ETV Bharat / state

'আরও বড় চক্রান্ত হচ্ছে, এই লড়াই লড়ব', অডিয়ো ক্লিপ প্রকাশ করে কলকাতা ছাড়লেন রাজ্যপাল - CV Ananda Bose - CV ANANDA BOSE

West Bengal Governor: এক অডিয়ো বার্তা দিয়েছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাঁর স্পষ্ট বার্তা, "আরও বড় চক্রান্ত হচ্ছে । এ লড়াই লড়ব । পালিয়ে যাব না ।" রাজভবন সূত্রের দাবি, এই অডিয়ো বার্তা দেওয়ার আগে শুক্রবার সকাল 11টা নাগাদ কলকাতা ছেড়েছেন রাজ্যপাল । তিনি নিজের রাজ্য কেরলে গিয়েছেন ।

West Bengal Governor
রাজ্যপাল (ছবি সূত্র: Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 1:12 PM IST

Updated : May 3, 2024, 3:45 PM IST

রাজ্যপাল (ETV Bharat)

কলকাতা, 3 মে: 'অশুভ উদ্দেশে ফের একজনকে রাজভবনে বসানো হয়েছে ।' রাজ্যপালের বিরুদ্ধে 'শ্লীলতাহানি'র অভিযোগ ওঠার পরের দিনই এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফে । শুক্রবার রাজভবনের তরফে কর্মীদের উদ্দেশে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "এক গোপন মাধ্যমে জানা গিয়েছে, রাজনৈতিক শক্তিগুলি অশুভ উদ্দেশ্য নিয়ে রাজভবনে আরও একজনকে বসিয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হচ্ছে । এগুলো নিছক নির্বাচনী ছক আর কিছু নয় ।"

এরপর এক অডিয়ো বার্তা দিয়েছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাঁর স্পষ্ট বার্তা, "আরও বড় চক্রান্ত হচ্ছে । এ লড়াই লড়ব । পালিয়ে যাব না ।" রাজভবন সূত্রের দাবি, এই অডিয়ো বার্তা দেওয়ার আগে শুক্রবার সকাল 11টা নাগাদ কলকাতা ছেড়েছেন রাজ্যপাল । তিনি নিজের রাজ্য কেরলে গিয়েছেন । সেখানেই বেশ কয়েকদিন থাকবেন । তাঁর এই সফর পূর্বনির্ধারিত ছিল । ফলে গতকালের ঘটনার সঙ্গে আজকে তাঁর কলকাতা ছাড়ার কোনও যোগসূত্র নেই বলেই দাবি রাজভবন সূত্রের ।

এদিকে অডিয়ো বার্তায় রাজ্যপাল আরও বলেন, "আমি একটা বিষয়ে পরিষ্কার ৷ যেকোনও ভিত্তিহীন অভিযোগ আমাকে দুর্নীতি-হিংসার বিরুদ্ধে কাজ করা রুখতে পারবে না। আমি এটা জেনেও আশ্চর্য হব না, যে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো ঘটনার অভিযোগ আমার বিরুদ্ধে করা হচ্ছে । এটাই বাংলার রাজনৈতিক অপশক্তির ধরন....।"

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ হয় বৃহস্পতিবার । হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় ওই মহিলা কর্মীকে ।অভিযোগকারী রাজভবনেই কাজ করতেন বলে জানা গিয়েছে । হেয়ারস্ট্রিট থানা সূত্রে খবর, মহিলাটিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । যদিও এ বিষয়ে এখনও রাজ্যপাল কিংবা রাজভবনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন:

রাজ্যপাল (ETV Bharat)

কলকাতা, 3 মে: 'অশুভ উদ্দেশে ফের একজনকে রাজভবনে বসানো হয়েছে ।' রাজ্যপালের বিরুদ্ধে 'শ্লীলতাহানি'র অভিযোগ ওঠার পরের দিনই এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফে । শুক্রবার রাজভবনের তরফে কর্মীদের উদ্দেশে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "এক গোপন মাধ্যমে জানা গিয়েছে, রাজনৈতিক শক্তিগুলি অশুভ উদ্দেশ্য নিয়ে রাজভবনে আরও একজনকে বসিয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হচ্ছে । এগুলো নিছক নির্বাচনী ছক আর কিছু নয় ।"

এরপর এক অডিয়ো বার্তা দিয়েছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাঁর স্পষ্ট বার্তা, "আরও বড় চক্রান্ত হচ্ছে । এ লড়াই লড়ব । পালিয়ে যাব না ।" রাজভবন সূত্রের দাবি, এই অডিয়ো বার্তা দেওয়ার আগে শুক্রবার সকাল 11টা নাগাদ কলকাতা ছেড়েছেন রাজ্যপাল । তিনি নিজের রাজ্য কেরলে গিয়েছেন । সেখানেই বেশ কয়েকদিন থাকবেন । তাঁর এই সফর পূর্বনির্ধারিত ছিল । ফলে গতকালের ঘটনার সঙ্গে আজকে তাঁর কলকাতা ছাড়ার কোনও যোগসূত্র নেই বলেই দাবি রাজভবন সূত্রের ।

এদিকে অডিয়ো বার্তায় রাজ্যপাল আরও বলেন, "আমি একটা বিষয়ে পরিষ্কার ৷ যেকোনও ভিত্তিহীন অভিযোগ আমাকে দুর্নীতি-হিংসার বিরুদ্ধে কাজ করা রুখতে পারবে না। আমি এটা জেনেও আশ্চর্য হব না, যে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো ঘটনার অভিযোগ আমার বিরুদ্ধে করা হচ্ছে । এটাই বাংলার রাজনৈতিক অপশক্তির ধরন....।"

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ হয় বৃহস্পতিবার । হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় ওই মহিলা কর্মীকে ।অভিযোগকারী রাজভবনেই কাজ করতেন বলে জানা গিয়েছে । হেয়ারস্ট্রিট থানা সূত্রে খবর, মহিলাটিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । যদিও এ বিষয়ে এখনও রাজ্যপাল কিংবা রাজভবনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন:

Last Updated : May 3, 2024, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.