ETV Bharat / state

আপাতত রাশ টানলেও পরের সপ্তাহ থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস - West Bengal weather update - WEST BENGAL WEATHER UPDATE

Weather Report and Forecast across Bengal: আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে দক্ষিণ ও উত্তরের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ তবে পুজোতে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে বলে জানিয়ে দিল হাওয়া অফিস ৷

West Bengal weather update
পরের সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2024, 7:58 AM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: পিতৃপক্ষের শেষ থেকে দেবীপক্ষ জুড়ে থাকবে বৃষ্টির দাপাদাপি ৷ ফলে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে থাকছে শঙ্কা ৷ ঝমঝমিয়ে ভারী বৃষ্টি না-হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে উৎসবের আবহ থমকে যেতে পারে ৷ হাওয়া অফিস জানিয়েছে, 5 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া।

রাজ্যে বৃষ্টি পরিস্থিতি আপাতত রাশ টানলেও অক্টোবরের শুরু থেকেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ শনিবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে । রাজ্যে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা ৷ আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি এই তিনটি জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া উত্তরবঙ্গের অন্য কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই ৷

এই মুহূর্তে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ 27 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস হাওয়া অফিস আগেই দিয়েছিল ৷ তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অক্টোবরের 5 তারিখ থেকে ফের বাড়তে পারে বৃষ্টি ৷ উত্তরবঙ্গে 5 থেকে 9 অক্টোবর পর্যন্ত সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ।

29 ও 30 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ অক্টোবরের শুরুতেও একই অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে ৷ উত্তরবঙ্গেও নদীর জল বাড়ছে। ধস নেমেছে পাহাড়ি অঞ্চলের বেশ কিছু জায়গায় ৷ সাধারণত বঙ্গ থেকে বর্ষার বিদায় নেয় 10 থেকে 12 অক্টোবর ৷ এবার তা 7 দিন পিছিয়ে যাবে বলে মনে করছে আলিপুর হাওয়া অফিস ৷

শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের তুলনায় 0.6 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ এবং সর্বনিম্ন 80 শতাংশ।

কলকাতা, 28 সেপ্টেম্বর: পিতৃপক্ষের শেষ থেকে দেবীপক্ষ জুড়ে থাকবে বৃষ্টির দাপাদাপি ৷ ফলে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে থাকছে শঙ্কা ৷ ঝমঝমিয়ে ভারী বৃষ্টি না-হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে উৎসবের আবহ থমকে যেতে পারে ৷ হাওয়া অফিস জানিয়েছে, 5 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া।

রাজ্যে বৃষ্টি পরিস্থিতি আপাতত রাশ টানলেও অক্টোবরের শুরু থেকেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ শনিবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে । রাজ্যে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা ৷ আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি এই তিনটি জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া উত্তরবঙ্গের অন্য কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই ৷

এই মুহূর্তে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ 27 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস হাওয়া অফিস আগেই দিয়েছিল ৷ তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অক্টোবরের 5 তারিখ থেকে ফের বাড়তে পারে বৃষ্টি ৷ উত্তরবঙ্গে 5 থেকে 9 অক্টোবর পর্যন্ত সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ।

29 ও 30 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ অক্টোবরের শুরুতেও একই অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে ৷ উত্তরবঙ্গেও নদীর জল বাড়ছে। ধস নেমেছে পাহাড়ি অঞ্চলের বেশ কিছু জায়গায় ৷ সাধারণত বঙ্গ থেকে বর্ষার বিদায় নেয় 10 থেকে 12 অক্টোবর ৷ এবার তা 7 দিন পিছিয়ে যাবে বলে মনে করছে আলিপুর হাওয়া অফিস ৷

শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের তুলনায় 0.6 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ এবং সর্বনিম্ন 80 শতাংশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.