কলকাতা, 15 ডিসেম্বর: অগ্রহায়ণের শেষ থেকে বঙ্গে শীতের দাপট শুরু হয়েছে । উত্তরের পাহাড়ি অঞ্চলের সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রার পতন ঘটেছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির । বিশেষ করে পুরুলিয়া । স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কমে গিয়েছে পুরুলিয়ার তাপমাত্রার পারদ । শৈত্যপ্রবাহ চলছে পুরুলিয়াতে ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্তের কথায়, "আগামী 48 ঘণ্টা শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় । কুয়াশার দাপট উত্তরবঙ্গে বেশি । সোমবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে । সোমবারের পর তাপমাত্রায় খানিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে । রাজ্যে আংশিক মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা রয়েছে । আগামী 4-5 দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷"
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দিনের আকাশ থাকবে পরিষ্কার ৷ সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস ৷ শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্র ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 93 শতাংশ ও সর্বনিম্ন 43 শতাংশ ।
শৈত্যপ্রবাহের সতর্কতা জারি
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ শনিবার সকাল থেকে রবিবার সকাল 8টা 30 মিনিট পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে ৷ সেই সঙ্গে, সোমবার সকাল পর্যন্ত বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের হলুদ সতর্কতা রয়েছে ৷
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কুয়াশার সম্ভাবনা বেশি ৷ অন্যদিকে, দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে । সোমবার ও মঙ্গলবার কুয়াশার দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে ৷
একনজরে রাজ্যের একাধিক জেলায় উল্লেখযোগ্য পারদ পতন:-
উত্তরবঙ্গ-
- দার্জিলিং(পার্বত্য অঞ্চল)-- 1.2 ডিগ্রি সেলসিয়াস ।
- দার্জিলিং শহর-- 4.4 ডিগ্রি সেলসিয়াস ।
- আলিপুরদুয়ার-- 10 ডিগ্রি সেলসিয়াস
- কোচবিহার-- 10.7 ডিগ্রি সেলসিয়াস
- বালুরঘাট-- 13 ডিগ্রি সেলসিয়াস
- রায়গঞ্জ-- 10.5 ডিগ্রি সেলসিয়াস
- পণ্ডিয়ারি-- 10.8 ডিগ্রি সেলসিয়াস
- বাগডোগরা-- 12 ডিগ্রি সেলসিয়াস
- কালিম্পং-- 9.8 ডিগ্রি সেলসিয়াস
- মেখলিগঞ্জ-- 0.2 ডিগ্রি সেলসিয়াস
- জলপাইগুড়ি-- 10.6 ডিগ্রি সেলসিয়াস
দক্ষিণবঙ্গ-
- পুরুলিয়া-- 7.9 ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে 5.1 ডিগ্রি কম)
- ঝাড়গ্রাম--8.5 ডিগ্রি সেলসিয়াস
- কলাইকুণ্ডা-- 11.8 ডিগ্রি সেলসিয়াস
- খড়গপুর-- 11 ডিগ্রি সেলসিয়াস
- দিঘা-- 11.3 ডিগ্রি সেলসিয়াস
- আসানসোল-- 10.4 ডিগ্রি সেলসিয়াস
- পানাগড়-- 9.1 ডিগ্রি সেলসিয়াস
- বাঁকুড়া-- 10.7 ডিগ্রি সেলসিয়াস
- সিউড়ি-- 9 ডিগ্রি সেলসিয়াস
- শ্রীনিকেতন-- 9.1 ডিগ্রি সেলসিয়াস
- বর্ধমান-- 11 ডিগ্রি সেলসিয়াস
- মগরা-- 11 ডিগ্রি সেলসিয়াস
- উলুবেড়িয়া-- 11 ডিগ্রি সেলসিয়াস
- ব্যারাকপুর-- 11.8 ডিগ্রি সেলসিয়াস
- দমদম-- 13.8 ডিগ্রি সেলসিয়াস
- কলকাতা-- 14 ডিগ্রি সেলসিয়াস
- ডায়মণ্ড হারবার-- 12.3 ডিগ্রি সেলসিয়াস
- ক্যানিং-- 12 ডিগ্রি সেলসিয়াস
- কাকদ্বীপ-- 12.2 ডিগ্রি সেলসিয়াস
- বহরমপুর -- 13 ডিগ্রি সেলসিয়াস
- কল্যাণী-- 9 ডিগ্রি সেলসিয়াস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে নিম্নচাপের কাঁটা রয়েছে বঙ্গোপসাগরে । ফলে, পারদ ফের উর্ধ্বমুখী হবে । যদিও শীতের আমেজে কোনও ছেদ পরবে না । হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা বলেন, "দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । আগামী 24 ঘণ্টায় যা নিম্নচাপে পরিণত হবে । দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূলের দিকে । পশ্চিম-উত্তর পশ্চিমের দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলে স্থলভাগে প্রবেশ করবে । এর প্রভাবে আগামী 2-3 দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বুধ ও বৃহস্পতিবার তামিলনাডু পুদুচেরিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।"