূচি পরিবর্তনের কারণ জানতে চেয়েছেন ৷ আগামিকাল ফের এই মামলার শুনানি হবে ৷ উল্লেখ্য, রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি ৷ প্রত্যেক বছরের মতোই এবছরও পরীক্ষা হওয়ার কথা ছিল 11টা 45 মিনিটে ৷ কিন্তু, কোনও কারণ না জানিয়েই মধ্যশিক্ষা পর্ষদ সেই সময়সূচি বদলে সকাল 9টা 45 মিনিট করেছে ৷ তার বিরুদ্ধেই দায়ের হয়েছে এই মামলা ৷

আরও পড়ুন:

  1. নেই ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের নথি ! মেডিক্যালে ভরতি মামলায় সিবিআইকে নথি হস্তান্তর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
  2. বেআইনি নিয়োগের অভিযোগ, এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে তলব হাইকোর্টে
  3. নাইসার প্রাক্তন কর্মীর হার্ডডিস্কের তথ্যে কি কারও চাকরি কাড়া যায়, হাইকোর্টের সওয়ালে উঠল প্রশ্ন

কলকাতা, 24 জানুয়ারি: কেন মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে ? এবার রাজ্যের কাছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট ৷ বুধবার সকালে মাধ্যমিকের সময়সূচি পরিবর্তন করা নিয়ে ছাত্রছাত্রীদের তরফে, একটি শিক্ষক সংগঠন মামলা দায়ের করেছে ৷ সেই মামলার শুনানিতেই রাজ্যের কাছে জবাব তলব করেছে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ ৷ উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদ দু’সপ্তাহ আগে পরীক্ষার সময়সূচি 11টা 45 মিনিটের বদলে সকাল 9টা 45 মিনিট করে দিয়েছে ৷ তার বিরুদ্ধেই এই মামলা দায়ের করা হয়েছে ৷

মামলাকারীদের বক্তব্য, রাজ্যে প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী চলতি বছরে পরীক্ষায় বসছে ৷ শহর বা গ্রাম যেখানেই হোক, ছাত্রছাত্রীদের দূরের কোনও স্কুলে পরীক্ষার কেন্দ্র পড়ে ৷ শহরের দিকে যাতায়াতের সুবিধা থাকলেও, গ্রামের দিকে সেই সুবিধা অধিকাংশ ক্ষেত্রে থাকে না ৷ ফলে সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা ৷ রাজ্যের এতবড় সিদ্ধান্ত গ্রহণ করার আগে শিক্ষকদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে ৷

সেখানে বলা হয়েছে, পরীক্ষা শুরুর দু’সপ্তাহ আগে হঠাৎ করে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, 11টা 45 মিনিটের বদলে পরীক্ষা শুরু হবে 9টা 45 মিনিটে ৷ ছাত্র শিক্ষক থেকে শুরু করে, শিক্ষাকর্মীরা এতে নানানরকম সমস্যায় পড়বেন ৷ শুনানিতে আরও বলা হয়, মধ্যশিক্ষা পর্ষদকে গত 19 জানুয়ারি একটি ই-মেল পাঠানো হয়েছিল ৷ সেখানে এই সময় বদলের বিষয়টিতে আপত্তি জানানো হয়েছিল ৷ কিন্তু, তাতে ইতিবাচক কোনও উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ ৷ আবেদনে উল্লেখ করা হয়েছে, "ছেলেমেয়েরা জীবনের শুরুর পরীক্ষাতেই সকালে উঠে এভাবে তাড়াহুড়ো করতে কেন্দ্রে পৌঁছালে চাপে পড়বে ৷ অবিলম্বে এই সময়সূচি পরিবর্তন করা হোক ৷"

আবেদনকারীদের আইনজীবীর বক্তব্য শোনার পর, বিচারপতি বিশ্বজিৎ বসু মধ্যশিক্ষা পর্ষদের কাছে সময়সূচি পরিবর্তনের কারণ জানতে চেয়েছেন ৷ আগামিকাল ফের এই মামলার শুনানি হবে ৷ উল্লেখ্য, রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি ৷ প্রত্যেক বছরের মতোই এবছরও পরীক্ষা হওয়ার কথা ছিল 11টা 45 মিনিটে ৷ কিন্তু, কোনও কারণ না জানিয়েই মধ্যশিক্ষা পর্ষদ সেই সময়সূচি বদলে সকাল 9টা 45 মিনিট করেছে ৷ তার বিরুদ্ধেই দায়ের হয়েছে এই মামলা ৷

আরও পড়ুন:

  1. নেই ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের নথি ! মেডিক্যালে ভরতি মামলায় সিবিআইকে নথি হস্তান্তর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
  2. বেআইনি নিয়োগের অভিযোগ, এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে তলব হাইকোর্টে
  3. নাইসার প্রাক্তন কর্মীর হার্ডডিস্কের তথ্যে কি কারও চাকরি কাড়া যায়, হাইকোর্টের সওয়ালে উঠল প্রশ্ন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.