ETV Bharat / state

1 ঘণ্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ রাজভবনের, কী কী জানা গেল ? - Raj Bhavan CCTV Footage - RAJ BHAVAN CCTV FOOTAGE

Governor CV Ananda Bose: 2 মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনে কাজ করা এক অস্থায়ী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৷ সেদিন রাজভবনে ঠিক কী ঘটেছিল ? প্রায় 1 ঘণ্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে এল রাজভবন ৷

Raj Bhavan
রাজভবন (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 3:18 PM IST

Updated : May 9, 2024, 5:47 PM IST

ফুটেজ প্রকাশ করল রাজভবন (ভিডিয়ো সৌ: রাজভবন)

কলকাতা, 9 মে: ঘোষণা মতো দেখানো হল গত 2 তারিখের রাজভবনের সিসিটিভি ফুটেজ । রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশেই রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে বুধবার সকালে। তবে সেই ভিডিয়ো ফুটেজ থেকে বিশেষ কিছু পাওয়া যায়নি। মূলত, রাজভবনের নর্থ গেটের ভিডিয়ো ফুটেজ দেখানো হয়েছে এদিন। সেদিনের 'ঘটনা বা অভিযোগের' বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে অভিযোগকারীর পুলিশ আউট পোস্টে আসা যাওয়া ও ওসির ঘরে ঢোকা-বাইরে বের হওয়ার ছবি ধরা পড়েছে ।

সিসিটিভি ফুটেজে 2 তারিখ বিকেল 5টা 33 মিনিট নাগাদ ওই অভিযোগকারীকে দেখা গিয়েছে। আর গোটা ফুটেজে বারবার পুলিশের বিভিন্ন স্তরের কর্মীদের দেখা গিয়েছে । একই সঙ্গে দমকলের গাড়িও দেখা গিয়েছে । তবে অভিযোগকারীর বাইরে বের হওয়ার ছবি সেই ফুটেজে নেই । তিনটি ক্লিপ প্রকাশ করেছে রাজভবন ৷ সবমিলিয়ে প্রায় 1 ঘণ্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ রয়েছে ।

রাজনৈতিকমহল মনে করছে, এই 'সচ কা সামনে’ বা 'সত্যের মুখোমুখি হওয়া' কর্মসূচির মাধ্যমে রাজ্যপাল নিজেকে 'নির্দোষ'প্রমাণ করতে চাইছেন । কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছেই । কারণ রাজভবনে রাজ্যপালের কক্ষ বা উপরের বারান্দা বা অন্য কয়েকটি জায়গায় কোনও প্রকার ক্যামেরা নেই বলেই সূত্রের খবর । ফলে সেখানকার ছবি দেখা যায়নি ।

এই 'সচ কা সামনে’ বা 'সত্যের মুখোমুখি হওয়া' কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আসানসোল রানিগঞ্জ গার্লস কলেজের অধ্যাপক ডক্টর তুষারকান্তি বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "সিসিটিভি ফুটেজটা পুরোটাই দেখলাম। কিন্তু বিষয়টা স্পষ্ট হল না । বিষয়টা দুঃখজনক । আমাদের রাজ্যের কাছে লজ্জাজনকও বটে।"

রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখতে 'সচ কা সামনে' কর্মসূচিতে আসার জন্য কয়েকশো আবেদন পড়ে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 75 জনের বেশি সাধারণ মানুষ রাজভবনের পিবিএক্সএ কল করেছেন। ই-মেল এ আবেদন করেছেন বহুজন । সেই ই-মেলের সংখ্যা কয়েকশো বলেই রাজভবন সূত্রের দাবি । আবেদনকারীদের তালিকায় রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি,শিলিগুড়ি-সহ দক্ষিণবঙ্গের জেলার মানুষেরা । কিন্তু কলকাতা ও সংলগ্ন শহরতলী এলাকার সাধারণ মানুষকে কেবল এই কর্মসূচিতে আসতে বলা হয়েছে । কারণ দূরের মানুষের পক্ষে একদিনের মধ্যে রাজভবনে এসে পৌঁছনো সম্ভব নয় । উল্লেখ্য, রাজভবনের যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে তা দেখভালের দায়িত্বে রয়েছে রাজ্য পূর্ত দফতরের আইটি বিভাগ । আর নজরদারি চালায় কলকাতা পুলিশ ।

আরও পড়ুন:

  1. 2 মে কী হয়েছিল রাজভবনে? মমতা-পুলিশ ছাড়া ফুটেজ দেখাবেন রাজ্যপাল
  2. শ্লীলতাহানি কাণ্ডে রাজ্যের মুখ্যসচিব-কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি রাজ্যপালের
  3. সন্দেশখালির মহিলাদের পাশে দাঁড়ানোয় এই অপবাদ দেওয়া হয়েছে, মুখ খুললেন আনন্দ বোস

ফুটেজ প্রকাশ করল রাজভবন (ভিডিয়ো সৌ: রাজভবন)

কলকাতা, 9 মে: ঘোষণা মতো দেখানো হল গত 2 তারিখের রাজভবনের সিসিটিভি ফুটেজ । রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশেই রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে বুধবার সকালে। তবে সেই ভিডিয়ো ফুটেজ থেকে বিশেষ কিছু পাওয়া যায়নি। মূলত, রাজভবনের নর্থ গেটের ভিডিয়ো ফুটেজ দেখানো হয়েছে এদিন। সেদিনের 'ঘটনা বা অভিযোগের' বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে অভিযোগকারীর পুলিশ আউট পোস্টে আসা যাওয়া ও ওসির ঘরে ঢোকা-বাইরে বের হওয়ার ছবি ধরা পড়েছে ।

সিসিটিভি ফুটেজে 2 তারিখ বিকেল 5টা 33 মিনিট নাগাদ ওই অভিযোগকারীকে দেখা গিয়েছে। আর গোটা ফুটেজে বারবার পুলিশের বিভিন্ন স্তরের কর্মীদের দেখা গিয়েছে । একই সঙ্গে দমকলের গাড়িও দেখা গিয়েছে । তবে অভিযোগকারীর বাইরে বের হওয়ার ছবি সেই ফুটেজে নেই । তিনটি ক্লিপ প্রকাশ করেছে রাজভবন ৷ সবমিলিয়ে প্রায় 1 ঘণ্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ রয়েছে ।

রাজনৈতিকমহল মনে করছে, এই 'সচ কা সামনে’ বা 'সত্যের মুখোমুখি হওয়া' কর্মসূচির মাধ্যমে রাজ্যপাল নিজেকে 'নির্দোষ'প্রমাণ করতে চাইছেন । কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছেই । কারণ রাজভবনে রাজ্যপালের কক্ষ বা উপরের বারান্দা বা অন্য কয়েকটি জায়গায় কোনও প্রকার ক্যামেরা নেই বলেই সূত্রের খবর । ফলে সেখানকার ছবি দেখা যায়নি ।

এই 'সচ কা সামনে’ বা 'সত্যের মুখোমুখি হওয়া' কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আসানসোল রানিগঞ্জ গার্লস কলেজের অধ্যাপক ডক্টর তুষারকান্তি বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "সিসিটিভি ফুটেজটা পুরোটাই দেখলাম। কিন্তু বিষয়টা স্পষ্ট হল না । বিষয়টা দুঃখজনক । আমাদের রাজ্যের কাছে লজ্জাজনকও বটে।"

রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখতে 'সচ কা সামনে' কর্মসূচিতে আসার জন্য কয়েকশো আবেদন পড়ে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 75 জনের বেশি সাধারণ মানুষ রাজভবনের পিবিএক্সএ কল করেছেন। ই-মেল এ আবেদন করেছেন বহুজন । সেই ই-মেলের সংখ্যা কয়েকশো বলেই রাজভবন সূত্রের দাবি । আবেদনকারীদের তালিকায় রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি,শিলিগুড়ি-সহ দক্ষিণবঙ্গের জেলার মানুষেরা । কিন্তু কলকাতা ও সংলগ্ন শহরতলী এলাকার সাধারণ মানুষকে কেবল এই কর্মসূচিতে আসতে বলা হয়েছে । কারণ দূরের মানুষের পক্ষে একদিনের মধ্যে রাজভবনে এসে পৌঁছনো সম্ভব নয় । উল্লেখ্য, রাজভবনের যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে তা দেখভালের দায়িত্বে রয়েছে রাজ্য পূর্ত দফতরের আইটি বিভাগ । আর নজরদারি চালায় কলকাতা পুলিশ ।

আরও পড়ুন:

  1. 2 মে কী হয়েছিল রাজভবনে? মমতা-পুলিশ ছাড়া ফুটেজ দেখাবেন রাজ্যপাল
  2. শ্লীলতাহানি কাণ্ডে রাজ্যের মুখ্যসচিব-কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি রাজ্যপালের
  3. সন্দেশখালির মহিলাদের পাশে দাঁড়ানোয় এই অপবাদ দেওয়া হয়েছে, মুখ খুললেন আনন্দ বোস
Last Updated : May 9, 2024, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.