ETV Bharat / state

তাপমাত্রা নামল 17 ডিগ্রির নিচে, আরও নামবে উত্তর ও দক্ষিণবঙ্গের পারদ - WEST BENGAL WEATHER FORECAST

সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি, কমতে পারে তাপমাত্রাও ৷

West Bengal Weather Forecast
উত্তরবঙ্গে তুষারপাত, দক্ষিণেও নামবে তাপমাত্রা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2024, 6:50 AM IST

কলকাতা, 6 ডিসেম্বর: শীতের হাওয়ায় লাগল নাচন! আজ থেকেই রাজ্যজুড়েই তাপমাত্রা পরিবর্তন। শুক্র ও শনিবার দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। সপ্তাহান্তে শীতের আমেজ পাবে রাজ্যের মানুষ। রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। দুদিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ফলে হাতছানি দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে, নিম্নচাপের বাধা কাটতেই ফের পারদ পতন বঙ্গে ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন তাপমাত্রা 17 ডিগ্রির নিচে নেমে গিয়েছে ৷ এদিনের সর্বনিম্ন তাপমাত্রা 16.7 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷

উত্তরবঙ্গে ছবিটা একটু ভালো। সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবারের মধ্যে শিলা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সেখানে। বিক্ষিপ্তভাবে তুষারপাত হতে পারে দু-এক জায়গায় । তুষারপাত, বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিকিম-সহ পার্বত্য এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই আবহাওয়া পরিবর্তন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দার্জিলিংয়ে! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। আগামী 10 ডিসেম্বর, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার 7 ডিসেম্বর। এর প্রভাবে 7 থেকে 9 ডিসেম্বর উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তর পশ্চিমের সমতলে এর প্রভাব পড়বে 8 ডিসেম্বর রবিবারে । এর প্রভাবে সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গের এলাকাতেও প্রভাব পড়বে। রবি ও সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি-- এই পাঁচ জেলাতে।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূবালী গরম হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণেও। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ সর্বনিম্ন 39 শতাংশ । আজ, শুক্রবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 27 ডিগ্রি এবং 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আরও পড়ুন
চন্দননগরে শিশুমৃত্যুতে ডাকাতির অভিযোগ নস্যাৎ পুলিশের
জয়নগরের নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত, শুক্রবার সাজা ঘোষণা

কলকাতা, 6 ডিসেম্বর: শীতের হাওয়ায় লাগল নাচন! আজ থেকেই রাজ্যজুড়েই তাপমাত্রা পরিবর্তন। শুক্র ও শনিবার দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। সপ্তাহান্তে শীতের আমেজ পাবে রাজ্যের মানুষ। রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। দুদিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ফলে হাতছানি দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে, নিম্নচাপের বাধা কাটতেই ফের পারদ পতন বঙ্গে ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন তাপমাত্রা 17 ডিগ্রির নিচে নেমে গিয়েছে ৷ এদিনের সর্বনিম্ন তাপমাত্রা 16.7 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷

উত্তরবঙ্গে ছবিটা একটু ভালো। সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবারের মধ্যে শিলা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সেখানে। বিক্ষিপ্তভাবে তুষারপাত হতে পারে দু-এক জায়গায় । তুষারপাত, বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিকিম-সহ পার্বত্য এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই আবহাওয়া পরিবর্তন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দার্জিলিংয়ে! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। আগামী 10 ডিসেম্বর, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার 7 ডিসেম্বর। এর প্রভাবে 7 থেকে 9 ডিসেম্বর উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তর পশ্চিমের সমতলে এর প্রভাব পড়বে 8 ডিসেম্বর রবিবারে । এর প্রভাবে সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গের এলাকাতেও প্রভাব পড়বে। রবি ও সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি-- এই পাঁচ জেলাতে।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূবালী গরম হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণেও। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ সর্বনিম্ন 39 শতাংশ । আজ, শুক্রবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 27 ডিগ্রি এবং 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আরও পড়ুন
চন্দননগরে শিশুমৃত্যুতে ডাকাতির অভিযোগ নস্যাৎ পুলিশের
জয়নগরের নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত, শুক্রবার সাজা ঘোষণা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.