বিধাননগর, 23 অগস্ট: আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নতুন করে কোনও পদে নিয়োগ করা হয়নি ৷ শুক্রবার স্বাস্থ্যভবনে বৈঠক করে জানিয়ে দিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ৷ তিনি জানিয়েছেন, সন্দীপ ঘোষকে স্বাস্থ্যভবনের ওএসডি পদে নিয়োগ করা নিয়ে যে আলোচনা বিভিন্নমহলে চলছে, তা ঠিক নয় ৷ সন্দীপ ঘোষকে স্বাস্থ্যভবনে ওএসডি পদে নিয়োগ করা হয়নি ৷
একই সঙ্গে তিনি জানিয়েছেন যে সন্দীপ ঘোষকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বদলি করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পদে নিয়োগের যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে ৷ এই মুহূর্তে তিনি কোনও পদে নেই ৷ আদালতের নির্দেশ অনুসারে তাঁকে এক্সট্রা অর্ডিনারি লিভে পাঠানো হয়েছে ৷
উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে সন্দীপ ঘোষ জড়িত রয়েছেন বলে বিভিন্নমহল থেকে অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি ওই চিকিৎসক ‘অভয়া’র দেহ উদ্ধারের পর থেকে তাঁর ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে ৷ সিবিআই গত শুক্রবার থেকে তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করছে ৷ রোজই তাঁকে তলব করা হচ্ছে৷ কয়েকঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এ দিনও সন্দীপ ঘোষ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন ৷
এদিকে সন্দীপ ঘোষ আরজি করের দায়িত্বে থাকাকালীন, সেখানে আর্থিক দুর্নীতি হয় বলে অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে স্বাস্থ্য দফতর ৷ সেই সিট ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করেছে বলে এ দিন জানিয়েছেন স্বাস্থ্যসচিব ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে ৷ পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে ৷ তাই তিনি চিকিৎসকদের কাছে এবার স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করার আবেদন করেছেন ৷