রায়গঞ্জ, 20 ফেব্রুয়ারি: চোপড়ার চেতনাগছ গ্রামে পৌঁছে প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন। মৃত শিশুদের পরিবারের সদস্যরা এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোরতম শাস্তির পাশাপাশি সীমান্ত এলাকা যাতে শান্ত থাকে তার আবেদন জানান রাজ্যপালের কাছে ৷ রাজ্যপাল এদিন ঘটনাস্থলে এলে প্রচুর মানুষ ভিড় জমান। বর্তমানে 132 চেতনাগছ বিওপি-র বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
মঙ্গলবার চোপড়ায় মাটি ধসে চার শিশু মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে ইসলামপুরে এসে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দার্জিলিং মেলে বিহারের কিষাণগঞ্জ রেল স্টেশনে নেমে, সড়কপথে ইসলামপুর সার্কিট হাউসে পৌঁছন রাজ্যপাল। সেখানে ঘণ্টাখানেক বিশ্রাম নেওয়ার পরে চোপড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ইসলামপুর সার্কিট হাউস থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সন্দেশখালিতে সাংবাদিক গ্রেফতার প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেন। পাশাপাশি পুলিশের দ্বারা শুভেন্দু অধিকারীকে ফের বাধা দেওয়ার ঘটনার প্রসঙ্গেও সরব হন। চোপড়ায় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, চলতি মাসের 12 তারিখে চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি-নালা বড় করার জন্য জেসিবি দিয়ে নালা তৈরির কাজ চলছিল। এলাকার বেশকিছু শিশু সেই কাজ দেখতে গিয়েছিল। আচমকা সেই গভীর নালার মাটি ধসে যায়। মাটির তলায় চাপা পড়ে চার শিশু। স্থানীয় মানুষ ও বিএসএফ জওয়ানরা তাঁদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে এলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমান। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
আরও পড়ুন: