জলপাইগুড়ি, 19 জুন: হলং বাংলোয় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ জানতে গঠন করা হবে উচ্চপর্যায়ের কমিটি ৷ ইটিভি ভারতকে একথা জানালেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা ৷ তাঁর আশ্বাস, জলদাপাড়ার হলংকে তার গৌরব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকার । তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো কথা বলে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে ।
বুধবার টেলিফোনে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, "আজ আমরা বৈঠকে বসছি । কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করছি । দফতরে আধিকারিকদের নিয়ে বৈঠক করা হবে । তদন্তের রূপরেখা নির্ণয় করা হবে । প্রয়োজনে তদন্ত কমিটি গড়ে আগুন লাগার কারণ জানা হবে । ঐতিহ্যবাহী জলদাপাড়া হলং বনবাংলোটি আমাদের গর্বের ছিল । দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক এই বাংলোতে এসে থাকতেন । কীভাবে আগুন লেগে সব শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না । অবশ্যই আমরাও চাই হলংকে আগের জায়গায় নিয়ে যেতে ৷ ঐতিহ্য বেঁচে থাকুক । আজ বৈঠকের পরেই বিষয়টি পরিষ্কার হবে ।"
মন্ত্রী জানান, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সব কিছু জানানো হয়েছে । মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই আগামীতে হলং বাংলোটিকে কীভাবে সংস্কার করে আগের গৌরব ফিরিয়ে দেওয়া যায়, তার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বীরবাহা হাঁসদা ।
ডুয়ার্স ট্যুরিজম ডেভলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব এ বিষয়ে বলেন, "আমরা চাই ফের আগের গৌরব ফিরে পাক হলং ৷ হলংয়ে জঙ্গল বন্ধের তিনমাসের মধ্যে ফের বাংলো বানিয়ে গৌরব ফিরিয়ে দিক রাজ্য সরকার ।"
গতকাল রাত 9টা নাগাদ আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো । নিমেষের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বনবাংলো । আলিপুরদুয়ারের এই বনবাংলোটির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে । পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীদের দাবি, ফের নতুন করে তৈরি করা হোক হলং বাংলোটি ।
গত 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সবক'টি জাতীয় উদ্যান ও অভয়ারণ্য পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে বন্ধ থাকে । এই সময় বন্যপ্রাণীদের প্রজনন ঋতু ফলে সরকারি বনবাংলো গুলিও বন্ধ থাকে । আগামী 15 সেপ্টেম্বরের পর জঙ্গল খুললেই ফের বাংলোগুলির বুকিং দিতে শুরু করে সরকার । জলদাপাড়া জঙ্গল সাফারির ক্ষেত্রেও পর্যটকদের চাহিদা থাকে তুঙ্গে । তবে হঠাৎ করে বাংলোটি পুড়ে যাওয়ার ফলে হতাশ পর্যটক ও পর্যটন ব্যবসায়ীরা ।