ETV Bharat / state

আজ দুপুরে ফল ঘোষণা রাজ্য জয়েন্ট এন্ট্রাসের, কীভাবে দেখবেন রেজাল্ট? - WBJEE Result 2024 - WBJEE RESULT 2024

State Joint Exam Result 2024: 2024-এ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল বৃহস্পতিতে প্রকাশিত হতে চলেছে। আজ দুপুর আড়াইটা নাগাদ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জয়েন্টের ফলাফল প্রকাশ করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কোথায়-কীভাবে দেখবেন রেজাল্ট? জেনে নিন এই প্রতিবেদনে ৷

State Joint Exam Result 2024
ফল ঘোষণা রাজ্য জয়েন্ট এন্ট্রাসের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 9:20 AM IST

হায়দরাবাদ, 6 জুন: যত সময় এগিয়ে আসছে, তত টেনশন বাড়ছে। কিছুক্ষণ পরেই রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। আজ, দুপুর আড়াইটের সময় বোর্ডের তরফ থেকে বৈঠক করে জানানো হবে রেজাল্ট ৷ ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে প্রথম 10 জনের মেধা তালিকাও প্রকাশ করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এরপর বিকেল 4টে থেকে অনলাইনে মার্কস ও ব়্য়াঙ্ক কার্ড জানতে পারবেন পরীক্ষার্থীরা। বোর্ডের অফিসিয়াল দু'টি ওয়েবসাইট থেকে দেখা যাবে ফলাফল। ওয়েবসাইট দু'টি হল- www.wbjeeb.nic.inwww.wbjeeb.in

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার 'ফাইনাল আনসার কি' গতকাল প্রকাশ করা হয়েছে ৷ পিডিএফ আকারে তা দেওয়া হয়েছে। সেই পিডিএফ দেখে বুঝতে পারবেন যে জয়েন্ট পরীক্ষায় কত পাবেন। কারণ ওই 'ফাইনাল আনসার কি'-র ভিত্তিতেই মূল্যায়ন করা হয়েছে। তাছাড়া রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও 'ফাইনাল আনসার কি' দেখতে পারবেন পরীক্ষার্থীরা। গত বছরের নভেম্বর মাসে 2024 সালের রাজ্যের জয়েন্ট পরীক্ষার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

কীভাবে 2024 সালের রাজ্য জয়েন্ট পরীক্ষার রেজাল্ট দেখবেন? (WBJEE 2024 Steps to Check Result)

  1. রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in-তে যান।
  2. স্ক্রল করে নাতে গিয়ে ডানদিকে রিসেন্ট আপডেটের নীচে দেখতে পাবেন 'রেজাল্ট নোটিস WBJEE 2024' ট্যাবে ক্লিক করুন।
  3. WBJEE 2024 Result লিঙ্কে ক্লিক করুন।
  4. নিজের প্রয়োজনীয় তথ্য দিন ৷
  5. নিজের 'ব়্যাঙ্ক কার্ড' দেখে নিয়ে ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।

এরপর চলতি বছরের 28 এপ্রিল অর্থাৎ লোকসভা ভোটের মাঝেই পরীক্ষা হয়েছিল। মূলত দুটি শিফটে এই পরীক্ষা হয়েছিল। যার মধ্যে প্রথমটি ছিল পেপার 1 ( অঙ্ক) যা সকাল 11টা থেকে 1টা পর্যন্ত হয়। এরপর পেপার 2 (পদার্থবিদ্য়া ও রয়াসন) দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত হয়েছিল। সারা দেশের মধ্যে মোট 328টি শহরে রাজ্য জয়েন্টের পরীক্ষাকেন্দ্র ছিল। সমস্ত পরীক্ষাকেন্দ্র মিলিয়ে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।

হায়দরাবাদ, 6 জুন: যত সময় এগিয়ে আসছে, তত টেনশন বাড়ছে। কিছুক্ষণ পরেই রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। আজ, দুপুর আড়াইটের সময় বোর্ডের তরফ থেকে বৈঠক করে জানানো হবে রেজাল্ট ৷ ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে প্রথম 10 জনের মেধা তালিকাও প্রকাশ করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এরপর বিকেল 4টে থেকে অনলাইনে মার্কস ও ব়্য়াঙ্ক কার্ড জানতে পারবেন পরীক্ষার্থীরা। বোর্ডের অফিসিয়াল দু'টি ওয়েবসাইট থেকে দেখা যাবে ফলাফল। ওয়েবসাইট দু'টি হল- www.wbjeeb.nic.inwww.wbjeeb.in

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার 'ফাইনাল আনসার কি' গতকাল প্রকাশ করা হয়েছে ৷ পিডিএফ আকারে তা দেওয়া হয়েছে। সেই পিডিএফ দেখে বুঝতে পারবেন যে জয়েন্ট পরীক্ষায় কত পাবেন। কারণ ওই 'ফাইনাল আনসার কি'-র ভিত্তিতেই মূল্যায়ন করা হয়েছে। তাছাড়া রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও 'ফাইনাল আনসার কি' দেখতে পারবেন পরীক্ষার্থীরা। গত বছরের নভেম্বর মাসে 2024 সালের রাজ্যের জয়েন্ট পরীক্ষার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

কীভাবে 2024 সালের রাজ্য জয়েন্ট পরীক্ষার রেজাল্ট দেখবেন? (WBJEE 2024 Steps to Check Result)

  1. রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in-তে যান।
  2. স্ক্রল করে নাতে গিয়ে ডানদিকে রিসেন্ট আপডেটের নীচে দেখতে পাবেন 'রেজাল্ট নোটিস WBJEE 2024' ট্যাবে ক্লিক করুন।
  3. WBJEE 2024 Result লিঙ্কে ক্লিক করুন।
  4. নিজের প্রয়োজনীয় তথ্য দিন ৷
  5. নিজের 'ব়্যাঙ্ক কার্ড' দেখে নিয়ে ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।

এরপর চলতি বছরের 28 এপ্রিল অর্থাৎ লোকসভা ভোটের মাঝেই পরীক্ষা হয়েছিল। মূলত দুটি শিফটে এই পরীক্ষা হয়েছিল। যার মধ্যে প্রথমটি ছিল পেপার 1 ( অঙ্ক) যা সকাল 11টা থেকে 1টা পর্যন্ত হয়। এরপর পেপার 2 (পদার্থবিদ্য়া ও রয়াসন) দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত হয়েছিল। সারা দেশের মধ্যে মোট 328টি শহরে রাজ্য জয়েন্টের পরীক্ষাকেন্দ্র ছিল। সমস্ত পরীক্ষাকেন্দ্র মিলিয়ে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.