ETV Bharat / state

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! পাহাড়ে বর্ষণ কমবে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে - West Bengal Weather Update - WEST BENGAL WEATHER UPDATE

West Bengal Weather Update: একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওড়িশা সংলগ্ন এলাকায় । পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে 19 জুলাই, শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায় ৷

MONSOON UPDATE
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 7:42 AM IST

কলকাতা, 16 জুলাই: উত্তরবঙ্গের দুর্যোগ কাটতে চলেছে ৷ কিছুটা স্বাভাবিক হবে দক্ষিণবঙ্গের বর্ষা-পরিস্থিতিও ৷ এমনই ইঙ্গিত মিলেছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে ৷ একুশে জুলাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে । ওড়িশা ও অন্ধপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস । এর প্রভাবেই বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, একটি ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাতে । পাশাপাশি, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওড়িশা সংলগ্ন এলাকায় । মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে 19 জুলাই, শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে । উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি থাকবে বলে জানিয়েছে হওয়া অফিস ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে । তবে শুক্রবার থেকে ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । শুক্রবার থেকে উপকূলের জেলাগুলিতে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে । তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানান, সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের তিন জেলায় । দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের সব জেলায় । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে । মঙ্গলবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ।

তাপমাত্রার পূর্বাভাস:

সোমবার সারাদিন সাধারণত মেঘলা আকাশ, উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । মঙ্গলবারের সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ৷ সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি) ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ এবং ন্যূনতম 75 শতাংশ ৷ সোমবার সকাল সাড়ে 6টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে 6টা পর্যন্ত 7.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷

কলকাতা, 16 জুলাই: উত্তরবঙ্গের দুর্যোগ কাটতে চলেছে ৷ কিছুটা স্বাভাবিক হবে দক্ষিণবঙ্গের বর্ষা-পরিস্থিতিও ৷ এমনই ইঙ্গিত মিলেছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে ৷ একুশে জুলাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে । ওড়িশা ও অন্ধপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস । এর প্রভাবেই বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, একটি ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাতে । পাশাপাশি, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওড়িশা সংলগ্ন এলাকায় । মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে 19 জুলাই, শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে । উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি থাকবে বলে জানিয়েছে হওয়া অফিস ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে । তবে শুক্রবার থেকে ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । শুক্রবার থেকে উপকূলের জেলাগুলিতে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে । তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানান, সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের তিন জেলায় । দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের সব জেলায় । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে । মঙ্গলবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ।

তাপমাত্রার পূর্বাভাস:

সোমবার সারাদিন সাধারণত মেঘলা আকাশ, উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । মঙ্গলবারের সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ৷ সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি) ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ এবং ন্যূনতম 75 শতাংশ ৷ সোমবার সকাল সাড়ে 6টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে 6টা পর্যন্ত 7.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.